l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
পয়লা বৈশাখে বাঙালির পাতে কী কী পড়বে তা নিয়ে প্রচুর রেসিপি পৌঁছেছিল।
বড় দীর্ঘ সে লিস্টি থেকে উপকরণ ও প্রণালীর মাপকাঠিতে প্রকাশ করা হয়েছিল
কিছু সেরা রেসিপি। স্বাদের বিচারে সেরার সেরা কোনটি? তা ঠিক করেছেন
আপনারা। মাঝ-মাসে ‘হট শেফ’ প্রতিযোগিতার ফলাফল-সহ রয়েছে
আপনার রান্নাঘরে আরও রেসিপির সন্ধান। সঙ্গে সংবাদের হাওয়াবদল।
কার্শিয়াঙে ধসে তিন সন্তান-সহ মৃত বাবা
নিজস্ব প্রতিবেদন
রাতভর বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নামায় শুক্রবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দার্জিলিঙে। কার্শিয়াঙের কাছে সেন্ট মেরিজ এলাকায় ধসে একটি বাড়ির অংশ চাপা পড়ায় এক ব্যক্তি ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। কালিম্পঙে জাতীয় সড়কে দু’জায়গায় ধস নামায় বেশ কয়েক ঘণ্টার জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে সিকিম। টানা বর্ষণে জলস্তর বেড়ে যাওয়ায় ফুঁসছে তিস্তা, মহানন্দা, বালাসনের মতো নদী। মহানন্দার জলস্তর বেড়ে যাওয়ায় শিলিগুড়ির উপকণ্ঠে ডাবগ্রাম-ফুলবাড়ির পশ্চিম ধনতলার নিচু এলাকা প্লাবিত হয়। প্রায় ৩০০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। বেলা বাড়লে জল কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব বলেন, “দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার কাজে প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে। সিকিমের ওই রাস্তাটি সেনাবাহিনীর সীমান্ত সড়ক বাহিনীর আওতায় রয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে ধস সরিয়ে রাস্তা খোলা হয়েছে। কার্শিয়াঙে ধসে বিপন্ন পরিবারটিকে সব রকম সাহায্য করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।” পাশাপাশি, দুর্যোগ মোকাবিলার ব্যাপারে ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ খানের সঙ্গেও কথা বলেছেন গৌতমবাবু। বৃহস্পতিবার রাত ৯টা থেকেই তুমুল বৃষ্টি শুরু হয় পাহাড় ও লাগোয়া সমতলে।
বিস্তারিত...
৩০টি ট্রলারের খোঁজ নেই, আজ নামছে নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদন
দক্ষিণ ২৪ পরগনা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৩৩টি ট্রলার। তার মধ্যে ৩০টি ট্রলারের কোনও খোঁজ মিলছে না। সেগুলিকে খুঁজতে বিশাখাপত্তনম থেকে নৌবাহিনীর বিশেষ একটি দল আসছে। হলদিয়া থেকে আসছে উপকূলরক্ষী বাহিনীর একটি দলও। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ইন্দিবর পাণ্ডে বলেন, ৩৩টি ট্রলারই বৃহস্পতিবার সমুদ্রে নিখোঁজ হয়ে গিয়েছিল। মাত্র তিনটির খোঁজ মিলেছে। তার মধ্যে দু’টি ফিরে আসছে। অন্যটি বাংলাদেশের ফতুয়াখালিতে চলে গিয়েছে। সেটিকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে কথা হয়েছে রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের। পাণ্ডে বলেন, উদ্ধারকারী দলগুলি হোভারক্রাফট, ডুবুরি ও বিমানের সাহায্য নেবে। তবে দুর্যোগের জন্য নৌবাহিনী বা উপকূলরক্ষী বাহিনী এ দিন সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে নামতে পারেনি। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রের খবর, খারাপ আবহাওয়ার জন্য নিখোঁজ ট্রলারগুলির মৎস্যজীবীদের সঙ্গে অয়্যারলেসের মাধ্যমেও যোগাযোগ করা যাচ্ছে না। যে-সব মৎস্যজীবী নিখোঁজ, তাঁদের অধিকাংশই কাকদ্বীপের অক্ষয়নগর ও কালীনগরের বাসিন্দা।
বিস্তারিত...
জোড়া ট্রাক ঢুকিয়ে পূর্ত দফতরের গুদাম লুঠ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর
পূর্ত দফতরের গুদাম চত্বরে জোড়া ট্রাক ঢুকিয়ে, তাতে ৭৪টি পিচভর্তি ড্রাম নিয়ে পালাল দুষ্কৃতীরা। গুদামের পাহারাদার তিন বেসরকারি নিরাপত্তাকর্মীকে তারা মারধর করে। বেঁধে, একটি ঘরে আটকেও রাখে বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকার বাইপাস রাস্তা লাগোয়া সোনামুখী মোড়ে বিষ্ণুপুর মহকুমা (সড়ক) বিভাগের গুদামে। বিষ্ণুপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরাপত্তাকর্মীদের দাবি, রাত ২টো থেকে প্রায় আধ ঘণ্টা ধরে চলেছে ওই লুঠপাট। এলাকাবাসীর একাংশের বক্তব্য, রাতে ওই ঘটনাস্থল এবং লাগোয়া এলাকায় টহল দেওয়ার কথা বিষ্ণুপুর থানার টহলদার পুলিশ ভ্যানের। ‘ঠিকঠাক’ টহল দেওয়া হলে কী ভাবে ওই ঘটনা পুলিশের চোখ এড়াল, তাঁরা সে প্রশ্ন তুলেছেন। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান পূর্ত (সড়ক) দফতরের বিষ্ণুপুর মহকুমা বিভাগের সহকারী বাস্তুকার সঞ্জয়কুমার সিংহ। তিনি বলেন, “এখানে ৭৪টি ড্রাম ছিল। প্রতিটি ড্রামে ১৫৬.৫ কিলোগ্রাম করে পিচ ছিল। যার আনুমানিক মূল্য, সাড়ে চার লক্ষ টাকা। এ রকম আগে হয়নি। পুলিশকে বিশদে তদন্ত করতে বলেছি।” এসডিপিও (বিষ্ণুপুর) দিব্যজ্যোতি দাস বলেন, “পুলিশ রাতে ওই এলাকায় টহল দেয়। তবে কেন ঘটনাটি তাদের নজরে আসেনি, তা জানা নেই। সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্তের কাজ চলছে।”
বিস্তারিত...
ফের হামলার আশঙ্কায় ঝাড়গ্রামের আক্রান্তরা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
ফের হামলার আশঙ্কায় ত্রস্ত ঝাড়গ্রামের আগুইবনি, চন্দ্রি ও সাপধরা অঞ্চলের সিপিএম নেতা-কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার তাণ্ডবের পর আক্রান্ত পরিবারগুলিকে জনগণের কমিটির নাম করে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়েছেন। ভাঙা বাড়িঘরের ধ্বংসস্তূপের মধ্যে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে কিছু পরিবার। প্রবল বর্ষণে মাথা গোঁজার ঠাঁইটুকু মেলেনি তাদের। নেই খাবার, এমনকী জামাকাপড়ও। নাম কা ওয়াস্তে পুলিশ এসে তদন্ত করে গিয়েছে বটে, তবে প্রশাসনের তরফে ত্রাণের চাল বা ত্রিপল কিছুই মেলেনি। সর্বস্ব খুইয়ে নিঃস্ব পরিবারগুলির আর্তি, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাঁচান’। শুক্রবার এলাকা পরিদর্শনে এসে বাসিন্দাদের মুখে এমন আর্তি শুনে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ডহরেশ্বর সেন। এ দিন সকাল ১১টা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে ব্যক্তিগত দু’জন নিরাপত্তারক্ষী নিয়ে ডহরেশ্বরবাবু প্রথমে যান আগুইবনির একতাল গ্রামে। ঘুরে দেখেন নেতা-কর্মীদের ভাঙচুর-লুঠ হওয়া বিপর্যস্ত বাড়িঘর। সিপিএম নেতা গিরিন্দ্র পাত্রের স্ত্রী সুবোধবালাদেবী কান্নায় ভেঙে পড়ে বলেন, “নলকূপ ভেঙে দিয়েছে ওরা। খাবারের জলটুকুও নেই। শুনেছি বিপদের কথা শুনলে মুখ্যমন্ত্রী মানুষের কাছে ছুটে যান। ওঁকে বলে আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন।”
বিস্তারিত...
আউশগ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ১১
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে বোমা-গুলির লড়াইয়ে আহত হলেন ১১ জন। এর মধ্যে আটজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং তিন জনকে গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। যদিও দলীয় নেতৃত্বের একাংশ গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি। শুক্রবার সকালে আউশগ্রামের উক্তা গ্রামের বাগানপাড়ায় জমা জল বের করে পুকুরে ফেলা নিয়ে বিবাদের সূত্রপাত। পুুলিশ জানায়, বোমাবাজি হয়, গুলিও চলে। আহতদের শরীরে বোমা ও গুলির ক্ষতচিহ্ন রয়েছে। বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। দু’পক্ষই গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।” তৃণমূলের এক নেতা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি কার্যত মেনে নিলেও, আর এক নেতার দাবি ঘটনাটি ‘পারিবারিক’। তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, “যারা পুকুরে জল ফেলার কাজ করছিল, তারা আমাদের দলের লোক। তাঁদের যারা আক্রমণ করেছে, তারা সিপিএম ছেড়ে হালে তৃণমূলে যোগ দিয়েছে।” তবে গুসকরার তৃণমূল পুরপ্রধান চঞ্চল গড়াইয়ের দাবি, “এটা পারিবারিক সংঘর্ষ। গ্রামের নিকাশি নালা নিয়ে দু’পক্ষের গোলমালের জেরে এক পক্ষ অপরকে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। সিপিএম এক পক্ষকে মদত দিয়েছে।”
বিস্তারিত...
ভাসল হাওড়া, রেলের উপরে দায় চাপালেন মেয়র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
একটানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় জল জমার দায় রেলের ঘাড়ে চাপালেন হাওড়া পুরসভার মেয়র। মেয়র মমতা জয়সোয়াল শুক্রবার অভিযোগ জানান, হাওড়ার মূল নিকাশি রানি ঝিলের উপর নির্ভরশীল। তা পরিষ্কারের দায়িত্ব রেলের। কিন্তু রেল নিয়মিত তা করে না। হাওড়ার তিন দিকে রেললাইনের পাশের নিকাশি খালগুলিও সাফ করেনি তারা। জমা জল না বেরোনোয় বিপর্যস্ত জনজীবন। রেলের পাল্টা বক্তব্য, ওই ঝিল সংস্কার রেল ও রাজ্যের যৌথ দায়িত্ব। রেল নিজের দায়িত্ব পালন করেছে। এর পরেও পুরসভা কী করে তাদের ঘাড়ে দায় চাপায়, তা নিয়ে প্রশ্ন তুলেছে রেল। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিতে এমন জায়গাও ডুবেছে যেখানে গত ২০ বছরে জল জমেনি। বন্ধ রাখতে হয় বহু স্কুল-কলেজ। সত্যবালা হাসপাতাল, জয়সোয়াল হাসপাতাল ও হাওড়ার ‘লাইফ লাইন’ জিটি রোড ছিল প্রায় দু’ ফুট জলের নীচে। যান চলাচল বিপর্যস্ত হয় পঞ্চাননতলা রোড, বেলিলিয়াস রোড, বেলগাছিয়া রোডে। পুরসভার সংযুক্ত এলাকাগুলিতে রাস্তার জমা জল অনেক বাড়ির ভিতরে ঢুকে যায়। বাদ যায়নি শিবপুর, মল্লিক ফটক, নেতাজি সুভাষ রোড। স্থানীয়েরা জানান, ১৯৭৮-এর বন্যার পরে শুক্রবার ফের জল জমল দাশনগরে। তাঁদের অভিযোগ, দাশনগর স্টেশন সংলগ্ন ঝিল বেআইনি ভাবে বুজিয়ে ফেলায় এই দুর্ভোগ।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দলের অসন্তোষ মেটাতে
আসরে নামলেন মৌসম
কয়েক কোটি টাকার
শস্যহানির আশঙ্কা
দক্ষিণবঙ্গ
দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায়
দ্রুত পাঠানো হচ্ছে ত্রাণ
ঝড়বৃষ্টিতে জনজীবন,
বিপর্যস্ত দু’জেলাতেই
বর্ধমান
তার ছিঁড়ে ব্যাহত বিদ্যুৎ,
বৃষ্টিতে নাকাল জনজীবন
পুলিশি টহল সত্ত্বেও চলছে
ডাকাতি ও ছিনতাই, আতঙ্ক
পুরুলিয়া
অস্ত্র রাখার অভিযোগে ধৃত
ডিওয়াইএফ নেতা-সহ তিন
স্কুলভোটে জোট
বিজেপি-সিপিএমের
মুর্শিদাবাদ
সড়ক গড়তে ১৪০
কোটি মুর্শিদাবাদে
বিরামহীন বৃষ্টিতে
বিপর্যস্ত দুই জেলা
মেদিনীপুর
টানা বৃষ্টিতে দিনভর দুর্ভোগ
তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত
জনজীবন
কলকাতা
২৬.১/২৫.৪
আজকের দিনে
•
১৯০২:
ব্রিটিশ লেখক স্যামুয়েল বাটলারের মৃত্যু।
•
২০০৫:
ভারতীয় ক্রিকেটার
সৈয়দ মুস্তাক আলির মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.