টুকরো খবর
খারাপ গম না দেওয়ার নির্দেশ
নষ্ট হয়ে যাওয়া গম যাতে বণ্টন করা না-হয়, সেই নির্দেশ দিলেন পশ্চিম মেদিনীপুরের খাদ্য নিয়ামক পার্থপ্রতিম রায়। এফসিআই কর্তৃপক্ষকে তিনি জানিয়ে দিয়েছেন, যাতে ডিস্ট্রিবিউটরেরা খাদ্যশস্য নিতে যাওয়ার সময় তাঁদের ওই খারাপ গম না দেওয়া হয়। সেই সঙ্গে খাদ্য নিয়ামক বিষয়টি ঊধ্বর্র্তন কর্তৃপক্ষকেও জানিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে এফসিআই কর্তৃপক্ষের উপর এ বিষয়ে চাপ সৃষ্টি করা হয়, খারাপ গম চিহ্নিত করার পরেও সেই গম দেওয়া হলে যাতে ব্যবস্থা নেওয়া হয় --সেই দাবিও জানানো হয়েছে। জেলা খাদ্য নিয়ামক বলেন, “খারাপ গম বণ্টন করা হবে না। এফসিআই যাতে সেই গম না দেয়, সে জন্যও উপযুক্ত জায়গায় জানিয়েছি।” দীর্ঘ প্রায় ৫ বছর ধরে আদ্রার গুদামে পড়ে থাকা গম এ বার মেদিনীপুরের গুদামে পাঠিয়েছে এফসিআই। যে গুদাম থেকে খাদ্যশস্য সংগ্রহ করেন রেশন ডিস্ট্রিবিউটরেরা। তার পর ডিলারের মাধ্যমে তা সাধারণ গরিব মানুষকে দেওয়া হয়। কিছু গম বণ্টনের পরেই অভিযোগ আসে যে রেশনে বণ্টন করা গম পচা। শুরু হয় তদন্ত। দু’দফায় তদন্ত করে গমের লট নম্বর ধরে জানিয়ে দেওয়া হয়, ওই গম যাতে না দেওয়া হয়। অভিযোগ, তার পরেও সেই পচা গম দিয়েছে এফসিআই। এমনকী ডিস্ট্রিবিউটরেরা তা নিতে অস্বীকার করলে দু’পক্ষের মধ্যে বচসাও হয়। ডিস্ট্রিবিউটরেরা বিষয়টি খাদ্য-নিয়ামককে জানান। তার পর ফের তদন্ত হয়। পাশাপাশি, ফের যাতে এফসিআই এই ধরনের ঘটনা না ঘটায় সে জন্যও ঊধ্বর্র্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

নকল মুদ্রা-সহ গ্রেফতার দু’জন
প্রাচীন মুদ্রার নকল-সহ ২ জনকে গ্রেফতার করল চন্দ্রকোনা থানার পুলিশ। মঙ্গলবার রাতে শ্রীনগরের একটি মাঠ থেকে হুগলির আরামবাগের বাসিন্দা দিলীপ গুছাইত ও গোপাল মাঝিকে ধরে পুলিশ। উদ্ধার হয় ১৮টি মুদ্রা ও একটি মোটরবাইক। পুলিশের দাবি, মুদ্রাগুলির মধ্যে একটি সোনার। ধৃতদের বুধবার ঘাটালের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেন। ধৃতদের থেকে পুলিশ জানতে পেরেছে, তাদের কাছে আসল-নকল দু’ধরনের মুদ্রাই রয়েছে। নকল মুদ্রা দেখিয়ে সোনার বলে বেশি দামে বিক্রি করে এরা। মঙ্গলবার বাঁকুড়া ও গোঘাট থেকে বেশ কয়েক জন খদ্দের আসার কথা ছিল। ধৃতদের কাছ থেকে চক্রের একাধিক সদস্যের নাম জানা গিয়েছে। তাদের ধরতে তল্লাশিও শুরু হয়েছে।

বালির গাড়ি আটক
বেআইনি ভাবে বালি তোলার অভিযোগে ৩টি ট্রাক্টর ও ১টি জেসিপি আটক করল ভূমি ও ভূমি সংস্কার দফতর। মঙ্গলবার খড়্গপুর লোকাল থানার কেশপালের কাছে কাঁসাই থেকে বেআইনি ভাবে বালি তোলার খবর আসে ভূমি দফতরে। পুলিশ ও দফতরের আধিকারিকেরা গিয়ে দেখেন, জেসিপি দিয়ে বালি তুলে ট্রাক্টরে বোঝাই করা হচ্ছে। অনুমতিপত্র ছাড়াই চলছিল এই কাজ। এরপরই গাড়িগুলি আটক করা হয়। বেআইনি বালি তোলা বন্ধে এলাকায় নিয়মিত তল্লাশি চালানো হবে বলে প্রশাসন জানিয়েছে। গত সপ্তাহেও ২টি জেসিপি ও ৭টি ডাম্পার আটক করা হয়। সফিয়াবাদ থেকে বেআইনি ভাবে মাটি তুলছিল দু’টি সংস্থা। ওই দুই সংস্থাকে ৭ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত বলেন, “প্রথমবার ধরা পড়ায় সরকারি নিয়ম মেনে শুধু জরিমানা করা হয়েছে। ফের এই কাজ করলে জরিমানা ছাড়াও সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে।”

শিক্ষকদের দাবি
মাস পয়লায় বেতন-সহ ৪ দফা দাবিতে বুধবার জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল স্যাগেশাস টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (স্কুল)। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মধুসূদন গাঁতাইত। সংগঠনের বক্তব্য, জেলার একাংশ শিক্ষক মাস পয়লায় বেতন পাচ্ছেন না। চলতি মাসে যেমন খড়্গপুর মহকুমায় শিক্ষক-শিক্ষিকাদের বেতন পেতে দেরি হয়েছে। অভিযোগ, খড়্গপুরের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে কর্মীরা কাজে গড়িমসি করেন। তার জন্যই মাসের ১ তারিখ বেতন মেলে না। জেলা শিক্ষা দফতর অভিযোগ মানেনি।

শিক্ষক বিক্ষোভ
প্রশিক্ষণের যাবতীয় দায় সরকারকে নিতে হবে-সহ কয়েক দফা দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ দেখায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মুর ঘরের সামনে বেশ কিছুক্ষণ অবস্থান চলে। পরে চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক দীপঙ্কর মাইতি বলেন, “কয়েকটি নির্দিষ্ট দাবিতেই এই কর্মসূচি।”

খড়্গপুরে তল্লাশি
গত তিন দিন ধরে খড়্গপুর, নারায়ণগড়, বেলদার নানা এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। একটি বহুজাতিক সংস্থার নামে এই সব সরঞ্জাম প্যাকেট-বন্দি করা হচ্ছিল। প্যাকেটে ওই সংস্থার নাম লেখা থাকলেও ভেতরে যে সরঞ্জাম রয়েছে, তা স্থানীয় কারখানায় তৈরি। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে তেল, মধু প্রভৃতি। পুলিশ জানায়, এই অবৈধ কারবারে জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে এই তল্লাশি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.