l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• ‘অশালীন’ ই-মেল, গ্রেফতার অধ্যাপক-সহ দুই
• ফের আটক শাহরুখ
• পুলিশ-নিগ্রহ, গ্রেফতার বেসুর ৬ ছাত্র
বিস্তারিত...
সরানো হল রবীন্দ্রনাথকে,
এনবিএসটিসি শীর্ষে গৌতম
কিশোর সাহা • শিলিগুড়ি
ঘরে-বাইরে ‘নানা সমস্যা’ দেখা দেওয়ায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে পদ থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। তাঁর জায়গায় চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে। প্রশাসনিক সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে রাজ্য পরিবহণ দফতর থেকে কোচবিহারে এনবিএসটিসি-র সদর দফতরে ওই নির্দেশ গিয়ে পৌঁছয়। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র ন’মাসের মাথায় দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথবাবুকে রবীন্দ্রনাথবাবুকে অপসারণ করা হল কেন, তা নিয়ে তৃণমূল মধ্যেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। দলের এক পক্ষের ধারণা, কোচবিহারে গোষ্ঠী কোন্দল, এমনকী প্রকাশ্যে সংঘর্ষও বেড়ে চলেছে। তা সামলাতে না-পারলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিপর্যয় ঘটতে পারে। অথচ এনবিএসটিসি-র মতো রুগ্ণ সংস্থাকে দাঁড় করানোর চেষ্টায় জেলা সভাপতিকে ব্যস্ত থাকতে হচ্ছিল। অন্য দিকে, কড়া মনোভাব দেখানোয় সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গেও মতবিরোধ বাড়ছিল তাঁর।
বিস্তারিত...
জমির দাম বাড়ছে, বাড়ছে দ্বন্দ্বও
অরুণাক্ষ ভট্টাচার্য • বারাসত
গ্রামে এক কাঠা জমির দাম ছিল ৪০ হাজার টাকা। বছর ঘুরতে না ঘুরতেই দাম লক্ষ টাকা ছাড়িয়েছে! রাজারহাট-নিউটাউন এলাকায় ইদানীং জমি পাওয়াই মুশকিল। যে কারণে ছোট-বড় সংস্থাগুলির ইদানীং নজর পড়েছে বারাসতের কেমিয়া-খামারপাড়ার মতো আশপাশের এলাকাগুলিতে। জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তেই গড়ে উঠেছে ‘দালাল-রাজ’। গড়ে উঠছে ‘সিন্ডিকেট’। ‘কাঁচা টাকা’-র লোভে দালালির কারবারে জড়িয়ে পড়ছেন অনেকেই। প্রাথমিক তদন্তের পরে পুলিশের সন্দেহ, জমির দালালি নিয়ে বিবাদের জেরেই মঙ্গলবার রাতে কেমিয়া-খামারপাড়ার নওপাড়ায় খুন হন তৃণমূল কর্মী বিনয় বিশ্বাস। তাঁর বৃদ্ধ বাবা-মাকেও কুপিয়ে, গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এক জন ইতিমধ্যেই ধরা পড়েছে। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “তল্লাশি চলছে। এর বেশি কিছু বলা যাবে না।” অভিযোগ, দুষ্কৃতী প্রভাস ঢালি ও তার সাঙ্গপাঙ্গোরাই জড়িত এই হত্যাকাণ্ডে।
বিস্তারিত...
শ্রীরামপুরে শ্বাসরোধ করে
খুন প্রৌঢ়কে, গ্রেফতার স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর
এক প্রৌঢ়কে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার সকালে শ্রীরামপুরের ঠাকুরবাটি স্ট্রিটের একটি বহুতলের বাসিন্দা তপন বন্দ্যোপাধ্যয় (৫৫) নামে ওই প্রৌঢ়ের মৃত্যুর কথা জানাজানি হয়। তাঁর ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তপনবাবুর স্ত্রী, বছর চল্লিশের পাপিয়াদেবীকে ওই দিনই ধরে। পুলিশের দাবি, জেরায় ধৃত মহিলা অপরাধের কথা কবুল করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করতে না পেরে মঙ্গলবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি স্বামীর কফি ও মদে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। স্বামী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করেন। ওই ফ্ল্যাট থেকে মদের বোতল এবং খুনে ব্যবহৃত নাইনলের দড়ি উদ্ধার হয়েছে বলেও দাবি পুলিশের। বৃহস্পতিবার পাপিয়াদেবীকে শ্রীরামপুর আদালতে হাজির করানো হলে তাঁর ১৪ দিন জেল হাজত হয়। এ দিন সংবাদমাধ্যমের কাছে পাপিয়াদেবী দাবি করেন, “স্বামী সংসারের কোনও দায়িত্ব নিত না। অধিকাংশ দিন শুধু নিজের জন্য খাবার আনত। স্বামী টাকা না দেওয়ায় ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। স্বামী আমাকে খারাপ পথে নামতে বলত। অত্যাচার সহ্য করতে পারছিলাম না।”
বিস্তারিত...
প্রশাসনের সহায়তায় বিয়ে রুখল নাবালিকা
শুভাশিস সৈয়দ • বহরমপুর
এমনিতে লাজুক। চুপচাপ স্বভাবের। কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙা ২ ব্লকের রামনগর-বাছড়া গ্রামের নাবালিকা রাজনিহার খাতুনকে বিয়েতে রাজি করাতে পারেনি তার বাবা-মা। কিশোরী রাজনিহার যখন বোঝে, সে একা পরিবারের এই চাপ সামলাতে পারবে না, তখন কয়েকজন প্রতিবেশীর সাহায্য নেয়। তাঁরাই একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সব কথা জানায়। সেই সংস্থার কাছ থেকে খবর পেয়েই স্থানীয় বিডিও সুদীপ ঘোষ পুলিশ-প্রশাসনের আরও কয়েক জন কর্তাকে সঙ্গে নিয়ে বুধবার দুপুরে সোজা রাজনিহারদের বাড়ি চলে গিয়েছিলেন। সুদীপবাবু বলেন, “আমরা গিয়ে দেখি বিয়ের তোড়জোড় চলছে। রাজনিহারের বাবাকে ডেকে পাঠাই। তিনি স্বীকার করেন, তাঁর মেয়ে নাবালিকা হলেও বিয়ের বন্দোবস্ত করা হয়েছে।” সেই সময়ে ওই বাড়ির উঠোনে দাঁড়িয়েই সুদীপবাবু ও তাঁর সঙ্গীরা রাজনিহারের বাবা সামশুল শেখকে বুঝিয়ে বিয়ে বন্ধ করার চেষ্টা করতে থাকেন। গ্রামের অন্য বাড়ি থেকেও চলে আসেন অনেকে। সামশুল শেখের উঠোনেই শুরু হয়ে যায় তর্কবিতর্ক।
বিস্তারিত...
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ নয়াগ্রামে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও মেদিনীপুর
একটি পুকুরের দখল নিয়ে বৃহস্পতিবার দুপুরে নয়াগ্রাম থানার বালিগেড়িয়ার আমলাডাংরিতে তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। দু’পক্ষের অন্তত ১০ জন আহত হন। তৃণমূলের অভিযোগ, সিপিএম ও কংগ্রেস যৌথ ভাবে হামলা চালিয়েছে। তিরবিদ্ধ হয়ে জখম ৫ তৃণমূল সমর্থককে বিকেলে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করানো হয়। পরে কাদন হাঁসদা নামে এক জনকে কলকাতায় পাঠানো হয়। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়-সহ অন্য নেতারা মেডিক্যালে আহতদের দেখতে যান। অন্য দিকে, সিপিএমের সঙ্গে তাদের যোগসূত্রের অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের পাল্টা দাবি, তৃণমলের হামলায় দুই মহিলা-সহ তাদের ৪ সমর্থক জখম হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত তৃণমূলের অবরোধ চলায় রাত সাড়ে ৮টার আগে ওই ৪ জনকে মেডিক্যালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে।
বিস্তারিত...
আশ্বাসই সার, দু’বছরেও বিদ্যুৎ না আসায় ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর
বিদ্যুৎ, স্কুল ও জলের দাবিতে সরকারি কমসূচি বয়কট করেছিলেন গ্রামবাসীরা। গ্রামে গিয়ে প্রশাসনের আধিকারিকেরা আশ্বাস দিয়েছিলেন সমস্যা সমাধানের। কিন্তু তারপরেও অবস্থার উন্নতি হয়নি রঘুনাথপুর ১ ব্লকের খাজুরা পঞ্চায়েতের লায়েকডাঙ্গা গ্রামের। এই প্রেক্ষিতেই ক্ষোভ ছড়িয়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, বার বার ব্লক প্রশাসনকে সমস্যার কথা জানিয়েও সুরাহা হয়নি। খাজুরা পঞ্চায়েতের বেশিরভাগ গ্রামেই বিদ্যুদয়নের কাজ শেষ হলেও বঞ্চিত থেকে গিয়েছে লায়েকডাঙা। সেখানে এখনও বিদ্যুতের আলো পৌঁছয়নি। দু’বছর আগে এই গ্রামে বিদ্যুৎ দেওয়ার জন্য খুঁটি পোঁতা হয়েছিল। কিন্তু আজও টাঙানো হয়নি বিদ্যুৎবাহী তার। গ্রাম রয়ে গিয়েছে সেই অন্ধকারেই। গ্রামের বাসিন্দা বিশ্বেশ্বর লায়েক, প্রশান্ত লায়েকরা জানান, ২০১০ সালের জানুয়ারি মাসের গোড়ায় গ্রামে বিদ্যুতের খুঁটি পোঁতা হয়েছিল। কিন্তু তারপর বিদ্যুতের তার আর খাটানো হয়নি।
বিস্তারিত...
সিআইডি অফিসারকে
চার্জশিট দিতে চায় সিবিআই
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং
নিকল তামাং অন্তর্ধান মামলায় গাফিলতির অভিযোগে সিআইডি অফিসার অর্ধেন্দুশেখর পাহাড়ির বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছে সিবিআই। রাজ্য স্বরাষ্ট্র দফতরের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি সিবিআই ওই আর্জি জানিয়েছে। দফতরের এক কর্তা জানান, বিষয়টি সিআইডি-র ডিজি দেখছেন। সিবিআই সূত্রের খবর, মদন তামাং খুনের ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন। ওই খুনের ঘটনার মূল অভিযুক্ত নিকল তামাংকে তিনি বেশ কয়েক দফায় জেরাও করেন। সিআইডি-র হেফাজতে থাকার সময় শিলিগুড়ির অদূরে পিনটেল ভিলজে থেকে নিকল পালিয়ে যান। দু’টি মামলাই পরবর্তীতে সিবিআইয়ের হাতে যায়। অর্ধেন্দুবাবুকে সিবিআই অফিসারেরা জেরাও করেন। সিবিআই সূত্রের খবর, ভাল অফিসার হিসাবে সিআইডি-তে অর্ধেন্দুবাবুর নাম রয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
৩৭ মৃতের নামে মামলায়
অস্বস্তি পুলিশে
ভুল তথ্যে নকশা,
তদন্তে পুরসভা
দক্ষিণবঙ্গ
তিনদিন টানা অবরোধ,
টনক নড়েনি প্রশাসনের
১০০ দিনের কাজের
প্রকল্পে নয়া নির্দেশিকা
বর্ধমান
কেমন আছে পরিবর্তনের বাংলা, পথে-ঘাটে-ভিড়ে গাইছে বোলান
পুলকার না চলায়
অবরোধ, অভিযান চলছেই
পুরুলিয়া
ওভারব্রিজ তৈরি
না হওয়ায় ক্ষোভ
দরপত্র বাতিল
করলেন বিডিও
মুর্শিদাবাদ
সাত শিবের গাজন
নবদ্বীপে
ঋণের নামে প্রতারণা,
গ্রেফতার ব্যাঙ্ক কর্তা
মেদিনীপুর
গ্রামীণ বিদ্যুদয়ন নিয়ে
বৈঠকে বন্টন কোম্পানি
কর্তা
সুবর্ণরেখার চরে
চৈত্রসংক্রান্তি মেলায়
অম্লান ঐতিহ্য
কলকাতা
৩৫.২ /২৫.৩
আজকের দিনে
•
১৯৬৩:
রাশিয়ার দাবাড়ু
গ্যারি কাসপারভের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.