|
|
|
|
বধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার স্বামী |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়ছে, চিন্ময় বিশ্বাস নামে ওই ব্যক্তি গোয়েন্দা দফতর (এসআইবি)-এর কর্মী। মৃত বধূর নাম মৌসুমী বিশ্বাস (৩২)। পুলিশ জানিয়েছে, গত বুধবার ভোরে সিকিমের গ্যাংটকে মারা যান মৌসুমী দেবী। ওই রাতেই স্ত্রীর দেহ নিয়ে নিয়ে বসিরহাটে শ্বশুরবাড়িতে পৌঁছলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের বাড়ির লোকেরা। মৌসুমী দেবীর বাবার কাছ থেকে বধূ নির্যাতনের
|
মৌসুমী বিশ্বাস।
—নিজস্ব চিত্র। |
অভিযোগ পেয়ে চিন্ময়বাবুকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও শ্বশুরবাড়ি সূত্রের খবর, এক সময় কর্মসূত্রে বসিরহাটে ছিলেন চিন্ময়বাবু। সেই সময় মৌসুমীদেবীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। এর পরে নানা জায়গা ঘুরে সিকিমে বদলি হন চিন্ময়বাবু। বুধবার ভোররাতে মৌসুমীদেবী অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি শ্বশুরবাড়িতে জানান চিন্ময়। কিছুক্ষণ পরে ফের ফোন করে শ্বশুরবাড়িতে স্ত্রী- মৃত্যু খবর দেন। মৌসুমীদেবীর বাব মধুসূদন মণ্ডলের অভিযোগ, বিয়েতে তাঁরা দাবিমত পণ দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁর মেয়ের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালান হত। গত ৮ জুন তাঁর মেয়ে গ্যাংটক সদর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন। তারপর থেকেই অত্যাচারের মাত্রা আরও বাড়ে। মেয়ের হাসপাতালে ভর্তির খবরও তাঁরা জামাইয়ের এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন। জামাই তাঁদের তা জানায়নি। যদিও চিন্ময়বাবুর বক্তব্য, “তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।” তাঁর দাদা সুব্রতবাবুও এসআইবি-র কর্মী। তিনি বলেন, “আমার ভাইয়ের স্ত্রী শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর ‘ডেথ সার্টিফিকিটে’ও চিকিৎসক সেই বিষয় উল্লেখ করেছেন।” |
|
|
|
|
|