টুকরো খবর
|
বাস চলাচল বন্ধ বেথুয়ায় |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
রাস্তা খারাপ। তাই বাস চলাচল বন্ধ হয়ে গেল কৃষ্ণনগর থেকে বেথুয়াডহরি ভায়া ধর্মদা রুটে। মঙ্গলবার থেকে কৃষ্ণনগর থেকে বাস যাচ্ছে ধর্মদা বাজার পর্যন্ত। বাস মালিকেরা জানান, ধর্মদা থেকে বেথুয়াডহরি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পুরোপুরি বেহাল। তাঁদের কথায়, “ওটা রাস্তা নয়, মৃত্যুফাঁদ। সেখানে বাস চালানো সম্ভব নয়।” নদিয়া জেলা বাস মালিক সমিতির সহ সম্পাদক অসীম দত্ত বলেন, “রাস্তার অবস্থা এতটাই খারাপ বাস চালালে সেখানে যে কোনও মুহূর্তে সেখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনকে বারবার বলেও কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই বাস চালানো বন্ধ করে দিয়েছি।” এ দিকে, বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার নিত্যযাত্রী এবং পড়ুয়ারা। ওই রাস্তা প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অমরেশ দত্ত বলেন, “ওই এক কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য টাকার দরকার। এর আগে জেলা পরিষদ তাদের ক্ষমতা অনুযায়ী রাস্তাটি দু’বার সংস্কার করেছিল। প্রকল্প তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত রাস্তার কাজ শুরু হবে।”
|
ভাঙন শুরু মহীশূরায় |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
|
ছবি: সুদীপ ভট্টাচার্য। |
ভাঙনের ভয়ে তটস্থ নবদ্বীপের মহীশূরা পঞ্চায়েত। গঙ্গা ক্রমশ গ্রাস করছে সেখানকার গ্রামগুলি। গত এপ্রিল থেকে শুরু হওয়া গঙ্গা ভাঙনে ইতিমধ্যেই হারিয়ে গিয়েছে আশপাশের বেশ কয়েকটি গ্রামের বসত। মহীশূরা পঞ্চায়েতের সদস্য ওসমানি মালিতা বলেন, “সব মিলিয়ে ১৫০ একর জমি গঙ্গা গর্ভে। ৪৪টি বাড়ি জলে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে ভাঙন চলছে। আড়াইশো পরিবার যে কোনও সময়ে ভিটে জমি হারাতে পারেন।” ইতিমধ্যে মালিতাপাড়া, কুর্মিপাড়ার মানুষ অন্যত্র গিয়ে নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছেন। সেচ দফতরের এসডিও সুপ্রতীম রায় বলেন, “গঙ্গা ভাঙনে গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। নদীতে বেশ কিছু বাড়ি তলিয়ে গিয়েছে বলে শুনেছি।”
|
ধসল নির্মীয়মাণ প্ল্যাটফমর্ |
নিজস্ব সংবাদদাতা • নাকাশিপাড়া |
|
গড়ার আগেই ভেঙে পড়ল প্ল্যাটফর্ম। নাকাশিপাড়ার কাছে শোনডাঙা স্টেশনে। নিজস্ব চিত্র। |
ধসে গেল নদিয়ার সোনাডাঙা স্টেশনের নির্মীয়মাণ প্ল্যাটফর্মের বেশ কিছুটা অংশ। প্ল্যাটফর্মের দু’পাশের পিছনের দিকের গার্ডওয়াল ভেঙে যাওয়ায় ধসে গিয়েছে প্রায় ৭০ মিটার অংশ। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছেন রেল কর্তারা। ধসে যাওয়া অংশটির পুনর্নির্মাণ চলছে। কৃষ্ণনগর-লালগোলা শাখায় সোনাডাঙা স্টেশনটি বেশ পুরনো। এত দিন সেখানে কোনও প্ল্যাটফর্ম ছিল না। রেল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কয়েক লক্ষ টাকা খরচ করে প্ল্যাটফর্মের কাজ শুরু হয়। টানা বৃষ্টিতে দিন তিনেক আগে আচমকা প্ল্যাটফর্মের দু’পাশের গার্ডওয়াল ভেঙে যায়। স্থানীয় বাসিন্দা মানব সরকার বলেন, “বৃষ্টিতে মাটি ধুয়ে যাওয়া তো স্বাভাবিক। তাহলে কেন সেইমতো ব্যবস্থা নিয়ে কাজ করা হয়নি। রেল কর্তৃপক্ষ দায়সারা কাজ করায় এমনটা হয়েছে।” বেঙ্গল রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পুণ্ডরীকাক্ষ কীর্তনিয়া বলেন, “নির্মাণকাজ চলাকালীন কী করে একাংশ ভেঙে গেল? এটা কার গাফিলতি?” শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ইঞ্জিনিয়ার-৩ অরুণাভ ঘোষ বলেন, “এলাকাটি আসলে নিচু। মাটি ফেলে কাজ হচ্ছিল। বৃষ্টিতে মাটি ধুয়ে যাওয়ায় ধস নেমেছে। ওই অংশের পুনর্নির্মাণ চলছে।”
|
গম বোঝাই লরি আটক |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
গম বোঝাই একটি লরি ‘সিজ’ করেছে পুলিশ। মঙ্গলবার জিয়াগঞ্জ পুরসভার ফুলতলা মোড় লাগোয়া বাহাদুরপুর পঞ্চায়েত এলাকার ঠাকুরগ্রামের ঘটনা। সেই সঙ্গে এলাকার চালগম মজুত রাখার ৫টি গুদাম ‘সিল’ করে দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মুর্শিদাবাদ-লালবোগ) মৃণাল মজুমদার বলেন, “খাদ্য সরবরাহ নিগমের গম পাচারের অভিযোগ তুলে স্থানীয় লোক লরিটি আটকে রাখে। অবশেষে স্থানীয় বিডিও-র নির্দেশে ও তাঁর উপস্থিতিতে ওই ৫টি গুদাম ‘সিল’ করা হয় ও লরিটি ‘সিজ’ করা হয়। লরি চালককে আটক করা হয়েছে।” মুর্শিদাবাদ-জিয়াগঞ্জের বিডিও জয়ন্ত মল্লিক বলেন, “পরে সিল খুলে গুদামে কি আছে, কেন আছে এবং তা নিয়ম বর্হিভূত ভাবে রাখা হয়েছে কিনা তদন্ত করে দেখা হবে। লরির মাল খালাস করে ওই গম খাদ্য সরবরাহ নিগমের কিনা তা খতিয়ে দেখা হবে।” তিনি জানান, লরির চালক ওই গমের বিষয়ে কোনও কাগজপত্র দেখাতে পারেনি।”
|
স্কুল নির্বাচন সেকেন্দ্রায় |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অবশেষে স্কুল পরিচালন সমিতির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে প্রস্তুতি শুরু হয়ে গেল সেকেন্দ্রায়। প্রায় সাড়ে ৩ হাজার ছাত্রছাত্রীর ওই উচ্চমাধ্যমিক স্কুলে গত সাড়ে তিন দশক ধরে কার্যত কোনও নির্বাচন হয়নি পরিচালন সমিতির। প্রতি বছরই নির্বাচনের সময় সি পি এমের ৬ জন করে স্থানীয় নেতাকে বাছাই করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী দেখিয়ে পরিচালন সমিতি দখল করে আসছে সিপিএম গত ৩৪ বছর ধরে। এ বারে সেই দাপট ভাঙতে চলেছে। কংগ্রেসের কয়েকশো সমর্থক বুধবার ৪ ঘণ্টা স্কুলে হাজির থেকে বিক্ষোভ শুরু করেন নির্বাচনের দাবিতে। স্কুলের প্রধানশিক্ষক তাপস রায় তাঁদের জানিয়ে দেন ২৮ অগস্ট সেকেন্দ্রা স্কুলের পরিচালন সমিতির নির্বাচন করা হবে।
|
ওটি বন্ধ বহরমপুরে |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
ছাদ থেকে জল পড়ায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের ‘অপারশেন থিয়েটার’ বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার পার্থ দে বলেন, “ওই ছাদের উপর প্রস্তাবিত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ঘর তৈরি হচ্ছে। তার ফলে ছাদ দিয়ে জল চুঁইয়ে ওটি-তে পড়ছে। এ কারণে ছাদ সংস্কার করতে আপাতত অপারেশন থিয়েটার বন্ধ রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে ছাদ সংস্কারের জন্য পূর্ত দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে।” ওই অপারেশন থিয়েটারে দৈনিক ৮ থেকে ১০ জন রোগীর অস্ত্রোপচার করা হয় বলে সুপার জানান।
|
বিদ্যুৎস্পৃষ্ট, মৃত ২ |
নিজস্ব প্রতিবেদন |
নিজেরই বাড়িতে বিদ্যুতের হোল্ডার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল হবিবুর রহমান (২২) নামে এক যুবকের। মাত্র মাস তিনেক আগে তাঁর বিয়ে হয়। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সমসেরগঞ্জের জালাদিপুর গ্রামে। তাঁকে মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মারা গিয়েছেন হবিবুর। অন্য দিকে, চাপড়ার পুকুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম জয়দেব হালদার (৫০)। মঙ্গলবার রাতে নামসংকীর্তনের আসর থেকে ফেরার সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে পা জড়িয়ে যায় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে খানিক পরে তাঁর মৃত্যু হয়।
|
লরির ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম আটার মালিথ্যা (৪৮)। নওদার মধুপুরের ওই ব্যক্তি বুধবার সকালে বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেলডাঙার বড়ুয়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে তাঁকে ধাক্কা দেয় পণ্যবোঝাই লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আটার। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।
|
দেওয়াল পড়ে মৃত |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। বড়ঞার মুনাইকান্দরা গ্রামের ঘটনা। বুধবার সকালে বাড়ির দেওয়ালে ঘুটে দিচ্ছিলেন বেলি বিবি (৪৫)। টানা বৃষ্টিতে মাটির দেওয়াল হেলে গিয়োছিল। কাজ করার সময় সেটি বেলি বিবির উপর পড়ায় গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নিয়ে যান কান্দি হাসপাতালে। কিছুক্ষণ পর মৃত্যু হয় তাঁর।
|
স্কুল সংসদে চেয়ারম্যান সাগির হোসেন |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হিসাবে নিয়োগ করা হল রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সাগির হোসেনকে। জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাহী সভাপতি সাগির হোসেন ভগবানগোলা থানা এলাকার নশিপুর হাইস্কুলের প্রধানশিক্ষক। বিগত বিধানসভা নির্বাচনে ভগবানগোলা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন তিনি। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নির্বাচিত সদস্য সংখ্যার হিসাবে সংখ্যা গরিষ্ঠ কিন্তু বামফ্রন্ট। রাজ্য সরকারের আইন অনুসারে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মনোনীত করেছে সরকার। ওই সুবাদে প্রায় সাড়ে তিন দশক পর এ জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির পদ বামফ্রন্ট তথা সিপিএমের হাতছাড়া হল।
|
টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
কয়েকদিনের টানা বর্ষণে জল জমে যাওয়ায় মুর্শিদাবাদের প্রায় ১০৫ হেক্টর সব্জির ফলন ক্ষতিগ্রস্ত। এর মধ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে খড়গ্রাম, বেলডাঙা ১ ও ২ ব্লকে। জেলায় এই সময়ে পটল, উচ্ছে, বেগুন, করলার চাষ হয়। আবার নতুন ভাবে কফি সহ বেশ কয়েকটি সব্জির বীজতলা তৈরি হয় এই সময়ে। এর বাইরেও জেলার ২৩টি ব্লকের কয়েকটিতে ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ হেক্টর। উদ্যানপালন দফতরের রাজ্য সহ অধিকর্তা শুভদীপ নাথ বলেন, “বর্ষায় প্রায় ১১,৪৪০ হেক্টর জমিতে বিভিন্ন সময়ে সব্জির চাষ হয়। বর্ষায় কান্দি ও বহরমপুরের বিভিন্ন ব্লকে ক্ষতি হয়েছে ১০৫ হেক্টর সব্জি। জঙ্গিপুর, লালবাগ প্রভৃতি মহকুমা ধরলে এই হিসেব কিছুটা বাড়বে। সব জায়গা থেকে এখনও হিসেব আসেনি।”
|
প্রধানকে স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • খড়গ্রাম |
আঠারো মাস আগে একশো দিন কাজের প্রকল্পে এলাকার রাস্তা, পুকুর সংস্কার হলেও তার মজুরি পাননি শ্রমিকেরা। এমনই অভিযোগ উঠেছে খড়গ্রাম ব্লকের ইন্দ্রানী পঞ্চায়েত সিপিএমের প্রধানের বিরুদ্ধে। এছাড়াও আছে বার্ধক্যভাতা, ইন্দিরা আবাস যোজনার টাকা বিলিতে গাফিলতির অভিযোগ। পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল হাকিম বলেন, “গ্রামবাসীর প্রাপ্য টাকা দিতে প্রধান কোনও উদ্যোগই নেয় না।” এ ব্যাপারে বুধবার প্রধানকে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রধান মেরিনা বিবি বলেন, “একশো দিন প্রকল্পে কতটা কাজ হয়েছে তার সঠিক পরিমান না পাওয়ায় সমস্যা হচ্ছে।”
|
স্কুলে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • পলাশি |
নিম্নমানের চাল দিয়ে রান্না হয় মিড-ডে মিল। এমনই অভিযোগে বুধবার কালীগঞ্জের জানকীনগর প্রাথমিক বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। অভিভাবকদের অভিযোগ, মিড-ডে মিল রান্নার জন্য যে চাল ব্যবহার করা হচ্ছিল তাতে পোকা। গাফিলতি স্বীকার করে প্রধান শিক্ষক রাইহান শেখ বলেন, “এক মাস স্কুল ছুটি ছিল। তাই চালে পোকা ধরেছে।” স্কুল কতৃর্পক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি আয়ত্তে আসে।
|
আস্থা প্রমাণের সভা |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদ জেলাপরিষদের পূর্ত স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সিপিএমের সোমনাথ সিংহ রায়ের প্রতি আস্থা প্রমাণের জন্য সাধারণ সভা ডাকা হয়েছে বৃহস্পতিবার। ওই সভার কথা জানিয়ে জেলাপরিষদের সভাধিপতির পাঠানো চিঠি মঙ্গলবার হাতে পান জেলাপরিষদের বিরোধী দলনেতা কংগ্রেসের বাণী ইসরাইল। ওই চিঠি পেয়েই আস্থাভোটে পূর্ত কর্মাধ্যক্ষকে অপসারণের জন্য কংগ্রেস দলের তরফে তোড়জোড় শুরু হয়েছে। দলের তরফে হুইপ জারি করে প্রতিটি সদস্যকে ওই সভায় হাজির থাকার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।
|
জল সরবরাহ বন্ধ |
বিকল হয়ে গিয়েছে পাম্পিং স্টেশনের যন্ত্রাংশ। তার জেরে বেলডাঙা পুর এলাকায় মঙ্গলবার থেকে বন্ধ জল সরবরাহ। ১৪টি ওয়ার্ডের কয়েক হাজার মানুষ জল না পেয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন। এ দিকে, পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড আর্সেনিক কবলিত। এমন অবস্থায় পুরসভার পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছেন বাসিন্দারা। পুরপ্রধান কংগ্রেসের অনুপমা সরকার বলেন, “পাম্পিং স্টেশনে যন্ত্রাংশের সমস্যার জন্য পরিষেবা সাময়িক ভাবে বন্ধ। সমস্যা মেটাতে শীঘ্র ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
|
দুষ্কৃতী হামলায় জখম |
দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন এক ব্যক্তি। আনন্দ দাস নামে বড় আন্দুলিয়া দাসপাড়ার ওই ব্যক্তি শক্তিনগর হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। |
|