আজকের শিরোনাম
যৌথ সাংবাদিক বৈঠকে হিলারি-কৃষ্ণ

আজ রাজধানী দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন ও ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। বৈঠক শেষে ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন হিলারি। তিনি আরও বলেন সন্ত্রাস মোকাবিলায় এক সঙ্গে কাজ করবে ভারত ও আমেরিকা। যে হেতু জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানের মাটিতে অতি মাত্রায় সক্রিয়, তাই সন্ত্রাস মোকাবিলায় আরও কড়া হতে হবে পাকিস্তানকে, মত হিলারির। মুম্বই হামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার পাশাপাশি এই হামলায় অন্যতম অভিযুক্ত হাফিজ সইদকে খুঁজে বের করার কথাও বলেছেন তিনি। এই ইস্যুতে ভারতের পাশেই থাকবে আমেরিকা, প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন বিদেশসচিব। অন্য দিকে ভারতীয় বিদেশমন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তানে উন্নয়নের কাজ চালিয়ে যাবে ভারত। ইরান সমস্যার সমাধানেও আলোচনা হয়েছে হিলারি ও কৃষ্ণের মধ্যে।

বিপর্যস্ত এয়ারইন্ডিয়ার পরিষেবা
পাইলটদের একাংশ কাজে যোগ না দেওয়ায় বিপর্যস্ত এয়ারইন্ডিয়ার বিমান পরিষেবা। এখনও পর্যন্ত ৪টি বিমান বাতিল করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বোয়িং ৭৮৭৮-এ প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য মূলক আচরণ করছে কর্তৃপক্ষ, এই অভিযোগে কাজে যোগ দেয়নি পাইলটদের একাংশ। গতকাল একশো জন পাইলট ও আজ প্রায় তিনশো জন পাইলট ধর্মঘটে অংশ নিয়েছেন। এর ফলে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে বাতিল হয়নি কোনও অর্ন্তজাতিক বিমান। লোকসানে চলা এয়ারইন্ডিয়ার এ জাতীয় পরিষেবা থমকে দেওয়া কার্যকলাপে রীতিমত বিরক্ত বিমানমন্ত্রী অজিত সিংহ। তিনি এই ধর্মঘটকে বেআইনি বলে মন্তব্য করেছেন। শ্রীসিংহ আরও জানিয়েছেন, যাত্রীদের স্বার্থে এই ধর্মঘট তুলে নিয়ে আলোচনায় বসা উচিত পাইলটদের। বিক্ষোভকারীদের আজ সন্ধে ছ’টার মধ্যে কাজে দেওয়ার নির্দেশ দিয়েছেন এয়ারইন্ডিয়া কর্তৃপক্ষ। তা না হলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। যাঁরা অসুস্থতার ‘কারণে’ কাজে আসতে পারেননি তাঁদের প্রয়োজনীয় ‘মেডিক্যাল সার্টিফিকেট’ জমা দিতেও বলা হয়েছে।

রবীন্দ্র স্মরণ
ক্যালেন্ডারের পাতায় বাংলা নববর্ষের পর বাঙালি জীবনে আর এক গুরুত্বপূর্ণ তারিখ ২৫ বৈশাখ। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। আজ রবীন্দ্রনাথের ১৫১তম জন্মজয়ন্তী। সকাল থেকেই নানা জায়গায় কবিতা-গান-কথায়-ছন্দে শুরু হয়েছে কবিস্মরণ। প্রতি বারের মতো কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভোরবেলা থেকেই চলছে কবিস্মরণে নানা অনুষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে উত্সাহী মানুষ এসে সমাবেত হয়েছেন। কচিকাঁচাদেরও উত্সাহের অন্ত নেই। এ দিন ঠাকুরবাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসু। তিনি কবির এই জন্মভিটের উন্নয়নকল্পে সরকারি নানা উদ্যোগের কথা জানান। অন্য দিকে রবীন্দ্রসদনে কবিস্মরণের সরকারি অনুষ্ঠানের সময় ও স্থান পরিবর্তন করায় কোনও কোনও মহলের সমালোচনার মুখে পড়েছে সরকার। অন্যান্য বছর সকাল থেকেই রবীন্দ্রসদন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কবি প্রণাম। কিন্তু এ বছর রাজ্যের নতুন সরকার সকালের পরিবর্তে দুপুর দুটো থেকে ক্যাথিড্রাল রোডের অস্থায়ী মঞ্চে কবিপ্রণামের আয়োজন করেছে। যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রকাশের পরও অনেকের কাছে সে খবর না পৌঁছনোয় সাত সকালেই রবীন্দ্রসদন চত্বরে হাজির হয়েছিলেন বেশ কিছু মানুষ। কিন্তু গেটে তালা ঝোলানো দেখে তাঁরা হতাশ হয়ে ফিরে যান। ওই চত্বরে ঢুকতে তো দেওয়া হয়নি, এমনকী রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতেও দেয়নি পুলিশ এমন অভিযোগও উঠেছে। মাল্যদান করতে গেলে পুলিশ তাঁদের কাছে পরিচয়পত্র দেখতে চায় বলেও সংবাদমাধ্যমে জানিয়েছেন কেউ কেউ। তবে এ সবের মাঝে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি রবীন্দ্রজয়ন্তী পালনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.