নেপালে বিমান দুর্ঘটনায় মৃত ১৯ |
আজ নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন ১৯ জন যাত্রী। কাঠমান্ডু থেকে লুকলা যাওয়ার পথে ভেঙ্গে পড়ে যাত্রী বোঝাই বিমানটি। মনোহরা নদীর উপর দিয়ে যাওয়ার সময় হঠাত্ই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে মোট ১৬ জন যাত্রী ছিলেন, যাদের প্রত্যেকেই ছিলেন পর্যটক। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ৩ বিমানকর্মীরও। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
|
সাহায্যের নামে শ্লীলতাহানি |
ফের শ্লীলতাহানির ঘটনায় কাঠগড়ায় শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণার বীজপুরে। দুঃস্থ ছাত্রীকে সাহায্য করার নামে বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। খবর পেয়ে তাকে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। দীনেশ সাউ নামে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে আগেও নানা অশালীন কাজের অভিযোগ উঠেছিল। প্রসঙ্গত তিনি সিপিএমের প্রাক্তন কাউন্সিলর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
বারাসতের নার্সিংহোমে আগুন |
আমরির স্মৃতি উসকে দিয়ে ফের অগ্নিকাণ্ড বারাসতের নার্সিংহোমে। ঘটনাটি ঘটে গতকাল রাত দেড়টা নাগাদ। নার্সিংহোমের পাঁচ তলায় নার্সদের ঘর় থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগায় যারপরনাই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। পাঁচতলার আইসিইউ থেকে রোগীদের সঙ্গে সঙ্গেই স্থানান্তরিত করা হয় কলকাতার অন্যান্য হাসপাতালে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দমকলের চেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। |