|
|
|
|
ঢাকিদের ইন্টারভিউ সদরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নতুন সরকারের সাফল্যের খতিয়ান ও বিভিন্ন প্রকল্পের খুঁটিনাটি ঢাক পিটিয়ে মানুষকে জানাতে প্রতি ব্লকে চুক্তির ভিত্তিতে এক জন করে ঢাকি নিয়োগের সিদ্ধান্ত আগেই হয়েছিল। পশ্চিম মেদিনীপুরেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার মেদিনীপুর সদর ব্লকে ঢাকিদের ইন্টারভিউ হয়। এই ব্লকে ৪৪ জন আবেদন করেছিলেন। এঁদের প্রত্যেককেই চিঠি পাঠানো হয়েছিল। তবে এ দিন ২১ জন উপস্থিত ছিলেন। ২১ জনেরই ইন্টারভিউ নেওয়া হয়। মেদিনীপুরের (সদর) বিডিও অয়ন নাথ বলেন, “এঁদের মধ্যে থেকে এক জনকে শীঘ্রই ৩ মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।” জানা গিয়েছে, এ দিন যাঁরা ইন্টারভিউ দিয়েছেন, তাঁদের মধ্যে থেকে ৩ জনের একটি প্যানেল তৈরি করে জেলায় পাঠানো হয়েছে। জেলা স্তরেই ঢাকি নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া হবে। ইন্টারভিউয়ের সময় ঢাকও বাজাতে হয়েছে। কে কেমন ঢাক বাজাচ্ছেন, তা দেখতে হাজির ছিলেন একজন ‘বিশেষজ্ঞ’। |
|
ছবি: রামপ্রসাদ সাউ। |
রাজ্যের ৩৪১টি ব্লকেই এক জন করে ঢাকি নিয়োগ করবে রাজ্য সরকার। মাস দুয়েক আগে সরকারের তরফে জন্য জেলায় জেলায় এক নির্দেশিকা পাঠানো হয়। তাতে বলা হয়, প্রতি ব্লকে এক জন করে ঢাকির নাম চূড়ান্ত করতে হবে, যাঁরা সরকারি প্রচার কর্মসূচিতে যোগ দেবেন। সেই মতো পশ্চিম মেদিনীপুরেও ঢাকি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, চুক্তির ভিত্তিতে যাঁদের নিয়োগ করা হবে, তাঁরা নিজেদের ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করবেন। প্রচার চলবে মূলত হাট-বাজার, বসতি এলাকায়। সরকারের বিভিন্ন সাফল্যে’র কথা তুলে ধরা হবে, চলবে প্রকল্প ভিত্তিক গুরুত্বপূর্ণ ঘোষণাও।
আপাতত ব্লক স্তরে ঢাকির খোঁজ চললেও পরে ৫৯ টি পুরসভা এলাকাও এ ভাবে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের জেলা আধিকারিক শান্তনু দাস বলেন, “নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে।” |
|
|
|
|
|