আসন্ন পঞ্চায়েত ভোটে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে খোলা মনেই আলোচনা হবে বলে জানিয়ে দিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সোমবার কোচবিহারে জেলা সিপিএম দফতরে বসে এ কথা জানান বিমানবাবু। তিনি বলেন, “আসন বন্টনের ক্ষেত্রে যারা গত পঞ্চায়েতে জিতেছিলেন কিংবা দ্বিতীয় স্থান পেয়েছিলেন সাধারণ ভাবে সেই নীতি মানা হবে। তবে ব্যতিক্রমী কিছু ঘটনা হতে পারে। কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। খোলামনেই সব আলোচনা হবে।” পাশাপাশি, সিপিএমের রাজ্য সম্পাদক জানান, সার্বিক ঐক্য গড়ে বামেরা লড়বে, এটাই মূল লক্ষ্য। রবিবার কোচবিহারে বামফ্রন্টের বৈঠকে উপস্থিত ছিলেন বিমানবাবু। সেখানে ফরওয়ার্ড ব্লক নেতারা বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে সাংগঠনিক ভাবে শক্তিশালী শরিক দলের প্রার্থীকে আসন ছাড়ার ব্যাপারে সওয়াল করেন। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে কোচবিহারে ফরওয়ার্ড ব্লক ৫ টি তে লড়ে ৪ টি আসনে জেতে আর সিপিএম ৪ টি লড়ে কোন আসন পায়নি। |
হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি। |
ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “শুধু আগের নিয়মে আটকে না থেকে বাস্তব পরিস্থিতির ভিত্তিতে আসন বন্টনের মাধ্যমে ঐক্যের কথা আমরা জানিয়ে দিয়েছি। বাস্তব পরিস্থিতি যাচাই করে আসন রফা নিয়ে জেলায় বেশ কিছু জায়গায় ইতিমধ্যে সাফল্য পাওয়া গিয়েছে। বাস্তবতার ভিত্তিতেই বাম ঐক্য হবে। শুধু প্রথম দ্বিতীয় স্থানের নীতিতে আটকে থাকলে সমস্যা হতে পারত।” |