বুধবার করম পূজাকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মাতল কুমারগ্রাম এবং শামুকতলা এলাকার আদিবাসীরা।
আদিবাসী মহল্লায় রাতভর ধামসা মাদলের তালে চলল নাচ গান। অখিল আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে
এ দিন করম উৎসবে মেতে ওঠেন জয়ন্তী চা বাগানের আদিবাসীরা। এ দিন সকাল থেকে গোটা বাগান জুড়ে ছিল
উৎসবের মেজাজ। এই উৎসবে সামিল হন জয়ন্তী, ফাসখোয়া, রায়ডাক, তুরতুরি চুনিয়া-সহ সব চা বাগানের
কর্মকর্তারা। অখিল আদিবাসী বিকাশ কুমারগ্রাম ব্লক সভাপতি বিনয় মিনজ জানান,করম পুজায় ছুটি
ঘোষণায় আমরা খুশি। জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে ছবি তুলেছেন সন্দীপ পাল। |