l
ABP Ananda
l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Bengali Apps
l
My Anandabazar Apps
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• এক বছর ধরে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতা সন্তানসম্ভবা
• ট্রলি থেকে পড়ে রোগীর মৃত্যু
• বারাসতের পর মধ্যমগ্রাম, আবার ইভটিজিং
বিস্তারিত...
তৃণমূল ‘শৃঙ্খলাহীন’, আক্রমণ শানালেন গুরুঙ্গ
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং ও কলকাতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করার পরে এ বার সরাসরি তৃণমূলকে আক্রমণ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। সোমবার দার্জিলিঙের জিমখানা ক্লাবে এক দলীয় সভায় গুরুঙ্গ তৃণমূলকে ‘শৃঙ্খলাহীন দল’ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে সিপিএমের শৃঙ্খলার প্রশংসাও করেছেন তিনি। বলেছেন, “সিপিএম কখনও পাহাড়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেনি।” ওই সভাতেই এই দিন গুরুঙ্গ জানিয়ে দিয়েছেন আলাদা রাজ্যের দাবিতে পুরো দস্তুর আন্দোলনে নামতে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) প্রধানের পদ থেকে তিনি ইস্তফা দিতে চান। তবে রাজ্য সরকার ও শাসক দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইলেও এখনই জিটিএ তাঁরা হাতছাড়া করবেন না। গুরুঙ্গের কথায়, “আমি জিটিএ চুক্তিতে সই করিনি। রোশন গিরি করেছেন। যে হেতু আন্দোলনের জেরে অন্তবর্র্র্তী ব্যবস্থা হিসেবে জিটিএ গড়া হয়েছে, তাই রোশনরা সকলে মিলে তা চালাবেন। আমি ছাড়া কেউ ইস্তফা দেবেন না। আমি আন্দোলন জোরদার করার জন্যই ইস্তফা দেব।”
বিস্তারিত...
যাত্রা-মাটি-ভাষা-গান, মেলা-পার্বণ বাংলায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উত্তরবঙ্গ উৎসব সবে শেষ হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর প্রস্তুতি শুরু করে দিয়েছে আরও চারটি উৎসব আর মেলার। এপ্রিল পর্যন্ত দফায় দফায় রাজ্যে চলবে মাটি উৎসব, যাত্রা উৎসব, ভাষা উৎসব এবং গান মেলা। প্রতিটি উৎসবেরই মূল পরিকল্পনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সব উৎসব মেলায় কত টাকা খরচ হবে তার পুরো হিসেব এখনও তৈরি হয়নি। তবে মাটি উৎসবের আনুমানিক খরচ ধরা হয়েছে ১০ কোটি টাকা। যা শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি, বর্ধমানের পানাগড়ে। প্রাক্তন মখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ যাঁরা এই সব উৎসবের সমালোচনা করছেন, সম্প্রতি শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। সমালোচকদের উদ্দেশে বলেছেন, “উৎসব করবে না কি শ্রাদ্ধ করবে!”
বিস্তারিত...
কোর্টে ১০ কোটি রাখলে ডানলপের আর্জি বিবেচনা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পাওনাদার ও শ্রমিকদের প্রাপ্য মেটানোর জন্য ডানলপে লিকুইডেটর নিয়োগের রায়ের উপরে সংস্থা-কর্তৃপক্ষ স্থগিতাদেশ চেয়েছিলেন। ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়ে দিয়েছে, আগে ডানলপ-কর্তৃপক্ষকে দু’দিনের মধ্যে ১০ কোটি টাকা জমা রাখতে হবে কলকাতা হাইকোর্টে। তবেই ডিভিশন বেঞ্চ তাদের আপিল মামলার আবেদন বিবেচনা করবে। ডানলপের আপিল মামলায় বিচারপতি গিরীশ গুপ্ত ও বিচারপতি তরুণ দাসের ডিভিশন বেঞ্চ সোমবার এ কথা জানিয়েছে। ডানলপ-কর্তৃপক্ষ ওই আপিল মামলা করেছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে। কী বলা হয়েছে ওই রায়ে? বিচারপতি বন্দ্যোপাধ্যায় ওই রায়ে ডানলপে লিকুইডেটর নিয়োগ করতে বলেছেন। লিকুইডেটর সংস্থার স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রি করে পাওনাদার ও শ্রমিকদের বকেয়া মেটাবেন। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডানলপ-কর্তৃপক্ষ এ দিন আপিল মামলা করেন। মামলা না-মেটা পর্যন্ত তাঁরা ওই রায়ের উপরে স্থগিতাদেশ চান।
বিস্তারিত...
দক্ষিণ-পূর্ব মেক্সিকোর উপকূলীয় শহর কানকুন আসলে পর্যটকদের তীর্থক্ষেত্র।
শহরের ঠিক দক্ষিণেই কানকুন-টুলুম করিডর, পোশাকি নাম ‘রিভিয়েরা মায়া’।
করিডরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মায়া সভ্যতার ধ্বংসাবশেষ।
ক্যারিবিয়ান সাগরের ধারে ইতিহাসের সেই ‘আঁতুড়ঘর’ নিয়েই এ বারের
প্রাথমিক স্কুলে ‘নিয়োগ’, জানা নেই সংসদেরই
কেদারনাথ ভট্টাচার্য • কালনা
কর্মসংস্থান কেন্দ্র বলছে, ১৭ বছর আগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের নিয়োগপত্র পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু প্রাথমিক শিক্ষা সংসদ বলছে, তারা এমন কোনও নিয়োগপত্রই পাঠায়নি। দুই দফতরের এমন টানাপোড়েনে ধন্দে পড়েছেন পূর্বস্থলীর নাদনঘাটের মোর্তেজ আলি মণ্ডল। পঁচিশ বছর আগে নাম নথিভুক্ত করালেও চাকরির ডাক পাননি বছর সাতচল্লিশের মোর্তেজ। গত নভেম্বরে ফের কার্ড নবীকরণের জন্য কর্মসংস্থান কেন্দ্রে গিয়ে জানতে পারেন, তিনি প্রাথমিক স্কুলে নিযুক্ত হয়েছেন বলে তথ্য রয়েছে। তার পরেই তথ্য জানার অধিকার আইনে বিষয়টি জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা সংসদের দ্বারস্থ হন তিনি। সেখান থেকে চিঠি পাঠিয়ে জানানো হয়, জেলায় ওই নামে কাউকে নিয়োগপত্রই দেওয়া হয়নি। মোর্তেজ বলেন, “দুই দফতর বিপরীত তথ্য জানাচ্ছে। তাই আদালতে যাওয়ার কথা ভাবছি।”
বিস্তারিত...
শিক্ষককে চড়, নালিশ বাঁকুড়ায়
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া
স্কুলের অফিসঘরে সহ-শিক্ষক ও পড়ুয়াদের সামনে বাঁকুড়া প্রাথমিক বালিকা বিদ্যালয়ের এক প্রতিবন্ধী শিক্ষককে চড় মারার অভিযোগ উঠল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রিঙ্কু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। স্বরূপ কর্মকার নামে ওই শিক্ষক বাঁকুড়া থানায় রিঙ্কুদেবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনাকে ঘিরে সিপিএম-তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। স্কুলটিতে এখন ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রধান শিক্ষিকা সুলেখা মুখোপাধ্যায় জানিয়েছেন, সোমবার রিঙ্কুদেবী একটি মেয়েকে প্রথম শ্রেণিতে ভর্তি করানোর সুপারিশপত্র পাঠান। মেয়েটির বয়স সাত। শিশুশিক্ষা অধিকার আইন’২০০৯ অনুসারে সাত বছর বয়সের ছেলেমেয়েদের প্রথম শ্রেণিতে ভর্তি করা যায় না। তাই স্কুল কর্তৃপক্ষ মেয়েটির অভিভাবকদের তাকে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করতে বলেন। সুলেখাদেবীর অভিযোগ, “অভিভাবকেরা আমাদের সঙ্গে বচসা শুরু করেন। তাঁদের মেয়েকে প্রথম শ্রেণিতেই ভর্তি নিতে হবে বলে দাবি করতে থাকেন।”
বিস্তারিত...
অঙ্গনওয়াড়ির হাল ফেরাতে বৈঠকে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
কোথাও প্রশিক্ষক নেই। কোথাও নেই কর্মী, পরিদর্শক। বাড়িও নেই বেশিরভাগ কেন্দ্রের। পশ্চিম মেদিনীপুরের অঙ্গনওয়াড়িগুলিতে নেইয়ের তালিকা খুবই দীর্ঘ। সোমবার এ সব নিয়েই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন বিভাগীয় মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বৈঠক শেষে মন্ত্রী জানান, “কর্মী নিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে। বাড়ি তৈরিরও ব্যবস্থা হচ্ছে। প্রশাসন যাতে আরও সক্রিয় ভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিচালনা করে তা জানানো হয়েছে।” জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে ৯০০৯টি। প্রতিটি কেন্দ্রে একজন প্রশিক্ষক ও একজন কর্মী থাকার কথা। প্রশিক্ষকেরা বাচ্চাদের পড়াবেন। আর কর্মীরা রান্না করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দেবেন। কিন্তু দেখা যাচ্ছে, জেলার ৫৪৮টি কেন্দ্রে প্রশিক্ষক নেই। ফলে ওই সব কেন্দ্রে পড়াশোনা ব্যবস্থা নেই। শিশু ও গর্ভবতী মায়েরা শুধু খাবারটুকু পান। ৮৮১ কেন্দ্রে নেই কর্মী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানে প্রশিক্ষকেরাই রান্নার দায়িত্ব পালন করেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কোচবিহারে
বিমানের বৈঠক
হাইকোর্টের নির্দেশ
মেনে পুর-অধিবেশন
দক্ষিণবঙ্গ
সম্পত্তি হাতাতে গিয়ে বাধা
পেয়েই রিষড়ায় খুন প্রৌঢ়া
ব্যান্ডেলে ডাকাত দলের
হামলায় জখম ২ ব্যবসায়ী
বর্ধমান
বছর যায়, এসটিকেকে
তবু ধুলোয় মলিন
সোনা ফেরত চেয়ে
বিক্ষোভ গ্রাহকদের
পুরুলিয়া
অঙ্গনওয়াড়ির ৩১ জন সহায়িকা পদচ্যুত পুঞ্চায়
নলহাটিতে ভাল ফল
হবে, দাবি বিজেপি-র
মুর্শিদাবাদ
পলিটেকনিক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
মাধ্যমিকের ‘জুজু’, দল
গড়তে হিমশিম
মেদিনীপুর
শিক্ষাবর্ষের মাঝপথে
অলচিকি চালুর নির্দেশ
কলেজে কলেজে নৈরাজ্য,
পথে নামছে এসএফআই
কলকাতা
২৯.৭/ ১৫.৭
আজকের দিনে
• ১৯৮৪
:
আর্জেন্তিনীয়
ফুটবলার
কার্লোস
তেভেজের
জন্ম। তাঁর ছদ্মনাম ‘এল অ্যাপাচে’।
জাতীয় দলের হয়ে ৫৯টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৩টি।
হপ্তা শেষে...
শনিবার
রবিবার
বৃহস্পতির পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.