পঞ্চায়েতে তালা দিল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বিপিএল তালিকায় নাম আছে। রয়েছে স্বাস্থ্য বিমা যোজনার কার্ডও। তা পরেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে স্বাস্থ্য বিমা যোজনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে--এই অভিযোগে প্রধান-সহ পঞ্চায়েত কর্মীদের দীর্ঘ ক্ষণ তালা বন্ধ করে রাখলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। সোমবার ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বরের তৃণমূল-বিজেপি জোট পরিচালিত দক্ষিণগ্রাম পঞ্চায়েতে। প্রধান অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন।
পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পঞ্চায়েতে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার কার্ড পুনর্নবীকরণ করা হয়। তৃণমূলের দক্ষিণগ্রাম অঞ্চল কমিটির সদস্য কালীসাধন মুখোপাধ্যায়ের অভিযোগ, “বিপিএল তালিকায় নাম রয়েছে, রয়েছে স্বাস্থ্য বিমা যোজনার কার্ডও। অথচ এলাকার বেশ কিছু দুঃস্থ পরিবারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে একই নামের দলীয় সদস্যদের ওই সুযোগ পাইয়ে দিয়েছেন প্রধান। তাঁর দৃষ্টি আকর্ষণ করা সত্বেও কোনও লাভ হয়নি।” ওই অভিযোগে এ দিন বেলা ১১টা থেকে পঞ্চায়েতের ঘরে প্রধান-সহ অন্য কর্মীদের তালা বন্দি করে রাখেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিকেল ৫টা নাগাদ পুলিশি হস্তক্ষেপে তালা খুলে কর্মীদের উদ্ধার করা হয়। পঞ্চায়েত প্রধান, বিজেপির অপর্ণা ধীবর অবশ্য বলেন, “কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হয়নি। ব্লক অফিস থেকে যাঁদের নামের তালিকা পাঠানো হয়েছিল, তাঁদেরই পুনর্নবীকরণ ও নতুন কাডের ছবি তোলার সুযোগ করে দেওয়া হয়েছে।” তাঁর পাল্টা দাবি, “পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে বরং মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব।” |