নলহাটিতে ভাল ফল হবে, দাবি বিজেপি-র |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
পুরসভায় প্রথম বারের জন্য একটি আসন ছিনিয়ে নেওয়ার পরে, নলহাটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে পাখির চোখ করছে বিজেপি। সোমবার নলহাটিতে দলীয় সভায় নিজের বক্তব্যে সেই বার্তায় তুলে ধরলেন বিজেপি-র রাজ্য নেতা শমীক ভট্টাচার্য। বিশেষ করে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে আশাব্যঞ্জক ফলের পরে, বিধানসভার উপ-নির্বাচনেও দলের ভাল ফল হবে বলেই দাবি করছেন তিনি। গত বার, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রায় ১২ হাজার ভোট পেয়েছিলেন।
এ দিন সকালেই শমীকবাবুর সঙ্গে রামপুরহাটের মহকুমাশাসকের প্রশাসনিক ভবনে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী অনিল সিংহ। পরে বিকালে নলহাটি রামমন্দির সংলগ্ন এলাকায় সভা করে বিজেপি। ওই সভায় প্রথম থেকেই কংগ্রেসকে একহাত নেন শমীকবাবু। এই নির্বাচনে কংগ্রেসকে ‘অপ্রাসঙ্গিক’ বলে দাবি করে তিনি বলেন, “দেশের যত সমস্যার জন্য কংগ্রেসই দায়ী। তা বুঝতে পেরে দেশের মানুষ এখন কংগ্রেসকে প্রত্যাখান করছেন।” |
|
|
মনোনয়নপত্র জমা দিচ্ছেন বাম ও বিজেপি প্রার্থী। —নিজস্ব চিত্র। |
|
রাজ্য সরকারকেও সমালোচনা করতে ছাড়েননি শমীকবাবু। রাজ্যের জমিনীতি, শিল্পনীতিতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমালোচনা করার পাশাপাশি তাঁর অভিযোগ, ৯৯ শতাংশ সংখ্যালঘুরই উন্নয়ন করা হয়েছে বলে দাবি করলেও, তৃণমূল সরকার বিশেষ করে তাঁদের সঙ্গেই প্রতারণা করছে। তিনি বলেন, “গত নির্বাচনে মানুষ সিপিএমের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। তার কী পরিণতি হয়েছে? মানুষকে তা নতুন করে বোঝাতে হবে না।” এর পরেই শমীকবাবুর সংযোজন, “ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গার স্কুলভোটে তৃণমূল পরাজিত হয়েছে। সাধারণ মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। তৃণমূল তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।” এ দিনের সভায় প্রার্থী অনিল সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্য নেতৃত্বেরাও।
এ দিনই নলহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী দিল এ আই ইউ ডি এফ। প্রার্থী হয়েছেন নলহাটির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ নুরুল হক এবং মনোনয়ন জমা দেন বামপ্রার্থী, ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়। |