টুকরো খবর
তিনটি অস্বাভাবিক মৃত্যু
কলকাতায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ফুলবাগানে, যাদবপুর থানা এলাকার গল্ফ ক্লাব রোডে এবং তৃতীয়টি রিজেন্ট পার্কে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ফুলবাগানের স্যার গুরুদাস রোডে একটি বহুতলের ফ্ল্যাটে তপন কোলে (২৭) নামে এক যুবকের ঝুলন্ত দেহ পাওয়া যায়। পুলিশি সূত্রের খবর, লোহা ব্যবসায়ী তপনবাবু দীর্ঘদিন ধরে ওই বহুতলের একতলায় সপরিবার থাকতেন। এ দিন ঘর বন্ধ দেখে তাঁর স্ত্রীর সন্দেহ হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, ব্যবসায়িক সমস্যায় আত্মহত্যা করেছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রিজেন্ট পার্কের ইটখোলায় একটি কচুরিপানা ভর্তি জলাশয়ে এক যুবকের পচাগলা দেহ পাওয়া যায়। পুলিশের অনুমান, দু’তিন দিন আগে থেকে মৃতদেহটি ওখানে পড়ে ছিল। মৃতদেহে ক্ষতচিহ্ন ছিল না। মৃতের পরিচয় জানা যায়নি। বুধবার রাতে গল্ফ ক্লাব রোডে আগুনে পুড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম দীপা পাণ্ডে (৪০)। রান্নার সময় তাঁর গায়ে আগুন ধরে। গুরুতর আহত অবস্থায় দীপাদেবীকে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গানের দিন
...লগন গান শোনাবার। ছবি: দেবাশিস রায়
‘বাংলা সঙ্গীতমেলা ২০১২’-র উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবীণ-নবীন এক ঝাঁক শিল্পীকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র উৎসবের মতো এই উৎসবেরও উদ্বোধন হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই। অন্যতম সম্মানপ্রাপক বাংলাদেশের শিল্পী ফিরোজা বেগম। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্মানিত শিল্পীবৃন্দ (বাঁ দিক থেকে) নচিকেতা চক্রবর্তী, রাশিদ খান, অজয় চক্রবর্তী, দ্বিজেন মুখোপাধ্যায়, মনসুর ফকির, বনশ্রী সেনগুপ্ত, ফিরোজা বেগম, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, গিরিজা দেবী, আরতি মুখোপাধ্যায়, অমর পাল ও পূর্ণদাস বাউল। অন্য সম্মানিতদের মধ্যে ছিলেন সুমিত্রা সেন, সুবীর সেন, শ্রীকান্ত আচার্য, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ও কুমার সুব্বা। মুখ্যমন্ত্রী বলেন, “সঙ্গীতের ঐতিহ্য ও পরম্পরাকে সম্মান জানাতে পেরে আমরাই সম্মানিত।” সম্মাননা প্রদানের পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রোতার আসনে মমতা ছিলেন আগাগোড়া।

যৌন নিগ্রহের শিকার ঝুপড়ির বহু বালিকাই
কলকাতায় ঝুপড়িবাসী অনেক বালিকাই পড়শিদের যৌন নির্যাতনের শিকার হচ্ছে। যেমন শিয়ালদহ স্টেশনের কবিতা এবং বড়বাজারের রিঙ্কি (দু’টিই কাল্পনিক নাম)। দু’জনেরই বয়স ৯-১০ বছর। পাড়াতুতো এক দাদার যৌন অত্যাচারে অসুস্থ হয়ে রিঙ্কিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আর কবিতার উপরে যৌন নির্যাতন চালিয়েছিল তার পরিবারেরই এক জন। বৃহস্পতিবার টাউন হলে আন্তর্জাতিক পথশিশু দিবসের অনুষ্ঠানে নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষার দাবিতে সরব হল শহরের ফুটপাথবাসী ছেলেমেয়েরা। ইউনিসেফ থেকে কেন্দ্রীয় সরকার সকলেই পথশিশুদের নিরাপত্তার গুরুত্ব মেনে নিচ্ছে। কারণ মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যানই বলছে, ফুটপাথে থাকা শিশুদের ৬৬.৮ শতাংশকে পরিবারের লোকেরা বা অন্যেরা শারীরিক ভাবে হেনস্থা করেন। শতকরা ৫৫ ভাগ ছোট ছেলে এবং শতকরা ৪৫ ভাগ মেয়ে এই সমস্যার শিকার। যে-সব শিশু লোকের বাড়িতে, চায়ের দোকানে, ছোট হোটেলে বা ছোট কারখানায় কাজ করে, তাদের মধ্যেও অনেককেই যৌন হেনস্থা সইতে হয়।

ট্যাক্সি বুথ নিয়ে মামলা
কলকাতা বিমানবন্দরের প্রিপেড ট্যাক্সি বুথ এখন থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটই পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। আবেদনকারী সমিতির আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে বলেন, ওই প্রিপেড ট্যাক্সি বুথ পরিচালনা করে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। ২০০৩ সালে তাদের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের চুক্তি হয়। সেই চুক্তি অনুসারেই মেয়াদ ফুরোলে নবীকরণের ব্যবস্থা আছে। ২০১১ সালের শেষে চুক্তির মেয়াদ ফুরোয়। যে-হেতু চুক্তিতে বলা আছে, শর্ত ভঙ্গ না-করলে পুনর্নবীকরণ করতে হবে, তাই রাজ্য সরকার ওই বুথ পরিচালনা করতে পারে না। বিচারপতি রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট অন্য সংস্থার কাছে মামলার নথিপত্রের প্রতিলিপি পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার ফের মামলাটির শুনানি হবে।

সোনা হাতানোয় অভিযুক্ত ব্যবসায়ী
পোস্তা থানা এলাকায় এক ব্যবসায়ীর এক কিলোগ্রাম সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অন্য ব্যবসায়ীর বিরুদ্ধে। পুলিশ জানায়, পোস্তার নলিনী শেঠ রোডের একটি সোনার দোকানের মালিক প্রদীপ গুপ্তের অভিযোগ, বৃহস্পতিবার সকালে জয়প্রকাশ মিশ্র নামে এক যুবক তাঁর কাছে আসেন। এলাকারই মনোহর দাস স্ট্রিটে জয়প্রকাশদেরও সোনার দোকান আছে। প্রদীপবাবু পুলিশকে জানান, জয়প্রকাশ তাঁর কাছ থেকে এক কিলোগ্রাম সোনা নিয়ে যান। ঘণ্টাখানেক পরে দাম দিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন। কয়েক ঘণ্টা পরেও জয়প্রকাশ না-আসায় প্রদীপবাবু তাঁদের দোকানে যান। জয়প্রকাশের বাবা লব মিশ্র জানান, তিনি সকাল থেকে ছেলের খোঁজ পাননি। তার পরেই লব এবং জয়প্রকাশের নামে পুলিশে অভিযোগ করেন প্রদীপবাবু।

বন্দরে অছি পরিষদের ভোটে জয়ী তৃণমূল
কলকাতা বন্দর কর্তৃপক্ষের (কেপিটি) অছি পরিষদের ভোটে সিটুকে হারিয়ে জিতল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। কলকাতা ও হলদিয়া বন্দর মিলিয়ে বৃহস্পতিবার অছি পরিষদের ভোট হয়। ভোটের ফল বেরোনোর পরে আইএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী দোলা সেন জানান, তাঁদের সংগঠন ২৬৬৩টি ভোট পেয়েছে। সিটু পেয়েছে ২৪০৫ ভোট। গতবার ভোটে আইএনটিটিইউসি চতুর্থ স্থান পেয়েছিল। এ বারের ‘সাফল্য’ প্রসঙ্গে দোলা বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জুড়ে পরিবর্তনের যে ঝড় উঠেছে, গত ১০ মাসে তাঁর নেতৃত্বাধীন সরকারের যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তারই প্রতিফলন হয়েছে বন্দরের ভোটেও।”

গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণীর
বাগুইআটির কলেজ মোড়ে বৃহস্পতিবার দুপুরে গাড়ির ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম সেমন্তী পাঠক (২১)। ওই দুর্ঘটনায় আহত হন তাঁর কাকা স্বপন পাঠকও। তাঁদের বাড়ি বেলঘরিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপনবাবুর সঙ্গে স্কুটারে চেপে যাচ্ছিলেন সেমন্তী। ৪৪ নম্বর রুটের একটি বাস তাঁদের ধাক্কা মারে। সেমন্তী মারা যান ঘটনাস্থলেই। বাসটিকে আটক করা হয়েছে।

ব্যাঙ্কে কেপমারি সওয়া দু’লক্ষ
হাতিবাগানে ব্যাঙ্কের ভিতর থেকে এক প্রৌঢ়ের দু’লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালাল কেপমাররা। পুলিশ জানায়, ওই প্রৌঢ় শ্যামবাজারের একটি শাড়ির দোকানের কর্মী। বৃহস্পতিবার তিনি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য কাউন্টারে টাকা রেখেছিলেন। তাঁকে অন্যমনস্ক করে দিতে তাঁর পকেট থেকে টাকা পড়ে গিয়েছে বলে জানায় পিছনে দাঁড়ানো একটি লোক। তিনি মেঝেয় টাকা খুঁজতে থাকেন। সেই ফাঁকে তাঁর টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.