এক বছর ধরে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতা সন্তানসম্ভবা |
পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডের পর কেটে গিয়েছে এক বছর। কিন্তু কলকাতা আছে কলকাতাতেই। কেননা ফের ধর্ষণের অভিযোগ উঠল এই শহরে। দক্ষিণ কলকাতার যাদবপুরের আজাদগড় এলাকায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে গত এক বছর ধরে ধর্ষণ করে এলাকারই এক ব্যক্তি। অভিযুক্তের নাম রঞ্জিত বণিক। নির্যাতিতা তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়লে ঘটনাটি সামনে আসে। ডাক্তারি পরীক্ষায় জানা যায় তিনি দু’মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগে তিনি জানিয়েছেন, গত এক বছর ধরে ওই ব্যাক্তি ভয় দেখিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তিকে কাল রাতেই গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। নির্যাতিতা ওই ছাত্রী এম আর বাঙুর হাসপাতালে চিকিত্সাধীন।
|
ট্রলি থেকে পড়ে রোগীর মৃত্যু |
গত কাল বাগুইআটি থেকে অজ্ঞাত পরিচয়ের এক রোগীকে অচৈতন্য অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ ক্ষণ অপেক্ষার পর কোনও চিকিত্সা তো মেলেনি, উল্টে স্বাস্থ্য কর্মীদের গাফিলতির ফলে ট্রলি থেকে পড়ে মৃত্যু হয় ওই রোগীর। গত রবিবারের পর ফের এক বার চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে। রোগীর প্রতিবেশীদের আরও অভিযোগ, এই ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা মাটিতেই পড়ে থাকে মরদেহ। আপাতত হাসপাতালের পুলিশ মর্গে ঠাঁই হয়েছে দেহটির। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
|
বারাসতের পর মধ্যমগ্রাম, আবার ইভটিজিং |
গত দু’বছর যাবত একের পর এক শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগে যে জায়গা বার বার খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম বারাসত। গত কাল রাতে ফের আরও এক বার তেমনই এক ঘটনায় বারাসতের মাহাত্ম্য প্রকাশ পেল। রাত সাড়ে এগারোটা নাগাদ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার সময় ফের ইভটিজিংয়ের শিকার হলেন তিন তরুণী ও এক মহিলা। ঘটনার প্রতিবাদ করায় প্রহৃত হয়েছেন মহিলার স্বামী এবং এক তরুণীর মা। আক্রান্তদের অভিযোগ়, রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ভ্যান রিকশা করে বাড়িতে ফেরার সময় বারাসত থানার অন্তর্গত মধ্যমগ্রাম স্টেশনের কাছে তিন মদ্যপ যুবক তাঁদের উদ্দেশে কটূক্তি ও অশালীন ইঙ্গিত করে। মহিলার স্বামী প্রতিবাদ করতেই তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। এক তরুণীর মাকে মারধর করা হয় বলে অভিযোগ। আজ বারাসত থানায় তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রণব পাল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জনের খোঁজ করা হচ্ছে। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হয়েছে। |