টুকরো খবর
কাকদ্বীপে জখম ৬ পুলিশকর্মী
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর নগ্ন ছবি ‘ফেসবুক’-এ দেওয়ার অভিযোগে ধৃত কাকদ্বীপের অক্ষয়নগরের দুই ছাত্র জামিন পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ করেছিল বাসন্তীর ময়দান মোড়। বৃহস্পতিবার পুলিশ অবরোধ তুলতে গেলে অবরোধকারীরা বাধা দেয়। পুলিশ জামিনযোগ্য ধারায় মামলা রুজু করায় ওই ছাত্রদের জামিন হয়েছে অভিযোগ তুলে লাঠি নিয়ে অবরোধকারীরা পুলিশের উপরে চড়াও হয় বলে অভিযোগ। জখম হন অন্তত ৬ পুলিশকর্মী। পুলিশের লাঠির আঘাতে তাঁদের কয়েক জন জখম হন বলে পাল্টা অভিযোগ গ্রামবাসীর। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) অলোক বাজুরিয়ার দাবি, গ্রামবাসীদের অভিযোগ মিথ্যা। তিনি বলেন, “জামিন অযোগ্য ধারাতেই মামলা করা হয়। বিচারক জামিন দিয়েছেন। আমাদের কিছু করার নেই। পুলিশ লাঠি চালায়নি। শুধু জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তাতে ধস্তাধস্তি হয়।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে অক্ষয়নগরের ওই ছাত্রীটি একদিন পানীয় জল আনতে গেলে ওই দুই ছাত্র মোবাইলে তার ছবি তুলে নেয় বলে অভিযোগ। ছাত্রীটি আপত্তি করায় তারা জানায় যে ছবিটি তারা মুছে দিয়েছে। বুধবার সকালে ছাত্রীটি তার কয়েক জন সহপাঠীর কাছে জানতে পারে যে তার নগ্ন ছবি ফেসবুকে দেওয়া হয়েছে। এর পরেই ওই ছাত্রীর বাবা ওই দুই ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন দেন। এর পরেই অবরোধ। আহত পুলিশকর্মীদের কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অবরোধ তুলতে গিয়ে জখম এসডিও
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এক দল স্কুলপড়ুয়ার পথ অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হলেন ডায়মন্ড হারবারের মহকুমাশাসক (এসডিও) কৌশিক ভট্টাচার্য, কুলপি থানার ওসি এবং উস্তি থানার এক এএসআই। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের হটুগঞ্জ মোড়ের ঘটনা। অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে জখম হন ওই তিন জন। হটুগঞ্জ মহারাজা নরেন্দ্রকৃষ্ণ হাইস্কুলের প্রধান শিক্ষক অরূপ দে’র বিরুদ্ধে অনিয়মিত ভাবে স্কুলে আসা এবং উন্নয়নের টাকা তছরুপের অভিযোগ তুলে দিন কয়েক ধরেই ক্লাস বয়কট করছিল কিছু ছাত্রছাত্রী। অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর অরূপবাবু স্কুলে গেলে ছাত্রছাত্রীরা তাঁকে হেনস্থা করে। ওই দিনই কয়েক জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন প্রধান শিক্ষক এবং সম্পাদক। মহকুমাশাসক বলেন, “ছাত্রছাত্রী এবং প্রধান শিক্ষকের দ্বন্দ্ব নিয়ে ২৮ সেপ্টেম্বর স্কুলে সভা ডাকা হয়েছে। সে কথা জানাতেই গিয়েছিলাম। কিন্তু ছাত্রছাত্রীরা সে সব না শুনে আমাদের হেনস্থা করে। আমাদের লক্ষ করে ইট ছোড়া হয়।”

আইসি-র বদলির দাবিতে বিক্ষোভ
বনগাঁ থানার আইসি-র বদলি-সহ একাধিক দাবিতে বুধবার বনগাঁর মহকুমাশাসককে স্মারকিলিপি দিল বিজেপি। এ দিন মহকুমাশাসকের দফতরের সামনে সভাও করে তারা। বিজেপি নেতা মধুসূদন মণ্ডলের অভিযোগ, রোজ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে। এদেশ থেকে হাজার হাজার গরু পাচার হচ্ছে অথচ বনগাঁর থানার পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে আইসি নির্বিকার। তাঁদের দাবি, মহকুমাশাসক সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

যুবককে কুপিয়ে খুন, অভিযুক্ত ‘বন্ধু’
এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল ‘বন্ধু’র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হাবরা থানার মছলন্দপুরের নতুন পল্লি এলাকায়। নিহত যুবকের নাম বিপ্লব অধিকারী (৩৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাতে উজ্জ্বল দেবনাথ নামে ওই যুবককে এলাকায় দা হাতে ঘুরতে দেখা যায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

দফতরে তালা
উপযুক্ত পরিকাঠামো না থাকার অভিযোগে বৃহস্পতিবার সোনারপুর ভূমি সংস্কার দফতরে তালা ঝোলাল জনতা। পুলিশ জানায়, দফতরে একটিই কম্পিউটার। অনলাইনে জমির নাম পত্তনে রোজ বিশাল লাইন পড়ে। এক অফিসার বলেন, “এ ভাবে কাজ শুরুর জন্য এই বিক্ষোভ।”

ট্রেনে কাটায় মৃত্যু
বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় মহিলার (৫৫)। দুর্ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-বনগাঁ শাখায় গুমা ও বিড়া স্টেশনের মাঝে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.