l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• নেপালে বিমান দুর্ঘটনা
• সাহায্যের নামে শ্লীলতাহানি
• বারাসতের নার্সিংহোমে আগুন
বিস্তারিত...
ডঙ্কা বাজিয়ে শ্রীলঙ্কায় শুরু হল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১২। ক্রিকেটের সেই মহাযুদ্ধের সব কিছুই জানা যাবে আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে।
লাইভ স্কোরবোর্ডও
। ক্রিকেট জ্বরে কেঁপে উঠতে তাই মাত্র একটা ক্লিক-ই যথেষ্ট...
আজকের
সুপার এইটের
খেলা...
পাকিস্তান
বনাম
দক্ষিণ আফ্রিকা
দুপুর ৩.৩০
বিস্তারিত স্কোর
অস্ট্রেলিয়া
বনাম
ভারত
রাত ৭.৩০
বিস্তারিত স্কোর
বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলনে অচল সুতোর কারখানা
নিজস্ব সংবাদদাতা • মালদহ
দাবি মতো শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করায় পুরাতন মালদহের নারায়ণপুরে রেশমের সুতো তৈরির কারখানার উৎপাদন প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ করে রেখেছে সিটু। ওই কারখানা কর্তৃপক্ষের দাবি, অচলাবস্থা কাটিয়ে আগামি ৪৮ ঘণ্টার মধ্যে কারখানা না খুললে ১০ লক্ষাধিক টাকার রেশমের সুতো নষ্ট হয়ে যাবে। সিটু অবশ্য জানিয়ে দিয়েছে, তাঁদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। মজুরি বাড়ানো নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে এই নিয়ে এই মাসেই রাজ্যের তিনটি লাভে চলা কারখানার উৎপাদন ব্যাহত হল। সম্প্রতি ডানকুনির ভগবতী বিস্কুট কারখানা বন্ধই করে দিয়েছে মালিকপক্ষ। কারখানা কর্তৃপক্ষকে টানা ২৩ ঘণ্টা শ্রমিকেরা ঘেরাও করে রাখার পরে বন্ধ হয়ে গিয়েছে উলুবেড়িয়ার করোনেশন ইন্ডাস্ট্রিজও। মালদহের রেশমের সুতো কারখানাটির মোট সাড়ে পাঁচশো শ্রমিকের পাঁচশো জনই সিটু নিয়ন্ত্রিত ইউনিয়নের সদস্য। সিটুর দাবি, তিন বছরে ধাপে ধাপে এই কারখানার সব শ্রমিকের বেতন ২৮০০ টাকা করে বাড়াতে হবে। এখন এই কারখানার শ্রমিকেরা ন্যূনতম ২১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত বেতন পান।
বিস্তারিত...
সরকারি অতিথি নিবাস নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • বোলপুর
একটি সরকারি অতিথি নিবাসের পরিচালনাকে ঘিরে সামনে এল বীরভূম জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তিন বছরেও কোনও লভ্যাংশ না দেওয়ায় বোলপুরের ওই অতিথি নিবাসের পরিচালনার দায়িত্ব স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর হাত থেকে সরিয়ে নতুন সংস্থাকে দিতে চাইছে শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ (এসএসডিএ)। বৃহস্পতিবার যার ‘ওপেন টেন্ডার’ জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু, দলেরই সাংসদ তথা ওই পর্ষদের চেয়ারপার্সন শতাব্দী রায়ের এই সিদ্ধান্তের বিরোধিতায় ময়দানে নেমে পড়েছে জেলা তৃণমূলেরই একটি অংশ। বৃহস্পতিবার তৃণমূলের পতাকা হাতেই এসএসডিএ-র দফতরে বিক্ষোভে সামিল হন ওই স্বনির্ভর গোষ্ঠীর লোকজন। ছিলেন তৃণমূলের অনেক কর্মী-সমর্থকও। নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি বিকাশ রায়চৌধুরী, যিনি দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এসএসডিএ-র সূত্রের খবর, রাজ্য পর্যটন দফতরের সহায়তায় প্রায় ২ কোটি টাকা খরচ করে ২০০৯ সালের জুলাইয়ে বোলপুরের বল্লভপুরডাঙায় ‘মহর্ষি নিবাস’ নামে ওই অতিথি নিবাসটি চালু হয়।
বিস্তারিত...
তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি কাটোয়ায়
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
ঘটনাস্থলে পড়ে বোমা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হল কাটোয়া কৈথন গ্রামে। বোমার স্প্লিন্টারে আহত হলেন বেশ কয়েক জন। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৈথন গ্রামের হাটতলায় বৃহস্পতিবার সকালে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে প্রথমে বচসা, তা থেকে সংঘর্ষ বেধে যায়। বোমাবাজি শুরু হয়। পুলিশের হিসেবে, সকালে ঘণ্টাখানেকের মধ্যে ৭৫-১০০টি বোমা ফেটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে পুলিশ ক্যাম্প থাকলেও সংঘর্ষ রুখতে তারা কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ রাজ্যে পালাবদলের পরে কাটোয়ায় সিপিএমের কিছু কর্মী-সমর্থক তৃণমূলে ভিড়েছিলেন। পরে তাঁদের কয়েক জন কংগ্রেসে যোগ দেন। গত ১৬ সেপ্টেম্বর জেলা তৃণমূল (গ্রামীণ) সভাপতি স্বপন দেবনাথের উপস্থিতিতে বাবু শেখ নামে এক স্থানীয় নেতা-সহ এক দল সমর্থক ফের তৃণমূলে যোগ দেন। যার মধ্যে পঞ্চায়েতের তিন সদস্যও রয়েছেন।
বিস্তারিত...
কংগ্রেসের চেয়ারম্যানকে দলে টানল তৃণমূল
নিজস্ব প্রতিবেদন
শিলিগুড়ি পুরবোর্ড পরিচালনায় ‘ব্যর্থতার দায়’ কংগ্রেসের উপরে চাপালেও সেই দলেরই কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান নান্টু পালকে দলে টানল তৃণমূল। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে প্রদেশ নেতৃত্বের উপস্থিতিতে নান্টুবাবু কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। পরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেবের সঙ্গে মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। ঘটনা হল, ৪৭ আসনের শিলিগুড়ি পুরসভায় কংগ্রেস-তৃণমূল, দু’পক্ষেরই ১৫ জন করে কাউন্সিলর রয়েছে। তৃণমূলের এক কাউন্সিলর ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন। কংগ্রেস চাইলে নান্টুবাবুর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি তুলতে পারে। সে ক্ষেত্রে পুর-চেয়ারম্যানের কাউন্সিলর পদ খারিজ হতে পারে। জেলা কংগ্রেসের অন্দরের খবর, এখনই ওই দাবি জানানো হবে না। কারণ দলের একাংশের আশঙ্কা, সেক্ষেত্রে তৃণমূল বোর্ড ভেঙে দেওয়ার দাবিতে সরব হতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নান্টুবাবুকে পাশে নিয়ে বলেন, “নান্টু দীর্ঘদিনের কাউন্সিলর। কাজেরও। আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী পাহাড় ও সমতলে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন, তাতে ও সামিল হওয়ায় আমরা খুশি।”
বিস্তারিত...
খুনের হুমকি, মা-ছেলের মুখ বেঁধে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
লোহার গ্রিল, দরজা ভেঙে বাড়িতে ঢুকে মা-ছেলেকে মারধর করে লুঠপাঠ চালিয়ে পালিয়ে গেল ডাকাত দল। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বড় জিরাফপুরের বিশ্বাস পাড়ায় বুধবার রাতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। যাওয়ার আগে তারা মা ও ছেলের হাত-পা, মুখ বেঁধে রেখে ঘরের বাইরে তালা দিয়ে যায়। ডাকাতেরা তিনটি আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি সোনার গয়না, হাজার দশেক টাকা, মোবাইল ফোন, জামাকাপণ-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গিয়েছে বলে পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে বসিরহাট থানার আইসি সুভাশিস বণিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বলেন, “যত দ্রুত সম্ভব দুষ্কৃতী দলটিকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হবে। লুঠ হওয়া জিনিসপত্রও উদ্ধারের চেষ্টা চলছে।’’ বসিরহাট রেলস্টেশন থেকে কিছুটা দূরে জিরাফপুরের বিশ্বাস পাড়ায় বড় রাস্তার ধারে দোতলা বাড়ি গৌতম বিশ্বাসের। সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের কর্মী গৌতমবাবুর মা অপর্ণাদেবী অঙ্গনওয়াড়ির কর্মী।
বিস্তারিত...
স্ত্রীর রক্তাক্ত দেহ, ঝুলন্ত স্বামী, অন্ধকারে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
ঘরের মধ্যেই মিলল দম্পতির দেহ। বহরমপুর শহর লাগোয়া রাধারঘাট-ছোট বসন্ততলায় বুধবার সকালে নিজেদের বাড়িতে মিলন (২৭) ও ঝুম্পা সরকারের দেহ দু’টি দেখে পুলিশের দাবি, মিলনবাবু স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন। তবে প্রাথমিক তদন্তে সে ব্যাপারে কোনও নিশ্চয়তা কিন্তু মেলেনি। ময়নাতদন্তের পরে তাই প্রয়োজনে ভিসেরা পরীক্ষাও করা হতে পারে বলে জানা গিয়েছে। এ দিন সকালে ঘরের মধ্যেই ঝুম্পাদেবীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। সরকার দম্পতির বছর সাতেকের ছেলে, মা-বাবার ঘরে বিস্কুটের কৌটো আনতে গিয়ে দেখে মায়ের গলার নলি কাটা দেহ পড়ে রয়েছে। আর চালার কড়ি কাঠ থেকে গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলছেন মিলন। পড়শিদের জেরা করে পুলিশ জানতে পারে, বেশ কিছু দিন ধরেই ওই দম্পতির সম্পর্কে চিড় ধরেছিল। স্থানীয় বাসিন্দারা জানান, মিলন-ঝুম্পার সম্পর্ক বেশ পুরনো। বিয়েও হয়েছে বছর আটেক আগে।
বিস্তারিত...
এবিজি-শুভেন্দু গরহাজির, বন্দর-বৈঠক নিষ্ফলা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া ও কলকাতা
শ্রমিক-অসন্তোষের জেরে হলদিয়া বন্দরের অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার যে বৈঠক হবে, আগেই তা জানানো হয়েছিল। তা সত্ত্বেও বিবদমান দু’পক্ষ গরহাজির! তার মধ্যেই এ দিন হলদিয়ায় বৈঠক করলেন কলকাতা বন্দরের বন্দরের চেয়ারম্যান মণীশ জৈন। এবং ফল যা হওয়ার, তা-ই হল। বিবদমান দু’পক্ষ এবিজি এবং তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী, কেউই না-থাকায় কোনও সমাধানসূত্র বেরোল না। হলদিয়া বন্দরের ২ এবং ৮ নম্বর বার্থে কাজ হয়নি এ দিনও। আজ, শুক্রবারেও হবে না। কারণ, এবিজি তাদের কাজ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেনি। জঙ্গি শ্রমিক আন্দোলনের জন্য মঙ্গলবারেই কাজ বন্ধ করে দেয় তারা। শুভেন্দুবাবুও জঙ্গি শ্রমিক আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করেননি। পণ্য খালাসকারী সংস্থা ও শিল্প সংস্থার প্রতিনিধিদের নিয়ে চেয়ারম্যানের ডাকা এ দিনের বৈঠকে দু’পক্ষই নিজেদের বক্তব্য জানাবেন বলে আশা করেছিলেন বন্দর-কর্তৃপক্ষ। কিন্তু দু’পক্ষের কোনও প্রতিনিধিই ওই বৈঠকে না-থাকায় মুশকিল আসানের হদিস মেলেনি। তা হলে বৈঠক করে লাভ কী হল?
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
মেয়েকে মেরে
‘শিক্ষা’ বউকে
পুর-ব্যর্থতায়
আন্দোলনে বামেরা
দক্ষিণবঙ্গ
বধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার স্বামী
ক্যুরিয়ার দিয়ে যায়নি
পার্সেল-বোমা, সন্দেহ
বর্ধমান
মেয়ের সাক্ষ্যে
যাবজ্জীবন বাবার
বয়সেও বাঁধনছাড়া
চ্যালেঞ্জ তন্বীদের
পুরুলিয়া
এনভিএফ কর্মীদের
ছুটিতে পাঠাল প্রশাসন
তিনজনকে ধরার
প্রতিবাদে বিক্ষোভ
মুর্শিদাবাদ
মহিলাকে খুনে তিন
জনের যাবজ্জীবন
সিপিএম-তৃণমূল সংঘর্ষে
জখম ৯ হরিণঘাটায
মেদিনীপুর
সিআরপি’কে ‘বন্ধু’
বললেন শুভেন্দু
খুনের অভিযোগ
এসপি অফিসে
কলকাতা
৩৫.৯/২৬.৫
আজকের দিনে
•
বিশ্ব
জলাতঙ্ক
দিবস।
• ১৮৯৫
:
ফরাসি
বিজ্ঞানী
লুই
পাস্তুরের
মৃত্যু
হয়।
তিনি
মাইক্রোবায়োলজির
অন্যতম
প্রতিষ্ঠাতা।
তিনি
প্রথম জলাতঙ্ক ও
অ্যানথ্রাক্স
-
এর
প্রতিষেধক
আবিষ্কার
করেন।
হপ্তা শেষে...
শুক্রবার
শনিবার
রবিবার
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.