‘অশালীন’ ই-মেল, গ্রেফতার অধ্যাপক-সহ দুই |
সোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রায় ৬৫ জন ‘বিশিষ্ঠ’ ব্যক্তিকে ‘অশালীন’ ই-মেল করার অপরাধে যাদবপুর থানার এক অধ্যাপককে গ্রেফতার করল পূর্ব যাদবপুর থানার পুলিশ। আজ সকালে তাঁকে তাঁর নিউ গড়িয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতে তোলা হবে। ধৃত অম্বিকেশ মহাপাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক। অভিযোগ, অম্বিকেশবাবু রেলমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রী ও মূখ্যমন্ত্রীর অশালীন কার্টুন অনেককে পাঠান। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অম্বিকেশবাবুর প্রতিবেশীকেও। ধৃতদের বিরুদ্ধে আইপিসি ৫০০, ৫০৯, ১১৪ ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৬এ ও ৬৬ বি ধারায় মামলা দায়ের করা হয়েছ। ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন জুটার সম্পাদক পার্থপ্রতীম বিশ্বাস। প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন শিক্ষাবীদ ও বিশিষ্ঠজনেরা।
|
পুলিশ-নিগ্রহ, গ্রেফতার বেসুর ৬ ছাত্র |
গতকাল রাতে হাওড়ার শিবপুরে একটি মদের দোকানর মালিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে বেসুর দ্বিতীয় ও তৃতীয় বর্যের ছয় ছাত্র। দোকান মালিক পুলিশে খবর দিলে কর্তব্যরত দুই পুলিশকর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ওই ছাত্ররা। বেধড়ক মারধর করা হয় ওই পুলিশকর্মীদের। রাতেই হাসপাতালে ভর্তি করা হয় ওই পুলিশকর্মীদের, গ্রেফতার করা হয় ওই ছাত্রদেরও। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান বেসুর উপাচার্য। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
|
আজ দুর্গাপুরে আর্বান হাটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি উদ্বোধন করবেন একটি বেসরকারি স্কুলের। এছাড়াও একটি মেডিক্যাল কলেজের শিলান্যাস করার কখাও আছে তাঁর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন সল্টলেক, শিলিগুড়ি ও শান্তিনিকেতনেও তৈরি করা হবে এই ধরণের হাট।
|
গ্যাস লিক, অসুস্থ ৪০ ছাত্রী |
হাওড়ার শিবপুরের একটি জৈন স্কুলে গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়ল ৪০ জন ছাত্রী। অসুস্থ ছাত্রীদের মধ্যে ৩০ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরুপ বিশ্বাস ও হাওড়ার মেয়র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
স্ত্রী-সন্তানকে বিষ খাইয়ে খুন, গণপ্রহারে মৃত অভিযুক্ত |
স্ত্রী ও তিন সন্তানকে বিষ খাইয়ে খুন করলেন এক ব্যক্তি। আজ ভোরবেলা দুর্গাপুরের চিত্তরঞ্জনের জেমুয়ায় বরকত আলি স্ত্রী ও সন্তানদের বিষ খাইয়ে নিজেও বিষ খায়। ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীদের গণপ্রহারে গুরুতর আহত হন তিনি। তাকে ভর্তি করা হয় আসানসোল মহকুমা হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। ঘটনার কারণ সম্বন্ধে এখনও কিছু জানা না গেলেও পরপর তিন কণ্যাসন্তান হওয়ায় পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে সন্দেহ প্রতিবেশীদের।
|
২০০৯ সালের ঘটনার পুনরাবৃত্তি। ফের আমেরিকার বিমানবন্দরে আটকানো হল শাহরুখ খানকে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে নীতা অম্বানীর বিশেষ বিমানে নিউইয়র্কে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই আটকানো হয় তাঁকে। পরে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অভিবাসন দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে প্রায় তিন ঘন্টা পরে ছাড়া পান তিনি। ঘটনার কারণ সম্বন্ধে এখনও কিছুই জানায়ই নিউইয়র্কের বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনার জেরে বিব্রত শাহরুখ বলেন তাঁর সঙ্গেই বারেবারে এই ধরণের ঘটনা ঘটে।
|
ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ |
আজ সকাল থেকে ফের প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তির্ণ এলাকা। প্রবল বৃষ্টি হয়েছে কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ড হারবার, সাগর ও পাথরপ্রতীমায়। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। কাকদ্বীপে ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার বিদ্যুত্ পরিষেবা। |