নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
প্রায় এক মাস কেটেছে। এখনও বাড়ির ছেলের খুনের কিনারা না হওয়ায় পুরুলিয়ার পুলিশ সুপারের দ্বারস্থ হল এক পরিবার। মানবাজার থানায় পুলিশের পরিত্যক্ত আবাসনে গত ৮ জানুয়ারি পরেশনাথ দে নামে এক যুবকের থেঁতলানো দেহ মেলে। মানবাজার পোদ্দারপাড়ার বাসিন্দা বছর তিরিশের ওই যুবকের খুনের কিনারা করতে ওই দিন তদন্তকারী কুকুরও আনা হয়েছিল। পুলিশের দাবি ছিল, ঘটনাস্থলে কয়েকশো বাসিন্দার আনাগোনার ফলে খুনিদের ধরার কাজ জটিল হয়ে যায়। নিহতের বাবা, ব্যবসায়ী গুরুপদ দে বলেন, “প্রায় এক মাস হয়ে গেল, ছেলের খুনের কোনও কিনারা না হওয়ায় বাড়ির সব সদস্যকে নিয়ে সোমবার পুলিশ সুপারের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।” পুলিশ সুপার সি সুধাকর বলেন, “আমি ওই পরিবারকে পুলিশের উপরে আস্থা রাখতে বলেছি। তদন্ত প্রায় শেষ হয়ে এসেছে।”
|
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
স্ত্রীকে অসম্মানের হাত থেকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বলরামপুর থানার গেড়ুঁয়া গ্রামে। আহত ওই ব্যক্তি পুরুলিয়া সদর হাসপাতালে চিকিতসাধীন। তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে গ্রামেরই বাসিন্দা শেখ মুজিবুল। তাঁর স্ত্রী ঘরের বাইরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়েছিলেন। স্ত্রীর চিৎকার শুনে তাঁকে বাঁচাতে গেলে মুজিবল স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পুলিশ তদন্ত শুরু হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
একশো দিন প্রকল্পের কাজ ঘিরে সিপিএম-তৃণমূল সমর্থকদের মধ্যে বিবাদের জেরে উত্তেজনা ছড়াল রঘুনাথপুর ২ ব্লকের মৌতোড় মঙ্গলদা গ্রাম পঞ্চায়েতের ধানাড়া গ্রামে। তৃণমূলের অভিযোগ পঞ্চায়েতে আলোচনা চলাকালীন সিপিএমের লোকেরা তাদের উপরে চড়াও হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়ন মূলক ব্যাহত করার জন্য পরিকল্পিত ভাবে তৃণমূল তাদের উপর চড়াও হয়েছে বলে পাল্টা অভিযোগ সিপিএমের। পুলিশ জানায়, উভয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
|
সোমবার বিকেলে দুর্ঘটনায় মৃত্যু হল সাগর সিং সর্দার (২০) নামে এক কলেজ ছাত্রের। হুড়া থানা এলাকায় তাঁর বাড়ি। |