|
|
|
|
অস্ত্র রাখার অভিযোগে ধৃত ডিওয়াইএফ নেতা-সহ তিন |
নিজস্ব সংবাদদাতা • ওন্দা |
পুকুর পাড় থেকে একটি ওয়ান শটার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। সেই বেআইনি আগ্নেয়াস্ত্র এলাকায় নিয়ে আসার অভিযোগে এক ডিওয়াইএফ নেতা-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বাঁকুড়ার ওন্দা থানার ধল্যবাঁধ এলাকার। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খবর পেয়ে ওই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে, ডিওয়াইএফের রতনপুর লোকাল কমিটির সম্পাদক নানক বিশ্বাস, চম্পক মাল ও হরিপদ ধল্যকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “আগ্নেয়াস্ত্রগুলি ওই এলাকায় নিয়ে আসার সঙ্গে ওই তিন জন যুক্ত বলে অভিযোগ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় দেড়টা নাগাদ ধল্যবাঁধের ওই পুকুর পাড়ে আগ্নেয়াস্ত্রটি পড়ে থাকার খবর পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই তিন সিপিএম কর্মী এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্যই আগ্নেয়াস্ত্রগুলি এনেছিল। পরিবর্তিত পরিস্থিতিতে পুকুরপাড়ে ফেলে রেখে গিয়েছিল। তাঁদের দাবি মেনে পুলিশ ওই তিন জনের বাড়িতে তল্লাশি চালায়। তবে, সেখান থেকে কোনও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। জেলার অন্যান্য এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও বাঁকুড়া মহকুমা এলাকায় এই প্রথম আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। তাই এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্র জানান, নানক বিশ্বাস ডিওয়াইএফের রতনপুর লোকাল কমিটির সম্পাদক। বাকি দু’জন সিপিএমের সমর্থক। তাঁর দাবি, “অস্ত্রটি অন্য জায়গা থেকে উদ্ধার হয়েছে। এর সঙ্গে ওই তিন জনের কোনও সর্ম্পক নেই। পুলিশ তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়েও কিছু পায়নি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।” |
|
|
|
|
|