l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• ৩১ মে ভারত বনধের ডাক
• কান উত্সবে প্রদর্শিত উদয় শঙ্করের ‘কল্পনা’
• প্রয়াত সুনীল মুখোপাধ্যায়
বিস্তারিত...
অস্ত্র-সহ ৭ ‘মাওবাদী’র আত্মসমর্পণ ঝাড়গ্রামে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে সিআরপি-র দফতরে এসে বুধবার রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের কাছে অস্ত্র-সহ আত্মসমর্পণ করলেন ৭ ‘সন্দেহভাজন মাওবাদী’। ঝাড়গ্রাম শহরের কদমকাননে সিআরপি-র ১৮৪ নম্বর ব্যাটালিয়নের সদর দফতরে এ দিন যাঁরা আত্মসমর্পণ করলেন তাঁরা জাগরী বাস্কে, রাজারাম সোরেন বা সুচিত্রা মাহাতোর মতো মাওবাদীদের ‘প্রথম সারি’র কেউ নন। পুলিশ-সিআরপি’র দাবি অনুযায়ী, এক জন শিলদায় ইএফআর ক্যাম্পে হামলায় অভিযুক্ত, বাকি ৬ জনই ‘মাওবাদী স্কোয়াড সদস্য’। পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী, ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা অবশ্য এই আত্মসমর্পণকে ‘সরকারের সাফল্য’ বলেই দাবি করেছেন। রাজ্যে এক বছরের শাসন-পর্বে ‘জঙ্গলমহলে শান্তি ফেরানো’ তাঁদের অন্যতম ‘সাফল্য’ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব। এ ক্ষেত্রে ‘সরকারি আহ্বানে সাড়া দিয়ে’ জাগরী-রাজারাম-সুচিত্রার মতো মাওবাদী নেতা-নেত্রীর আত্মসমর্পণের প্রসঙ্গেরও উল্লেখ করা হয়।
বিস্তারিত...
•
গায়ক, সুরকার, সঙ্গীত শিল্পী পঙ্কজকুমার মল্লিকের ১০৭তম জন্মদিন উপলক্ষে
অতীতের তাঁরা
।
• তাঁর ভালবাসার শহর নিয়ে
তারাদের চোখে
কলম ধরলেন দেবশঙ্কর হালদার।
•
ন্যাশনাল থিয়েটারের বাড়ির ইতিহাস নিয়ে এবার
আনাচে-কানাচে
।
• চির নবীনা কলকাতা নিয়ে পাঠকের কলমে
আমার শহর
।
ভ্যাবলা স্টেশনে ধৃত ‘নিখোঁজ’ ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
বান্ধবীর ব্যাঙ্কঋণ শোধ করার জন্য কোম্পানির টাকা আত্মসাত ও অপহরণের নাটক সাজিয়েও শেষ রক্ষা হল না। বুধবার দুপুরে বসিরহাটের ভ্যাবলা স্টেশন থেকে ট্রেনে উঠে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে গেলেন মিনাখাঁর ঘোনারবন গ্রামের ‘নিখোঁজ’ ব্যবসায়ী মণ্টু বিশ্বাস। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে মোবাইল সংস্থার টাকাও। মণ্টুর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক এক মহিলা-সহ তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বলেন, “মণ্টুকে জেরা করে জানা গিয়েছে, বান্ধবীর ব্যাঙ্কঋণ শোধের জন্য সে কোম্পানির টাকা আত্মসাত করেছিল। তাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়ে আরও ২ লক্ষ টাকা হাতানোর মতলবে ছিল। বুধবার রাতে তাকে ভ্যাবলা স্টেশন গ্রেফতার করা হয়। বকচোরা গ্রামে একটি বালির স্তূপ থেকে মোবাইল সংস্কার ৮৫ হাজার টাকাও উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতায় একটি মোবাইল সংস্থায় কাজ করত মণ্টু।
বিস্তারিত...
সিঙ্গুর নিয়ে ঘেরাও হতে
পারেন মমতা, ‘আশঙ্কা’ গৌতমের
নিজস্ব সংবাদদাতা • হালিশহর
সিঙ্গুরে অনিচ্ছুক চাষিদের জমি ফেরতের প্রতিশ্রুতি পূরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন বলে সমালোচনা করলেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেব। যে কারণে, ভবিষ্যতে সিঙ্গুরের মানুষ যদি মুখ্যমন্ত্রীকে ‘ঘেরাও করেন’, তবে সিপিএমের তা ‘ভাল না লাগলেও’ তাদের কিছু করারও থাকবে না বলে মন্তব্য করেন তিনি। বুধবার হালিশহরে দলীয় একটি সভায় হাজির ছিলেন গৌতমবাবু। সরকারের সমালোচনা করলেও তার সুর এখনই ‘উঁচু’ করতে চান না তিনি। গৌতমবাবুর কথায়, “নতুন সরকার মাত্র এক বছর হল ক্ষমতায় এসেছে। এখনই তাদের কড়া সমালোচনা করা ঠিক হবে না।” বামেদের ৩৪ বছরের কার্যকালের তুলনায় নতুন সরকারের কাজের সময়সীমা যে খুবই নগন্য, তা ‘ভোলেননি’ পোড় খাওয়া এই সিপিএম নেতা। সিঙ্গুর প্রসঙ্গে তাঁর বক্তব্য, “অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দিতে পারছে না সরকার। বাস্তবে তা সম্ভবও নয়।”
বিস্তারিত...
জলকষ্টে জেরবার
• জলকষ্টে জেরবার হিঙ্গলগঞ্জ
•
সেচের জলের অভাবে বিঘার পর বিঘার পাট, সব্জির বাগান নষ্ট
ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত মেয়ে
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
ভাঙা রাস্তায় পড়ে যেতে পারে দু’বছরের মেয়ে। তাকে রেললাইনে দাঁড় করিয়ে রেখে অরক্ষিত লেভেলক্রসিংয়ে মোটরবাইক পার করছিলেন বাবা। কাটোয়া-হাওড়া লোকাল তাকে উড়িয়ে নিয়ে গেল। বুধবার সকালে কাটোয়া শহরের কাছেই বেড়া ঘোষপাড়ার লেভেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে যায়। মেয়ের নাম দেবাঞ্জনা চক্রবর্তী (২)। বাড়ি শহরেরই ঘোষহাট চাঁপাপুকুর পাড়ায়। ট্রেনের ধাক্কায় বহু দূরে ছিটকে গিয়েছিল তার দলা পাকানো দেহ। সেখান থেকে দেহটি তুলে বাইকে চাপিয়ে প্রথমে পাঁচঘরা মোড়, সেখান থেকে রিকশায় কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান তার বাবা আদিত্য চক্রবর্তী। কাটোয়া রেল পুলিশের ওসি তুষার সর্দার বলেন, “কাটোয়া স্টেশন থেকে আমাদের নিয়মমাফিক বিষয়টি জানানো হয়নি। তবে ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিত্যবাবু স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি ও তাঁর স্ত্রী মুনমুনের একমাত্র সন্তান দেবাঞ্জনা। রোজ সকালে মোটরবাইকে মেয়েকে নিয়ে ঘুরতে বেরোতেন আদিত্য।
বিস্তারিত...
ঢাকিদের ইন্টারভিউ সদরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
নতুন সরকারের সাফল্যের খতিয়ান ও বিভিন্ন প্রকল্পের খুঁটিনাটি ঢাক পিটিয়ে মানুষকে জানাতে প্রতি ব্লকে চুক্তির ভিত্তিতে এক জন করে ঢাকি নিয়োগের সিদ্ধান্ত আগেই হয়েছিল। পশ্চিম মেদিনীপুরেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার মেদিনীপুর সদর ব্লকে ঢাকিদের ইন্টারভিউ হয়। এই ব্লকে ৪৪ জন আবেদন করেছিলেন। এঁদের প্রত্যেককেই চিঠি পাঠানো হয়েছিল। তবে এ দিন ২১ জন উপস্থিত ছিলেন। ২১ জনেরই ইন্টারভিউ নেওয়া হয়। মেদিনীপুরের (সদর) বিডিও অয়ন নাথ বলেন, “এঁদের মধ্যে থেকে এক জনকে শীঘ্রই ৩ মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।” জানা গিয়েছে, এ দিন যাঁরা ইন্টারভিউ দিয়েছেন, তাঁদের মধ্যে থেকে ৩ জনের একটি প্যানেল তৈরি করে জেলায় পাঠানো হয়েছে। জেলা স্তরেই ঢাকি নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া হবে। ইন্টারভিউয়ের সময় ঢাকও বাজাতে হয়েছে। কে কেমন ঢাক বাজাচ্ছেন, তা দেখতে হাজির ছিলেন একজন ‘বিশেষজ্ঞ’।
বিস্তারিত...
দেহ মিলল বাপির, ধৃত দুই অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
বহরমপুর সদর হাসপাতালের সামনে থেকে সোমবার রাতে নিখোঁজ হয়ে যাওয়া কংগ্রেস কর্মী বাপি ঘোষের দেহ মিলল। বুধবার মুর্শিদাবাদের রেজিনগরের কাছে তারানগর গ্রামের ঘাটে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। তবে, ওই কংগ্রেস কর্মীর দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই খুনের কিনারাও হয়ে গিয়েছে বলে দাবি করে পুলিশ। এ দিন সকালে তার দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই ওই খুনে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে তারা। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীরের দাবি, জেরায় ধৃতেরা স্বীকার করেছে, সোমবার রাতে বহরমপুর সদর হাসপাতাল লাগোয়া এলাকায় খুন করা হয় বছর পঁয়তাল্লিশের বাপিকে। তারপর একটি রিকশায় দেহটি তুলে নতুনবাজার এলাকায় দশমুণ্ড কালীবাড়ির ঘাটে ভাগীরথীতে তা ভাসিয়ে দেওয়া হয়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
চড়া গরমে নাকাল দুই জেলা
ধূপগুড়িতে জোট-সঙ্গীর সমালোচনায় গৌতম-শুভেন্দু
দক্ষিণবঙ্গ
বিক্ষোভ গোসাবা,
পাথরপ্রতিমায়
সরকারি চেক ‘বাউন্স’ নিয়ে চাপানউতোর আমতায়
বর্ধমান
হামলার অভিযোগে
সিপিএম নেতা ধৃত
পুলিশের আশ্বাসে বাস ধর্মঘট তোলার সিদ্ধান্ত কর্মীদের
পুরুলিয়া
ফের জবকার্ড
আটকে রাখার নালিশ
ট্রাকের যন্ত্রাংশ ভেঙে
অবরুদ্ধ জাতীয় সড়ক
মুর্শিদাবাদ
ব্লক সভাপতি বদল,
কোন্দল তৃণমূলে
মেদিনীপুর
বধূ-মৃত্যুর তদন্তে
নিষ্ক্রিয়তার নালিশ
‘অতিরঞ্জিত রিপোর্টে’
বিভ্রান্তি, ক্ষোভ বিমানের
কলকাতা
৩৭.১/২৯.৫
আজকের দিনে
•
কমনওয়েলথ ডে।
• ২০১০:
৭২ বছর বয়সে শ্বাস জনিত রোগে জীবনাবসান অভিনেতা তপেন চট্টোপাধ্যায়ের। সত্যজিত্ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবিতে তাঁর অভিনয় অবিস্মরণীয়।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.