|
|
|
|
দুর্ব্যবহারে অভিযুক্ত পুলিশও |
মোটরবাইকে কসরত, ধাক্কা অভিনেত্রীর গাড়িতে |
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
রাতে শ্যুটিং সেরে ফেরার সময় মোটরবাইক আরোহী তিন মদ্যপ যুবক তাঁর গাড়িতে ধাক্কা মেরেছে বলে অভিযোগ আনলেন টিভি ধারাবাহিকের এক অভিনেত্রী। তিনি জানান, হাত ছেড়ে কসরত দেখাতে দেখাতে ওই যুবকেরা দীর্ঘ ক্ষণ তাঁর গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়চ্ছিল। তার পরেই ধাক্কা লাগে। এই ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতারও
করা হয়েছে।
তবে পার্ক স্ট্রিটে ধর্ষিতা মহিলা এবং কালীঘাটের লাঞ্ছিতা গৃহবধূর মতোই ওই অভিনেত্রী অভিযোগ এনেছেন পুলিশের বিরুদ্ধেও। তিনি জানান, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার সামনেই। ঘটনার পরেই তিনি ওই মোটরবাইকের নম্বর নিয়ে পুলিশের সাহায্য চান। কিন্তু পুলিশ বিষয়টিকে গুরুত্ব তো দেয়ইনি, উল্টে তাঁর সঙ্গেই খারাপ ব্যবহার করেছে বলে ওই অভিনেত্রীর অভিযোগ। থানার কর্মীরা সাহায্য করতে এগিয়ে আসেননি বলে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের কাছে মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।
পার্ক স্ট্রিটে গাড়িতে ধর্ষণের পরে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানাতে গেলে সেখানকার পুলিশ মহিলার সঙ্গে সহযোগিতা করেনি বলে অভিযোগ। শুধু তা-ই নয়, থানার কোনও কোনও অফিসার তাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন বলেও অভিযোগ করেছিলেন ওই মহিলা। সম্প্রতি একই ধরনের অভিযোগ করেন কালীঘাট এলাকার এক নিগৃহীতা গৃহবধূ। রাতে শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার থেকে কোনও রকমে পালিয়ে ওই বধূ কালীঘাট থানায় গিয়ে সাহায্য চেয়েছিলেন। সেখানকার এক অফিসার তাঁকে কটু কথা বলেন এবং খারাপ ইঙ্গিত করেন বলে পরে অভিযোগ করেন ওই গৃহবধূ। খাস কলকাতা এবং মহানগরীর কাছে ঘোলার পুলিশের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠল আর সব অভিযোগই মহিলাদের। এবং বারবার অভিযোগ ওঠার পরেও পুলিশের যে ভ্রূক্ষেপ নেই, ঘোলা থানার ঘটনাই তার প্রমাণ।
রবিবার রাতের ঘটনার ব্যাপারে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, “পুলিশের বিরুদ্ধে ওই অভিনেত্রী মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন। এই বিষয়ে তদন্ত হচ্ছে। আইন ভেঙে মোটরবাইক চালানো এবং দুর্ঘটনা ঘটানোর ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকে ধরা হয়েছে।”
ওই রাতে ঠিক কী ঘটেছিল?
পুলিশ জানায়, মোটরবাইক আরোহী তিন মদ্যপ যুবক নিয়ন্ত্রণ হারিয়ে সোদপুর-মধ্যমগ্রাম রোডে ঘোলা থানার কাছেই অরুন্ধতী মৈত্র নামে বাংলা টিভি ধারাবাহিকের ওই অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। অরুন্ধতীর অভিযোগ, “রাত সাড়ে ১১টা নাগাদ কল্যাণী এক্সপ্রেসওয়ের ঘোলা চৌমাথা থেকে একটি হলুদ রঙের মোটরবাইকে তিনটি ছেলে আমার গাড়ির সামনে প্রচণ্ড গতিতে হাত ছেড়ে চালাচ্ছিল। কখনও কখনও গতি কমিয়ে চলে যাচ্ছিল পিছনে। ঘোলা থানার কাছে মোটরবাইকটি সজোরে ধাক্কা মারে আমার গাড়ির পিছনে।”
তার পরে ওই অভিনেত্রী মোটরবাইকের নম্বর নিয়ে ঘোলা থানায় যান। তিনি বলেন, “অভিযোগ জানাতে গেলে আইসি এবং ডিউটি অফিসার আমার কথা ভাল করে শুনতেই চাননি। তাঁরা বলেন, ‘বাইরে যান। এখন এ-সব শোনার সময় নেই। অভিযোগ থাকলে লিখে দিন’।” |
|
|
|
|
|