|
|
|
|
শিক্ষক-হীন শহরের ১৩ স্কুল |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
স্কুল আছে। শিক্ষক নেই। এক বছর ধরে এমনই পরিস্থিতি মালদহের ইংরেজবাজার শহরের ১৩টি প্রাথমিক স্কুলের। আশপাশের স্কুল থেকে শিক্ষক এনে ৭টি স্কুল চালানো হলেও বাকি ৬টি স্কুল সম্পূর্ণ তালাবন্ধ পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দারা শিক্ষক চেয়ে প্রাথমিক শিক্ষা সংসদ এবং জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের দফতরে বহু বার আবেদন জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। ফলে শহরের মাধবনগর প্রাথমিক স্কুল, মহানন্দা প্রাথমিক স্কুল, টিএসি প্রাথমিক স্কুল, মহানন্দা জেএম প্রাথমিক স্কুল, কুলিপাড়া প্রাথমিক স্কুল ও সহিষটুলি প্রাথমিক স্কুলের অভিভাবক মহলে অসন্তোষ সৃষ্টি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দায়িত্ব নিয়ে অবশ্য ওই ৬টি স্কুলে তড়িঘড়ি শিক্ষক নিয়োগের ব্যাপারে উদ্যোগী চেয়ারম্যান রামপ্রবেশ মন্ডল। শুক্রবার তিনি বলেন, “বিগত চেয়ারম্যানদের অদূরদর্শিতার জেরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে সমস্ত স্কুলে বাড়তি শিক্ষক রয়েছে সেখান থেকে এক-দু’জনকে সরিয়ে ওই ৬টি স্কুলে নিয়োগ করা যেতে পারত। ইচ্ছাকৃত ভাবে এটা করা হয়েছে। দ্রুত শিক্ষক পাঠিয়ে সেগুলি খোলা হবে।” জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক তৃপ্তি গুহ বলেন, “ইংরেজবাজার এলাকার যে সব স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে আছে সেগুলি দ্রুত খোলার চেষ্টায় সংসদের চেয়ারম্যান বৈঠক ডেকেছেন।” ইংরেজবাজার এলাকার ৩৭টি প্রাথমিক স্কুলের মধ্যে ১৩টি স্কুল শিক্ষক-হীন। এখন জেলায় যত শিক্ষক আছে তাতে স্কুল বন্ধ হওয়ার কথা নয়। অথচ এক বছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকায় পাঁচ শতাধিক ছাত্রের পড়াশুনা বন্ধ। অভিভাবকরা বলেন, “জেলা প্রাথমিক স্কুল সংসদ ছেলেমেয়েদের সঙ্গে ছিনিমিনি খেলেছে। এক বছরেরও বেশি সময় ধরে আমাদের ছেলেমেয়েরা যে পড়তে পড়ল না তার ক্ষতিপূরণ কে দেবে? আশপাশের স্কুল থেকে শিক্ষক এনে যে ৭টি স্কুল চালানো হচ্ছে তাও না-চলার মতোই বলে অভিযোগ। ২ নম্বর কলোনি প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পযর্ন্ত ছাত্রছাত্রী রয়েছে খাতায় কলমে ১৮৫ জন। বার্লো বালিকা প্রাথমিক স্কুল থেকে এক জন শিক্ষক এনে ২ নম্বর প্রাথমিক স্কুল চালানো হচ্ছে। শহরের ১৪টি ওয়ার্ডের ৩৮টি স্কুলে খাতায়কলমে ছাত্রছাত্রী ৩৪০৫, শিক্ষক ৬৭ জন। ছাত্রবন্ধু প্রাথমিক স্কুলে ছাত্র সংখ্যা ২২। কুতুবপুর প্রাথমিক স্কুলে ছাত্র ১৫ জন। বাশঁবাড়ি প্রাথমিক স্কুলে ১৩ জন। মাত্র ৭ জন ছাত্র রয়েছে নির্মল রায় স্মৃতি প্রাথমিক স্কুলে। জেলায় ১৮৮৮ টি প্রাথমিক স্কুলে বতর্মানে ৬ হাজারের বেশি শিক্ষক রয়েছে। অনুমোদিত শিক্ষক পদের সংখা ৮১৭৯। দুই হাজারেরও বেশি শিক্ষক পদ শূন্য। শিক্ষক নিয়োগের পরীক্ষা ৬ মাস আগে হলেও এখন পর্যন্ত তা ঝুলে রয়েছে। সংসদের চেয়ারমান রামপ্রবেশ মন্ডল বলেন, “শূন্যপদে শিক্ষক নিয়োগ হলে সমসার সমাধান হবে।” |
|
|
|
|
|