l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া
বনাম
রাজস্থান রয়্যালস
বিস্তারিত স্কোর
ডেকান চার্জার্স
ব
নাম
কিংস ইলেভেন পঞ্জাব
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম..
• রবীন্দ্র স্মরণ
•
যৌথ সাংবাদিক বৈঠকে হিলারি-কৃষ্ণ
•
বিপর্যস্ত এয়ারইন্ডিয়ার পরিষেবা
বিস্তারিত...
মনোনয়নের শেষ লগ্নে দুই শরিকে কাজিয়া তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া ও কলকাতা
জোট তো হলই না, উল্টে সোমবার পুরভোটের মনোনয়ন দাখিলের শেষ দিনে শিল্পশহর হলদিয়ায় কংগ্রেস-তৃণমূলের শরিকি টানাপোড়েন চরমে উঠল। কংগ্রেস প্রার্থীদের ‘এজেন্ট’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রদেশ কংগ্রেসের সম্পাদক মনোজ পান্ডেকে পুলিশের সামনেই ‘অপহরণ’ থেকে শুরু করে তাঁদের দলীয় পাঁচ প্রার্থীকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এ দিন বেলা একটা নাগাদ মনোজ ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মায়া ঘোষ হলদিয়া মহকুমাশাসকের দফতরে পৌঁছন। তখনই জনা তিরিশেক যুবক এসে মনোজকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। কংগ্রেসের তরফে পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মনোজের অভিযোগ, “মহকুমাশাসকের অফিসের সামনে পৌঁছতেই কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক আমাকে ঘিরে ধরে আসন রফার জন্য চাপ দেয়। সকলের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া যাবে না জানাতেই ওরা আমাকে টেনেহিঁচড়ে মোটর সাইকেলে চাপায়। তারপর মিৎসুবিশি কারখানার পাশে আইএনটিটিইউসি’র একটি অফিসে নিয়ে গিয়ে মারধর করে।”
বিস্তারিত...
মোটরবাইকে কসরত, ধাক্কা অভিনেত্রীর গাড়িতে
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর
রাতে শ্যুটিং সেরে ফেরার সময় মোটরবাইক আরোহী তিন মদ্যপ যুবক তাঁর গাড়িতে ধাক্কা মেরেছে বলে অভিযোগ আনলেন টিভি ধারাবাহিকের এক অভিনেত্রী। তিনি জানান, হাত ছেড়ে কসরত দেখাতে দেখাতে ওই যুবকেরা দীর্ঘ ক্ষণ তাঁর গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়চ্ছিল। তার পরেই ধাক্কা লাগে। এই ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতারও করা হয়েছে। তবে পার্ক স্ট্রিটে ধর্ষিতা মহিলা এবং কালীঘাটের লাঞ্ছিতা গৃহবধূর মতোই ওই অভিনেত্রী অভিযোগ এনেছেন পুলিশের বিরুদ্ধেও। তিনি জানান, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার সামনেই। ঘটনার পরেই তিনি ওই মোটরবাইকের নম্বর নিয়ে পুলিশের সাহায্য চান। কিন্তু পুলিশ বিষয়টিকে গুরুত্ব তো দেয়ইনি, উল্টে তাঁর সঙ্গেই খারাপ ব্যবহার করেছে বলে ওই অভিনেত্রীর অভিযোগ। থানার কর্মীরা সাহায্য করতে এগিয়ে আসেননি বলে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের কাছে মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। পার্ক স্ট্রিটে গাড়িতে ধর্ষণের পরে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানাতে গেলে সেখানকার পুলিশ মহিলার সঙ্গে সহযোগিতা করেনি বলে অভিযোগ। শুধু তা-ই নয়, থানার কোনও কোনও অফিসার তাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন বলেও অভিযোগ করেছিলেন ওই মহিলা। সম্প্রতি একই ধরনের অভিযোগ করেন কালীঘাট এলাকার এক নিগৃহীতা গৃহবধূ।
বিস্তারিত...
স্কুলের সামনে প্রহৃত ১৫ শিক্ষক-শিক্ষিকা
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া
নানা বিষয় নিয়ে টিচার-ইন-চার্জের সঙ্গে অন্য শিক্ষক-শিক্ষিকাদের ‘বিবাদ’ চলছে দীর্ঘদিন। সোমবার সকালে উলুবেড়িয়ার বোয়ালিয়ার সোমরুখ হাইস্কুলের সামনেই ১৫ জন শিক্ষক-শিক্ষিকাকে লোক লাগিয়ে মারধর করার অভিযোগ উঠল টিচার-ইন-চার্জ খাতিয়ার রহমান মোল্লার বিরুদ্ধে। রাতে প্রহৃত শিক্ষক-শিক্ষিকারা থানায় অভিযোগ দায়ের করেন। মৌখিক ভাবে বিষয়টি শিক্ষা দফতরের স্থানীয় কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলে তাঁদের দাবি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে থানায় মারধরের পাল্টা অভিযোগ দায়ের করেছেন খাতিয়ার রহমান মোল্লা। ‘প্রহৃত’ ৬ শিক্ষককে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলা পুলিশের এক কর্তার বক্তব্য, “তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে।” অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শক তন্দ্রা সরকার বলেন, “এ বিষয়ে মন্তব্য করব না।” পুলিশ সূত্রের খবর, বেলা পৌনে ১১টা নাগাদ শিক্ষক-শিক্ষিকারা অনেকেই অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন। কেউ আসছিলেন হেঁটে। এক দল যুবক অটো থামিয়ে শিক্ষক-শিক্ষিকাদের মারধর শুরু করে। প্রাণ বাঁচাতে কয়েকজন স্থানীয় বাসিন্দাদের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকেও তাঁদের বার করে মারধর করা হয় বলে অভিযোগ। ৪ শিক্ষিকাকেও ‘রেয়াত’ করেনি হামলাকারীরা।
বিস্তারিত...
ধুঁকতে থাকা সুতোকল বন্ধ করে দিচ্ছে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
লোকসানে চলতে থাকা রায়গঞ্জের ‘স্পিনিং মিল’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মিলটি রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের আওতায় রয়েছে। সোমবার রায়গঞ্জ সার্কিট হাউসে রাজ্যের রেশম শিল্প দফতরের অতিরিক্ত অধিকর্তা বিজয়কুমার মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ওই মিলটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিজয়বাবু বলেন, “মিল কর্তৃপক্ষ তুলো সরবরাহকারী সংস্থার বকেয়া টাকা মেটাতে পারেননি। তাই তুলো সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। প্রায় এক বছর ধরে মিলে সুতো তৈরির কাজও বন্ধ। সরকার ভর্তুকি দেওয়ার পরেও মিলটি প্রচুর লোকসানে চলছে। মিলটি তাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ওই মিলের জায়গায় কী হবে তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে তিনি জানান। বর্তমানে মিলে স্থায়ী কর্মী-অফিসারের সংখ্যা ৫২৪। অস্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিক রয়েছেন ১৭৯ জন। তাঁদের কী হবে? রেশম শিল্প দফতরের অতিরিক্ত অধিকর্তা বলেন, “স্থায়ী কর্মী-অফিসারদের স্বেচ্ছাবসর প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার পরে স্বেচ্ছাবসরের প্যাকেজ চূড়ান্ত হবে।” ১৯৮৫ সালে মিলটি চালু হয়। প্রথম দিকে লাভেই চলছিল। কিন্তু পরে বেসরকারি সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়ে সংস্থাটি। সম্প্রতি মিলের উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক করার দাবিতে আন্দোলনে নামে মিলের ডান-বাম ৬টি শ্রমিক সংগঠন ও এক অফিসারদের সংগঠনের সদস্যেরা। আন্দোলনকারীরা শ্রমিক-কর্মচারী ইউনাইটেড ফোরাম গঠন করে আন্দোলন শুরু করেন।
বিস্তারিত...
দিল্লির দু’জনকে উড়িয়ে এনে খুনের ছক
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
পুরুলিয়ার স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে খুন করতে নিজের ভাগ্নে ও তার এক বন্ধুকে দিল্লি থেকে উড়িয়ে এনেছিল বিজয় অগ্রবাল। দম্পতি খুনে ধৃত ব্যবসায়ী বিজয়কে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে দাবি পুরুলিয়া জেলা পুলিশের। ওই জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিল্লির ক্যান্টনমেন্ট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে বিজয়ের ভাগ্নে বিনীত অগ্রবাল এবং তার বন্ধু ধীরজ অগ্রবালকে। দু’জনেরই গাড়ি ভাড়া দেওয়া, জমি কেনাবেচা-সহ নানা ধরনের কারবার রয়েছে। দিল্লি পুলিশের সাহায্যে রবিবার তাদের ধরা হয়। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর সোমবার বলেন, “ধৃত দু’জনকে ট্রানজিট রিমান্ডে পুরুলিয়ায় নিয়ে আসা হচ্ছে।” গত ২৮ এপ্রিল পুরুলিয়া শহরে নিজের বাড়িতে খুন হন ব্যবসায়ী দম্পতি রামশঙ্কর ও সুশীলা কোঠারি। পরদিন দুপুরে পুলিশ দু’জনের দেহ উদ্ধার করে। খুনের অভিযোগে পুলিশ শনিবার গ্রেফতার করে পুরুলিয়ারই ব্যবসায়ী বিজয়কে। এখন সে পুলিশি হেফাজতে রয়েছেন। তেজারতির ব্যবসায় বিজয়ের সঙ্গে সুদ নিয়ে বিবাদের জেরেই খুন হন ওই দম্পতি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপারের দাবি, বিজয়কে জেরা করেই জানা যায়, বিনীত ও ধীরজও খুনের ঘটনায় জড়িত।
বিস্তারিত...
বলাগড়ে মহিলাকে মারধরে
অভিযুক্ত পুলিশকর্মী, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বলাগড়
অবসরপ্রাপ্ত এক পুলিশকর্মীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল আর এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটে বলাগড়ের জিরাটে। পাল্টা মারধরের নালিশও দায়ের হয়েছে। মার, পাল্টা মারের অভিযোগে পুলিশ ৩ জনকে ধরে। ধৃতদের মধ্যে এক হোটেল মালিকও আছেন। তাঁকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার সকালে অসম লিঙ্ক রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ওই অবরোধের জেরে তীব্র যানজটে নাকাল হন মানুষজন। জেলা পুলিশ সূত্রের খবর, জিরাটের বারুইপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী সুবল মালিক। তিনি হুগলি জেলা পুলিশের হোমগার্ড ছিলেন। স্বামী অবসর নেওয়ার পর তাঁর স্ত্রী ঝর্না মালিক স্থানীয় একটি হোটেলে কাজ নেন। চাকরি সূত্রেই সুবলবাবুর পরিচিত ছিলেন ওই এলাকারই বাসিন্দা জেলা পুলিশের কর্মী পরিমল দত্ত। বর্তমানে তিনি বলাগড় থানার হোমগার্ড। ঝর্ণাদেবীর অভিযোগ, পরিমলবাবু ঝর্নাদেবীকে উত্যক্ত করতেন বলে অভিযোগ। বিষয়টি তিনি তাঁর স্বামী এবং পাড়া-প্রতিবেশীদেরও জানান। রবিবার সকালে হঠাৎই পরিমলবাবু ওই হোটেলে চড়াও হন। ঝর্নাদেবীকে জোর করে হোটেল থেকে বের করে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ওই মহিলার চিৎকারে তখন হোটেল মালিক ও তাঁর ছেলে সেখানে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রহৃত মহিলাকে বাঁচাতে ওই পুলিশ কর্মীকে পাল্টা মারধর দেন তাঁরা। প্রচণ্ড মারে ঝর্না ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। গ্রেফতার করা হয় পরিমলবাবুকে। ঝর্নাদেবীকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঝর্নাদেবী ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
বিস্তারিত...
উপরে বিপজ্জনক ডাল, ঝুঁকির যাত্রা
সীমান্ত মৈত্র • বনগাঁ
পেল্লাই একখানা ডাল ভেঙে ঝুলছিল যশোহর রোডের ধারের শিরীষ গাছটার গা থেকে। গাইঘাটার মণ্ডলপাড়ার বাসিন্দা মিতা বৈদ্য বললেন, “যে কোনও সময়ে ভেঙে পড়বে। আবার বেঘোরে কার প্রাণ যাবে কে জানে!” রবিবার এই মণ্ডলপাড়াতেই চলন্ত অটোয় ডাল ভেঙে মারা যান ৪ মহিলা যাত্রী। ওই গাছের ডাল কাটছিল কাঠচোরেরা। মিতাদেবীর কথায়, “কাঠচোরেদের বোধহয় এখনও নজর পড়েনি গাছটার দিকে। দেখতে পেলেই কেটে নেবে!” পেট্রাপোল সীমান্ত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত যশোহর রোডের দু’ধারে অসংখ্য বড় বড় গাছ। অনেকগুলিরই ডালপালা শুকিয়ে গিয়েছে। বিপজ্জনক ভাবে তা ঝুলে থাকে দিনের পর দিন। নিত্যযাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার আশঙ্কা সত্ত্বেও সেগুলি কাটার বন্দোবস্ত করে না প্রশাসন। কাঠচোরেরা অবশ্য সুযোগ পেলেই কেটে নেয়। আর সেটা করতে গিয়েই রবিবারের মর্মান্তিক দুর্ঘটনা। ক’দিন আগেও গাছের ডাল ভেঙে গাইঘাটায় এক ট্রাক চালকের মৃত্যু হয়। কয়েক বছর আগে গাইঘাটাই দোগাছিয়ায় ডাল কাটতে গিয়ে পড়ে মারা যায় এক কাঠচোর। যশোহর রোডের দু’ধারে দেখা গেল, বেশির ভাগ গাছের গায়ে পেরেক পুঁতে লাগানো হয়েছে বিজ্ঞাপন, হোর্ডিং। গাছের গুঁড়িতে গোবর লেপে দেওয়া হচ্ছে ঘুঁটে। চায়ের দোকানের গরম জল, চা-পাতা ফেলা হচ্ছে গাছের গোড়ায়। ‘বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র প্রাক্তন বিজ্ঞানী দুলাল পাল বলেন, “এ সমস্ত ব্যাপার গাছের খুবই ক্ষতি করে। গাছ দ্রুত মরে যায়।” আর সেই সুযোগেরই অপেক্ষায় থাকে কাঠচোরেরা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কোচবিহারের ৩০টি
স্কুলে বই-ই আসেনি
১৬ আসনেই মনোনয়ন দিল
তৃণমূল, কংগ্রেস ১১টিতে
দক্ষিণবঙ্গ
বধূর মৃত্যুতে কোন্নগরে
মার দেওর ও তাঁর স্ত্রীকে
জমিতে বর্গা নিয়ে
সংঘর্ষ পুড়শুড়ায়
বর্ধমান
মহিলা প্রতারণার ক্ষতিপূরণ
পেলেন কি, প্রশ্ন কোর্টের
মনোনয়ন জমা শেষ,
হিসেব কষছে সব পক্ষই
পুরুলিয়া
খুনে অভিযুক্ত
বিধায়কের জামিন
মেয়ের বাড়ির ‘হুমকি’,
ঘরছাড়া পানাগড়ের দম্পতি
মুর্শিদাবাদ
ভাঙা বিমানের মেলায়
গ্রাম ভেঙেছে রাইগ্রামে
গ্রামবাসীদের
দুষছে প্রশাসন
মেদিনীপুর
জন্মসার্ধশতবর্ষে
অনুত্তমের কবিপ্রণাম
ইটভাটা শ্রমিকদের দলে
টানতে তৎপর তৃণমূল
কলকাতা
৩৬.৮/২৬.২
আজকের দিনে
•
আন্তর্জাতিক রেড ক্রস দিবস।
• ১৮৬১:
বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.