পুরভোটে নজরবন্দি পাঁশকুড়া

ওয়ার্ড ১ সুরানানকার, বাহারগ্রামের উত্তর অংশ, কনকপুরের পূর্ব অংশ নিয়ে ওয়ার্ড। বুথ ৩টি। এ বার মোট ভোটার ২৪৬০।
রাস্তা কেমন বাহারগ্রাম, সুরানানকারে ঢালাই রাস্তা হয়েছে শুধু। তা-ও সম্প্রতি। কাপুড়িয়া পাড়ার রাস্তা বেহাল।
জলের হাল তিনটি সাব-মার্সিবল পাম্প আর কিছু ট্যাপকল আছে। অধিকাংশই নলকূপ।
পথবাতি মূল রাস্তার কিছু অংশে পথবাতি বসেছে। অধিকাংশ এলাকাই অন্ধকারে থাকে।
নিকাশি নিকাশি ব্যবস্থা বলে তেমন কিছু নেই। অধিকাংশ নর্দমা কাঁচা।
সাফাই জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। যে-যেখানে ইচ্ছা আবর্জনা ফেলে।
বিশেষ চাহিদা পাকা নর্দমা ও পানীয় জলের সরবরাহই মূল চাহিদা।
নাগরিকের চোখে জলের সমস্যা কিছুটা মিটেছে। গত ৫ বছরে খুব অল্পই কাজ হয়েছে।
অরুণ পাঠক, নাট্যকর্মী।
কাউন্সিলর বলেন বোর্ডের বঞ্চনা সত্ত্বেও রাস্তা পাকা করেছি, পাম্প বসিয়েছি, কালভার্ট বানিয়েছি।
শান্তি দাস, সিপিএম।
বিরোধী মত কাপুড়িয়া পাড়ায় বস্তির উন্নতি হয়নি। যা কাজ হয়েছে, তাতে কাউন্সিলরের ভূমিকা নেই।
নবকুমার ভট্টাচার্য, তৃণমূল।


১ নম্বর ওয়ার্ডে বস্তির কোনও উন্নয়ন হয়নি।

ওয়ার্ড ২ কনকপুর উত্তর, পশ্চিম ও মধ্য পল্লি নিয়ে এই ওয়ার্ড। বুথ ৩টি। এ বার ভোটার ২২৪৬। মহিলা সংরক্ষিত আসন।
রাস্তা কেমন কনকপুর উত্তরপল্লির মূল রাস্তা ঢালাইয়ের। বাকি অধিকাংশ রাস্তাই মোরাম বা ইটের।
জলের হাল পানীয় জলের জন্য ৬টি সাব-মার্সিবল পাম্প আছে। ট্যাপকলের সংখ্যা চাহিদার তুলনায় কম।
পথবাতি মূল রাস্তার কিছু অংশে পথবাতি আছে। পুরসভার রাস্তায় খুব কমই পথবাতি আছে।
নিকাশি নর্দমাগুলি সব কাঁচা। বেহাল নিকাশি। বর্ষায় কিছু এলাকায় রাস্তা ডুবে যায়।
সাফাই জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। যত্রতত্র আবর্জনার স্তূপ পড়ে থাকে।
বিশেষ চাহিদা পানীয় জলের ট্যাপকল ও পাকা নর্দমা তৈরি
নাগরিকের চোখে নাগরিকের চোখে: রাস্তা, নিকাশি, জলপরিষেবার সব দিকেই আমাদের ওয়ার্ড পিছিয়ে।
মোজাম্মেল খান, ব্যবসায়ী।
কাউন্সিলর বলেন বহু কাজের প্রস্তাব দিয়েছিলাম। তৃণমূলের পুরবোর্ড গুরুত্ব দেয়নি।
মালেকা খাতুন, সিপিএম।
বিরোধী মত এলাকার উন্নয়নে কাউন্সিলরের ভূমিকা ছিল না বললেই চলে।
জব্বর আলি খান, তৃণমূল।


২ নম্বর ওয়ার্ডে ইটের রাস্তার পাশে আবর্জনা পড়ে।

ওয়ার্ড ৩ নারান্দার উত্তর অংশ, দক্ষিণ গোপালপুরের পশ্চিম অংশ ও কনকাপুরের একাংশ। দু’টি বুথ। ভোটার ১৮৪৭। মহিলা সংরক্ষিত আসন।
রাস্তা কেমন ওয়ার্ডের তিনটি রাস্তা ঢালাইয়ের। বাকি সমস্ত রাস্তা ইট-মোরামের।
জলের হাল ৫টি সাব-মার্সিবল পাম্প থেকে পাইপলাইনে জল সরবরাহ হয়। ট্যাপকল চাহিদার তুলনায় কম।
পথবাতি মুম্বই রোড বরাবর মূল রাস্তায় পথবাতি রয়েছে। বাকি রাস্তায় পথবাতি নেই।
নিকাশি নিকাশি নালা অধিকাংশই কাঁচা। পাকা করার কাজ হয়নি বললেই চলে।
সাফাই জঞ্জাল সাফাইয়ের কোনও বন্দোবস্ত নেই। যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে।
বিশেষ চাহিদা পাকা রাস্তা, পাকা নর্দমা ও পথবাতির দাবি এলাকাবাসীর
নাগরিকের চোখে নাগরিকের চোখে: কাজ হয়নি বললেই চলে। কাউন্সিলর উদ্যোগী ছিলেন না।
অমলকৃষ্ণ বেরা, শিক্ষক।
কাউন্সিলর বলেন অনেক কাজ হয়েছে। পুরবোর্ডের মিটিং নিয়মিত না হওয়ায় সমস্যা হয়েছে।
প্রশান্ত দাস, সিপিআই।
বিরোধী মত উন্নয়নে ব্যর্থ কাউন্সিলর। যেটুকু কাজ হয়েছে, তাতেও পক্ষপাতিত্ব হয়েছে।
শেফালি বেরা, তৃণমূল।


৩ নম্বর ওয়ার্ডে চলাচলেরও অযোগ্য রাস্তা।

ছবি: পার্থপ্রতিম দাস।
তথ্য: আনন্দ মণ্ডল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.