নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
চুরির পরে। —নিজস্ব চিত্র। |
ফের চুরির ঘটনা ঘটল বোলপুরে। এ বার চুরি হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ির পিছনে। শনিবার ১৭ নম্বর ওয়ার্ডে চুরি হয়েছিল। রবিবার রাতে ১৬ নম্বর ওয়ার্ডের নায়েক পাড়ায় দরজা ভেঙে চুরি হয়। এ দিকে, পর পর দু’দিন পুরসভা এলাকায় চুরির ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। জেলা পুলিশের একাংশের দাবি, মাদকাসক্তরা এই চুরির পিছনে রয়েছে। কারণ, নেশার জন্য টাকা না পেয়ে তারা চুরি-ছিনতাই করছে। সোমবারই বিশ্বভারতীর বিদ্যাভবন বয়েজ হস্টেলে চুরির উদ্দেশ্যে ঢোকার অভিযোগে এক জনকে ধরে পুলিশের হাতে তুলে দিল পড়ুয়ারা।
|
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ছেলেমেয়েদের পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে হবে। এই দাবিতে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। সোমবার বিক্ষোভের জেরে প্রথমে শিক্ষিকারা স্কুলে ঢুকতে পারেননি। পরে পুরপ্রধানের হস্তক্ষেপে স্কুলে ঢুকতে পারেন তাঁরা। নলহাটি গার্লস হাইস্কুলের ঘটনা। প্রধান শিক্ষিকা শুভ্রা দাস বলেন, “ইতিমধ্যে ২৩০ জন ভর্তি হয়েছে। এত ছাত্রীর জন্য কতগুলি বিভাগ করা যায়। নলহাটিতে আরও বালিকা বিদ্যালয় আছে।”
|
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রাজ্যের অন্যান্য জায়গার মতো বোলপুরে চালু হচ্ছে অতিরিক্ত জেলা জজ কোর্ট। সম্প্রতি মহাকরণ থেকে জেলায় এই নির্দেশ এসেছে। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপনকুমার দে বলেন, “২৪টি মহকুমার মধ্যে বোলপুর মহকুমাতেও অতিরিক্ত জেলা জজ কোর্ট হচ্ছে। আইনজীবীদের দীর্ঘদিনের দাবি পূর্ণ হল। ১ এপ্রিল থেকে এই আদালত চালু হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
চাকা খুলে বাস উল্টে জখম হলেন ৩৫ জন যাত্রী। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম-মুর্শিদাবাদ লাগোয়া ময়ূরেশ্বরের মোড় সংলগ্ন এলাকায়, সিউড়ি-বহরমপুর সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বাসটি সিউড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। |