|
|
|
|
ফালিতে ক্ষতি ট্রাকের, যানজট |
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
রাস্তায় ফালি পেতে এবং গাছ ফেলে দুই ট্রাকচালক, খালাসিকে মারধর করে টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ফালিতে চাকা ফেঁসে যাওয়ায় রাস্তায় দীর্ঘক্ষণ আটকে রইল বালিভর্তি একটি ট্রাক। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটে বাঁকুড়ার সারেঙ্গা থানার কাড়ভাঙার সঙ্গলে, সারেঙ্গা-গোয়ালতোড় রাস্তায়। এর ফলে এ দিন ভোর সাড়ে ৫টা থেকে টানা চার ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকে সারেঙ্গা-গোয়ালতোড় রাস্তা। ব্যাপক যানজট হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ ট্রাকটিকে রাস্তা থেকে সরানোর ওই রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে সারেঙ্গা থেকে বালিভর্তি একটি ট্রাক পশ্চিম মেদিনীপুরের ঘাটাল যাচ্ছিল। সারেঙ্গার কাড়ভাঙার জঙ্গলের রাস্তায় পোঁতা ফালির আঘাতে ট্রাকটির দু’টি চাকা ফেঁসে যায়। ট্রাকটি দাঁড়িয়ে পড়লে জনাচারেক দুষ্কৃতী চালক ও খালাসিকে মারধর করে। এর পরে রাস্তায় গাছ ফেলে একই ভাবে আরও একটি ট্রাকের চালক ও খালাসিকে মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয় দুষ্কৃতীরা। বালিভর্তি ট্রাকটি চাকা ফেঁসে যাওয়ায় সারেঙ্গা ও গোয়ালতোড়-দু’দিকের রাস্তায় শ’খানেক ছোটবড় গাড়ি আটকে যায়। প্রহৃত ট্রাকচালক, সারেঙ্গার বাসিন্দা বিশ্বজিৎ মিণ্ডল, নিমাই মাঝি, খালাসি জগন্নাথ মাঝিরা বলেন, “ভোরে বালি নিয়ে সারেঙ্গা থেকে গোয়ালতোড়ের দিকে যাওয়ার পথে কাড়কাঙার জঙ্গলে ফালিবাজদের খপ্পরে পড়ি। মুখে গামছা ঢাকা চার জন টাঙ্গি, ভোজালি নিয়ে আমাদের উপরে চড়াও হয়। আমাদের কাছে থাকা টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়।”
ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়িচালকদের ক্ষোভ, কাড়ডাঙার জঙ্গলে প্রায় দিনই ভোরে ও সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অথচ পুলিশ নিস্ক্রিয়। এলাকার বাসিন্দা তথা সারেঙ্গা ব্লক তৃণমূল সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষের অভিযোগ, “পুলিশের টহলদারি না থাকায় ওই রাস্তায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বার বার বলা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।” এসডিপিও (খাতড়া) অলোক রাজোরিয়া বলেন, “সারেঙ্গা-গোয়ালতোড় রাস্তায় পুলিশ নিয়মিত টহল দেয়। টহলদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।” |
|
|
|
|
|