|
|
|
|
বিপিএল কার্ডের দাবি, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
বিপিএল কার্ড দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসী। সারেঙ্গা ব্লকের গোরডাঙা গ্রামের মোড়ে বুধবার দুপুর দু’টো থেকে টানা আড়াই ঘণ্টা বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর অবরোধ হয়। এর ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে চারটে নাগাদ অবরোধ ওঠে। এ দিনের অবরোধে সামিল হয়েছিলেন সারেঙ্গা ব্লকের চিলতোড় পঞ্চায়েতের গোরডাঙা, সিধি, ঝোলা, বাগজাদা, জাদুগোড়া, গোপালপুর-সহ আটটি গ্রামের প্রায় ৫০০ জন বাসিন্দা। তাঁদের দাবি, বিপিএল তালিকায় নাম থাকা প্রত্যেককে অবিলম্বে বিপিএল রেশন কার্ড দিতে হবে। গ্রামবাসী সত্য নাগ, সাধন পরামানিকদের অভিযোগ, “দীর্ঘদিন ধরেই বিপিএল কার্ড পাচ্ছিনা আমরা। অথচ, বিপিএল তালিকায় আমাদের নাম রয়েছে। তাই এদিন ওই কার্ডের দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম।” |
|
ছবি: উমাকান্ত ধর। |
খাদ্য দফতরের সারেঙ্গার পরিদর্শক গুঁহিরাম নাথ বলেন, “পর্যায়ক্রমে এলাকায় শিবির করে বিপিএল ও এপিএল কার্ড বিলি করা হচ্ছে। ধাপে ধাপে এই কাজ চলছে। এরপরেও গ্রামের কিছু বাসিন্দা একসঙ্গে কার্ড বিলির দাবি জানিয়ে এদিন রাস্তা অবরোধ করেন।” সারেঙ্গার জয়েন্ট বিডিও শঙ্কু বিশ্বাস খবর পেয়ে অবরোধস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। এরপরেই অবরোধ ওঠে। পরে তিনি বলেন, “গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলা হয়েছে। তাঁদের দাবির কথা ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” অন্য দিকে, খাতড়া ব্লকের গোড়াবাড়ি পঞ্চায়েত অফিসে এ দিন ত্রাণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, “অতি বৃষ্টিতে বাড়ি-ঘর নষ্ট হয়েছে। বারবার এসেও ক্ষতিপূরণ মিলছে না।” পঞ্চায়েত প্রধান সিপিএমের চন্দনা মাহাতো অবশ্য দাবি করেন, “সরকারি নিয়ম মেনে ত্রান বিলি করা হচ্ছে। ক্ষতিপূরণও দেওয়া হবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের।” তাঁর অভিযোগ, “বিক্ষোভকারীরা পঞ্চায়েতে ঢুকে কয়েকটি চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বিশৃঙ্খলা পাকায়।” |
|
|
|
|
|