১ অসংবদ্ধ, এলানো।
৪ তল পাওয়া যায় না এমন, অথই।
৬ বিনয়যুক্ত, বিনীত।
৮ তির নিক্ষেপকারী, ধানুকি।
৯ বস্ত্র, পরার কাপড়।
১০ বলদায়ক।
১১ অতিরঞ্জিত বর্ণনা।
১৩ কলমি শাক।
১৪ বড় আকারের, বৃহদায়তন।
১৫ আদর বা সম্মান নষ্ট
হয়েছে এমন, অনাদৃত।
১৭ শাস্ত্রোক্ত জল যা থেকে
জীবের বা সর্বভূতের সৃষ্টি হয়।
১৯ কড়ে আঙুল।
২১ বিকাল বা অপরাহ্ন
সম্বন্ধীয়, বিকালবেলার।
২২ যা কষ্ট করে ভেবে নিতে হয়।
২৪ লোকবল।
২৫ অবিকৃত, যথাযথ।
২৭ ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু।
২৮ গভর্নর, রাজ্যপাল।
৩০ পণ্ডিত ঈশ্বরচন্দ্র এই
নামেই বেশি পরিচিত।
৩২ থাকবার জায়গা, বাসস্থান।
৩৪ যুদ্ধবিদ্যা।
৩৬ চুম্বক পাথর।
৩৭ ফুলের তোড়া।
৩৮ পাকা বাড়ির কার্নিশ। |
|
১ অক্ষর, বর্ণ।
২ যা লাভ দেয়।
৩ সেই ভাব।
৪ আঙিনা, উঠান।
৫ বিশেষ কোনও ধর্মের উপাসক।
৬ চাঁদ সওদাগরের পত্নী।
৭ পাপীদের জন্য পরকালে
যা নির্ধারিত বলে অনেকের বিশ্বাস।
১১ চোখের তারা।
১২ নরকাসুর বধকারী শ্রীকৃষ্ণ।
১৩ কৃষি, চাষ।
১৪ বন্দুকধারী সিপাই।
১৬ লালপদ্ম।
১৮ গানবাজনা চিত্রাঙ্কন
কাব্য-নাটকাদি চারুকলা।
২০ নিরাকার।
২৩ তিক্ত বা কটুরস, কষযুক্ত স্বাদ।
২৬ সমগ্র পৃথিবীকে জয়।
২৭ প্রলাপ বকছে এমন।
২৯ বিশিষ্টতাবর্জিত।
৩১ অধীন নৃপতি।
৩২ বন্দি, অবরুদ্ধ।
৩৩ টীকাযুক্ত, ব্যাখ্যাযুক্ত।
৩৫ ধানের খড়। |