|
|
|
|
পঠন-পাঠনের উন্নতির দাবি ছাত্র সংসদের |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলার মেডিক্যাল কলেজগুলির পঠনপাঠনের দিকে নজর দেওয়ার অনুরোধ জানাল বাঁকুড়া মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ। শুক্রবার তাঁরা বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মনোজ চৌধুরীর কাছে ১৫ পাতার স্মারকলিপি জমা দেন। ছাত্রছাত্রীরা ছাড়াও ইনটার্ন ও হাউসস্টাফ-সহ প্রায় সাড়ে তিনশোজন স্মারকলিপিতে সাক্ষর করেন। ওই স্মারকলিপিতে তাঁদের আবেদন, মেডিক্যাল কলেজের পঠনপাঠন ব্যবস্থার সামগ্রিক হাল ফেরাতে হবে। অভিযোগ, গ্রন্থাগারে পর্যাপ্ত পরিমানে বই নেই, ইন্টারনেটের সুবিধাও কম, ল্যাবরেটরির পরিকাঠামো ভাল নয়। ছাত্র ও ছাত্রীদের ‘হোস্টেলে’ নিরাপত্তা ব্যবস্থা ভাল নয়। পানীয় জল ও নিকাশী ব্যবস্থা খুবই খারাপ। ইনর্টানদের জন্য আলাদা হোস্টেলের দাবি জানান হয়েছে। হাসপাতালে রোগী পরিষেবার মানোন্নয়নেও তাঁদের দাবি রয়েছে। বিশেষত, জরুরী বিভাগ ও প্রসূতি বিভাগের পরিকাঠামো উন্নতির দাবি জানানো হয়েছে। হাসপাতালে ‘ট্রমা’ সেন্ট্ার চালু করার দাবিও করা হয়েছে।
এসএফআইকে হারিয়ে প্রায় একটানা ২০ বছর অরাজনৈতিক ছাত্র সংগঠন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এখানকার মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অর্পিত সাহা বলেন, “কলকাতার মেডিক্যাল কলেজগুলি পঠনপাঠন ও চিকিৎসার নানা ক্ষেত্রে সরকারি সুবিধা পেলেও বাঁকুড়ার মতো কলকাতার বাইরের মেডিক্যাল কলেজগুলি সেই সুবিধা থেকে বঞ্চিত। অথচ, এ বার এখানেও এমবিবিএস-এ আসন বাড়তে চলেছে। কিন্তু, এখন প্রায় গ্রীষ্মে পানীয় জলের অভাবে আমাদের ছুটিতে চলেযেতে হয়। অন্যান্য পরিকাঠামোও তথৈবচ। মুখ্যমন্ত্রীকে বিষয়টি নজর দিতে অনুরোধ করছি।”
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মনোজ চৌধুরীও বলেন, “ওদের স্মারকলিপির দাবিগুলি যুক্তিপূর্ণ। সরকারি নানা সহায়তা থেকে কিছু সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। ওদের দাবিগুলি নিয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।” তবে, ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে এ বার তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমাধান চাইবেন। |
|
|
|
|
|