স্বনির্ভর প্রশিক্ষণ দেবে মৃত্তিকা সংরক্ষণ দফতর |
পুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জ্যাম জেলি পাপড় তৈরির প্রশিক্ষণ দেবে মৃত্তিকা সংরক্ষণ দফতর। বৃহস্পতিবার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বঞ্চুকামারি গ্রামীণ জলবিভাজিকা প্রকল্পের এক অনুষ্ঠানে এই কথা জানান সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। আলিপুরদুয়ারের সহ-কৃষি অধিকর্তা (মৃত্তিকা সংরক্ষণ) অরিন্দম বন্দোপাধ্যায় জানান, বিভাজিকা প্রকল্পের আওতায় ক’বছর ধরে এলাকায় উন্নয়নের কাজ হচ্ছে। ক্যানেল করে জমিতে জল পৌঁছনো, পুকুর খনন, তৈল বীজ চাষে উসাহ দেওয়া হচ্ছে। পুজোর আগে ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এলাকার মহিলাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দিনহাটার এক সমবায়ের তরফে বাহারি মোমবাতি, পাপড়, জ্যাম, জেলি আচার ও স্কোয়াশ তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের। তার পর ওই স্বনির্ভর গোষ্ঠীদের এই সব সামগ্রী তৈরী করেত ঋনের ব্যবস্থা করা হবে। উদ্যান পালন বিভাগের সঙ্গে কথা বলে এই মহিলারা যাতে বক্সা বা ভুটানের কমলা লেবু কিনে জ্যাম জেলি ও স্কোয়াশ তৈরি করতে পারেন তার চেষ্টা চলছে। এই সামগ্রীগুলি স্থানীয় বাজারের পাশাপাশি কৃষি বিপনন দফতরের সঙ্গে কথা বলে বিক্রির চেষ্টা করা হবে। বঞ্চুকামারি জলবিভাজিকা প্রকল্পের সম্পাদক সৌমিত্র দে জানান, প্রকল্পের আওতায় কৃষি জমি উন্নয়নের কাজে পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও ব্যবহারিক গোষ্ঠীকে প্রশিক্ষণের ব্যবস্থা করায় এলাকার মহিলারা স্বনির্ভর হতে পারবেন। এ দিনের অনুষ্ঠানে জেলার সহকারী কৃষি অধিকর্তা প্রশাসন (মৃত্তিকা সংরক্ষন) বৃন্দাবন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
|
খুলনাই এবং থালঝোরা নদীর ভাঙনে বিপন্ন হতে বসেছে মালবাজার ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ কৃষি জমি এবং ছোট চা বাগান। পঞ্চায়েত সূত্রের খবর, প্রায় ৩০ বিঘা ধানের জমি এবং ৬০ বিঘারও বেশি চা বাগানে ভাঙনের আশঙ্কা রয়েছে। নদীর ভাঙন বাড়তে থাকায় প্রায় ৮০ টিরও বেশি পরিবার আতঙ্কে ভুগছে। রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান আনজুমা খাতুন জানান, চা বাগান, ধানের জমি এবং বসত বাড়ির বাইরেও দক্ষিন হাঁসখালি এলাকার একটি কবরস্থানও খুলনাই নদীর ভাঙনের কবলে পড়েছে। কবরস্থানটির বেশকিছুটা অংশ নদীগর্ভে তলিয়েও গিয়েছে। মালবাজার সেচ দফতরের আধিকারিক রঞ্জন সাহা বলেন, “রাজাডাঙ্গার সমস্যার কথা জানি। শীতের মরশুমে ভাঙন মোকাবিলার কাজ শুরুর সম্ভাবনা রয়েছে।’’
|
বাগরাকোট ওদলাবাড়ির মাঝখানে জুরন্তি ঝোরায় ভেঙে পড়া ৩১ নং জাতীয় সড়কের মেরামতের কাজ চলছে। প্রতিশ্রুতি মতোই রাস্তা ভাঙার ৪৮ ঘণ্টার মধ্যেই সারাই কাজ শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ৯ বিভাগের নির্বাহী বাস্তুকার নির্মল মন্ডল। আজ, শুক্রবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা। বৃহস্পতিবারও ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যাতায়াত বন্ধ থাকায় বাসিন্দাদের পাশাপাশি ডুয়ার্সের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। মালবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে মোহিত শিকদার, সোমনাথ বসুরা জানান, এ ভাবে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে পুজোর মুখে ব্যবসায়ীদের নিশ্চিত মন্দার মুখে পড়তে হবে।
|
পাহাড়ে তৃণমূলকে ধৈর্য ধরার পরামর্শ |
দার্জিলিং পাহাড়ের দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দিলেন তৃণমূলের প্রদেশ নেতৃত্ব। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে দার্জিলিঙের প্রতিনিধিদের সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের বৈঠক হয়। পাহাড়ের তৃণমূল নেতাদের তরফে বিশাল ছেত্রী ও শ্যাম রাইরা তাঁদের সমস্যার কথা জানান। তাঁদের অভিযোগ, জিটিএ-তে কর্মরত তৃণমূল নেতা-কর্মীদের বদলি করা হচ্ছে। পাহাড়, তরাই-ডুয়ার্সের কয়েকটি এলাকায় সংগঠন বাড়ানোর জন্য প্রস্তাব পেশ করেন তাঁরা। বিশাল ছেত্রী বলেন, “দলের শীর্ষ নেতারা ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। শীঘ্রই তাঁরা দলনেত্রীর সঙ্গে আমাদের দেখা করিয়ে দেবেন। এর পরেই পাহাড়ে দলের কর্মসূচি চূড়ান্ত হবে।”
|
নালায় পাওয়া গেল সদ্যোজাত কন্যা সন্তানের মৃতদেহ। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে শহরের ১৩ নম্বর ওয়র্ডের ইটখোলা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। আলিপুরদুয়ার থানার আই সি স্বপন কুমার ঘোষ জানান, এ দিন নালায় একটি কন্যা সন্তানের দেহ পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এলাকার বাসিন্দা সুমিত ভট্টাচার্য জানান সকালে নালায় প্লাস্টিকের ক্যারি ব্যাগে ওই সদ্যজাতের মৃতদেহ দেখতে পাওয়া যায়। কী ভাবে দেহ এলাকায় এল তা নিয়ে ধন্ধে পুলিশ।
|
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ইসলামপুরের শান্তিনগরে। রেল পুলিশ জানায়, মৃতের নাম পাপন দাস (২২)। |