প্রতিবাদে পথে মমতার প্রাক্তন ‘সহযোদ্ধারা’ই |
|
নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলনের পর্বে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রাস্তায়ন েমেছিলেন যে বিশিষ্ট জনেরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পথে নামলেন তাঁদেরই একাংশ। বৃহস্পতিবার দিনভর তেমনই দেখা গেল শহরের রাজপথে। মমতা অবশ্য এ দিন রাতে দুর্গাপুর রওনা হওয়ার আগে এক প্রশ্নের জবাবে বলেন, “আমি শুনিনি। আমার কাছে কোনও খবর নেই।” |
|
নিজস্ব সংবাদদাতা: মেট্রো স্টেশনগুলিতে যাতায়াতের জন্য শুধুই ‘অটো-নির্ভরতা’ কমিয়ে এ বার ওই সব রুটে ছোট ছোট বাস-পরিষেবা চালু করার কথা ভাবছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বণিকসভার এক আলোচনাচক্রে এ কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি জানান, এ বিষয়ে রেলমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে তাঁর ইতিমধ্যেই একপ্রস্ত কথা হয়েছে। অনেকের মতে, অটোকে ‘শৃঙ্খলা’য় বাঁধতেই সরকারের এই ভাবনা। |
‘অটো-নির্ভরতা’
কমিয়ে মেট্রো স্টেশন
রুটে
ছোট বাস চালুর ভাবনা |
|
হকারদের ‘সীমারেখা’
মানতেই হবে: মদন |
নিজস্ব সংবাদদাতা: নতুন সরকারের ‘মানবিক’ দৃষ্টিভঙ্গি থাকলেও ‘সীমারেখা’ অতিক্রম করলে যে বরদাস্ত করা হবে না শহর কলকাতার হকারদের তা স্মরণ করিয়ে দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সেই সঙ্গে তিনি বললেন, “এতকাল বলা হত, শহরের মাত্র ৬ শতাংশ রাস্তা। আমি বলছি, দখলদারদের দাপটে তা কমে হয়েছে ৪ শতাংশ। আন্তর্জাতিক বিধি অনুযায়ী, একটি শহরে ৩০ শতাংশ রাস্তা থাকা উচিত। আমাদের এখানে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক।” |
|
নোনাডাঙা থেকে নন্দীগ্রাম,
নেত্রী সিআইডি হেফাজতে |
কাউন্সিলরের বাড়িতে হামলা
কেন, বাম বিক্ষোভ পুরসভায় |
|
টুকরো খবর |
|
|
|