নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
তৃণমূলের মোটর শ্রমিক সংগঠনের নামে ট্যাক্সি স্ট্যান্ডের একটি ঘর দখল করার অভিযোগের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা মিটল না। সোমবার অতিরিক্ত জেলাশাসক তাপস বাগচীর নেতৃত্বে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে পুর কর্তৃপক্ষ এবং তৃণমূল নেতারা ছিলেন। বৈঠকের পর পুরসভার ভাইস চেয়ারম্যান তথা আরএসপি জেলা নেতা অমর সরকার বলেন, “আমরা জবর দখলের বিরুদ্ধে বিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। আগে দখল করে রাখা ঘর মুক্ত করতে হবে। তার পর শ্রমিক সংগঠন থেকে পুরসভায় আবেদন করতে হবে। তার পরেই ঘর দেওয়া নিয়ে সিদ্ধান্ত হবে।” আরএসপি পরিচালিত পুরসভার নামে পক্ষপাতের অভিযোগে ২৬ জানুয়ারি স্ট্যান্ডের একটি ঘর দখল করে দলীয় কার্যালয় খোলে তৃণমূলের ট্যাক্সি কর্মী সংগঠন। তা নিয়ে হইচই শুরু হয়।
|
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আরএসপি পরিচালিত বালুরঘাট পুরসভার বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে দূর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আন্দোলনে নামছে কংগ্রেস। আগামীকাল, বুধবার বালুরঘাট টাউন ব্লক কংগ্রেস কমিটি পুরসভা ঘেরাওয়ের ডাক দিয়েছে। এই বিক্ষোভ আন্দোলনে যোগ দিতে বালুরঘাটে আসছেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র, অমিতাভ চক্রবর্তীরা। বালুরঘাট টাউন ব্লক কংগ্রেস কমিটি সভাপতি রণতোষ তোকদারের অভিযোগ, “প্রায় ৬২ বছরের পুরনো বালুরঘাট পুরসভায় আরএসপি অধিকাংশ সময় ক্ষমতায় রয়েছে। অথচ জলের সুষ্ঠু পরিষেবা ব্যবস্থা করতে পারেনি তারা। দু’বেলা পিএইচই-র কলের জলই ভরসা।” তাঁর দাবি, শহরের সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়তে কেন্দ্রীয় সহায়তা মিলেছে। মাস্টার প্ল্যান করে এখনও সেই কাজ করতে পারেনি পুর কর্তৃপক্ষ। বস্তি উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নের কাজে বেআইনি নিয়মবহির্ভূত ভাবে টেন্ডার করে কাজ হচ্ছে। বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান অমর সরকার বলেন, “পানীয় জল সরবরাহ প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে প্রথম কিস্তির সাড়ে ৯ কোটি টাকা মিলেছে। তাতে ৪টি জলাধার হচ্ছে। পাইপ লাইনের কাজের জন্য টেন্ডার হয়েছে। নিকাশি নিয়ে মাস্টার প্ল্যান তৈরির কাজ শেষ পর্বে। অনিয়মের কথা ঠিক নয়।”
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
জমি নিয়ে বিবাদের জেরে উত্তেজনার সৃষ্টি হল ইসলামপুরে। রবিবার সন্ধ্যায় ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে জমি নিয়ে পরিবারের ভাইদের মধ্যে বিবাদ চলছিল। রবিবার ফের দুই ভাইয়ের মধ্যে বিবাদ থেকে সংঘর্ষ হয়। তিন জন জখম হন। এক পক্ষের অভিযোগ, তৃণমূল করায় পারিবারিক অশান্তির সুযোগে সিপিএম হামলা চালায়। ইসলামপুরের বিধায়ক প্রতিনিধি জাভেদ আখতার বলেন, “পরিবারের লোকজন তৃণমূল সমর্থক। পুলিশকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।” সিপিএম সমর্থকদের দাবি, একটি পারিবারিক বিবাদকে ঘিরে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। দলের ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক স্বপন গুহনিয়োগী বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা গরম করার চেষ্টা চলছে। জখম দুজনই আমাদের সমর্থক।” ঘটনার পরে দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান জানান, জমি বিবাদের জেরে গোলমাল হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে বিহারের ঝিটকিয়া স্টেশন থেকে ওই যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ সাহাবুদ্দিন শেখ। ধৃতের কাছ থেকে এক মহিলা যাত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার হয়েছে। সোমবার রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে ধৃতকে তোলা হলে বিচারক অঞ্জনকুমার সেনগুপ্ত জামিনের আবেদন নাকচ করে দেন। আদালত ধৃতকে ১৪ দিন জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ জানায়, এক বছর ধরে বিভিন্ন ট্রেনে ১০ টিরও বেশি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ছোট গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হয়েছে। জখম হয়েছে একজন। সোমবার সকালে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার রসখোয়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃত হুসেন আলির (২৫) বাড়ি রসখোয়া ভবানীপুরে। এ দিন ওই ব্যক্তি এক পরিচিতকে নিয়ে বাইকে রসখোয়া এলাকায় যান। পিছন থেকে একটি ছোট গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান তিনি। |