ব্যান্ডেলে ডাকাত দলের হামলায় জখম ২ ব্যবসায়ী |
নিজস্ব সংবাদদাতা • ব্যান্ডেল |
দোকান বন্ধের সময়ে দুষ্কৃতীদের ধারাল অস্ত্র ও বোমার ঘায়ে জখম হলেন দু’জন ব্যবসায়ী।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল স্টেশন রোড এলাকায়। ব্যবসায়ীরা রুখে দাঁড়ানোয় দুষ্কৃতীরা বোমা ছুড়তে ছুড়তে পালায়। হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তথাগত বসু বলেন, “ডাকাতির চেষ্টা হয়েছিল একটি দোকানে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ স্টেশন রোড এলাকায় একটি মুদির দোকানের মালিক ননীগোপাল ও মানিকলালা সাহা দুই ভাই দোকান বন্ধের তোড়জোড় করছিলেন। সে সময়ে কয়েক জন সশস্ত্র যুবক চড়াও হয়। ননীগোপালের উপরে ভোজালি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল।
মানিকবাবু চিৎকার শুনে বেরিয়ে আসেন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে ননীবাবুর বাঁ-হাতের দু’টি আঙ্গুল কেটে যায়। ভোজালির কোপ লাগে মানিকবাবুর বুকে। আশেপাশের লোকজন বেরিয়ে পড়লে ডাকাতেরা পালায়। বোমার টুকরো এসে লাগে ব্যবসারীদের গায়ে। |
জখম দুই ভাই। ছবি: তাপস ঘোষ। |
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ডাকাতির সময় ব্যান্ডেল ফাঁড়িতে ফোন করা হয়েছিল। ঘটনাস্থল খুব কাছে হলেও পুলিশ আসে ঘণ্টা দেড়েক বাদে। পুলিশ ব্যবসায়ীদের জানায়, গাড়ির চালক না থাকাতেই এই বিপত্তি। ননীবাবু বলেন, “দুষ্কৃতীরা পায়ে হেঁটেই এসেছিল। আমি বাইরে ছিলাম। আমার উপরে প্রথমে ওরা হামলা করে। দু’ভাইকে দোকানে আটকে রেখে ডাকাতির ছক কষেছিল ওরা। কিন্তু চিৎকারে অন্য ব্যবসায়ীরা চলে আসায় পারেনি।” ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রীতম চক্রবর্তী বলেন, “স্টেশন চত্বরে যে ভাবে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, তাতে ব্যবসারীরা আতঙ্কিত। পুলিশের কোনও ভূমিকা নেই। এই ভাবে চলতে থাকলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
|