পুরভোটে নজরবন্দি পাঁশকুড়া
|
ওয়ার্ড ১ |
সুরানানকার, বাহারগ্রামের উত্তর অংশ, কনকপুরের পূর্ব অংশ নিয়ে ওয়ার্ড। বুথ ৩টি। এ বার মোট ভোটার ২৪৬০। |
রাস্তা কেমন |
বাহারগ্রাম, সুরানানকারে ঢালাই রাস্তা হয়েছে শুধু। তা-ও সম্প্রতি। কাপুড়িয়া পাড়ার রাস্তা বেহাল। |
জলের হাল |
তিনটি সাব-মার্সিবল পাম্প আর কিছু ট্যাপকল আছে। অধিকাংশই নলকূপ। |
পথবাতি |
মূল রাস্তার কিছু অংশে পথবাতি বসেছে। অধিকাংশ এলাকাই অন্ধকারে থাকে। |
নিকাশি |
নিকাশি ব্যবস্থা বলে তেমন কিছু নেই। অধিকাংশ নর্দমা কাঁচা। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। যে-যেখানে ইচ্ছা আবর্জনা ফেলে। |
বিশেষ চাহিদা |
পাকা নর্দমা ও পানীয় জলের সরবরাহই মূল চাহিদা। |
নাগরিকের চোখে |
জলের সমস্যা কিছুটা মিটেছে। গত ৫ বছরে খুব অল্পই কাজ হয়েছে।
অরুণ পাঠক, নাট্যকর্মী। |
কাউন্সিলর বলেন |
বোর্ডের বঞ্চনা সত্ত্বেও রাস্তা পাকা করেছি, পাম্প বসিয়েছি, কালভার্ট বানিয়েছি।
শান্তি দাস, সিপিএম। |
বিরোধী মত |
কাপুড়িয়া পাড়ায় বস্তির উন্নতি হয়নি। যা কাজ হয়েছে, তাতে কাউন্সিলরের ভূমিকা নেই।
নবকুমার ভট্টাচার্য, তৃণমূল। |
|
ওয়ার্ড ২ |
কনকপুর উত্তর, পশ্চিম ও মধ্য পল্লি নিয়ে এই ওয়ার্ড। বুথ ৩টি। এ বার ভোটার ২২৪৬। মহিলা সংরক্ষিত আসন। |
রাস্তা কেমন |
কনকপুর উত্তরপল্লির মূল রাস্তা ঢালাইয়ের। বাকি অধিকাংশ রাস্তাই মোরাম বা ইটের। |
জলের হাল |
পানীয় জলের জন্য ৬টি সাব-মার্সিবল পাম্প আছে। ট্যাপকলের সংখ্যা চাহিদার তুলনায় কম। |
পথবাতি |
মূল রাস্তার কিছু অংশে পথবাতি আছে। পুরসভার রাস্তায় খুব কমই পথবাতি আছে। |
নিকাশি |
নর্দমাগুলি সব কাঁচা। বেহাল নিকাশি। বর্ষায় কিছু এলাকায় রাস্তা ডুবে যায়। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। যত্রতত্র আবর্জনার স্তূপ পড়ে থাকে। |
বিশেষ চাহিদা |
পানীয় জলের ট্যাপকল ও পাকা নর্দমা তৈরি |
নাগরিকের চোখে |
নাগরিকের চোখে: রাস্তা, নিকাশি, জলপরিষেবার সব দিকেই আমাদের ওয়ার্ড পিছিয়ে।
মোজাম্মেল খান, ব্যবসায়ী। |
কাউন্সিলর বলেন |
বহু কাজের প্রস্তাব দিয়েছিলাম। তৃণমূলের পুরবোর্ড গুরুত্ব দেয়নি।
মালেকা খাতুন, সিপিএম। |
বিরোধী মত |
এলাকার উন্নয়নে কাউন্সিলরের ভূমিকা ছিল না বললেই চলে।
জব্বর আলি খান, তৃণমূল। |
|
ওয়ার্ড ৩ |
নারান্দার উত্তর অংশ, দক্ষিণ গোপালপুরের পশ্চিম অংশ ও কনকাপুরের একাংশ। দু’টি বুথ। ভোটার ১৮৪৭। মহিলা সংরক্ষিত আসন। |
রাস্তা কেমন |
ওয়ার্ডের তিনটি রাস্তা ঢালাইয়ের। বাকি সমস্ত রাস্তা ইট-মোরামের। |
জলের হাল |
৫টি সাব-মার্সিবল পাম্প থেকে পাইপলাইনে জল সরবরাহ হয়। ট্যাপকল চাহিদার তুলনায় কম। |
পথবাতি |
মুম্বই রোড বরাবর মূল রাস্তায় পথবাতি রয়েছে। বাকি রাস্তায় পথবাতি নেই। |
নিকাশি |
নিকাশি নালা অধিকাংশই কাঁচা। পাকা করার কাজ হয়নি বললেই চলে। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের কোনও বন্দোবস্ত নেই। যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে। |
বিশেষ চাহিদা |
পাকা রাস্তা, পাকা নর্দমা ও পথবাতির দাবি এলাকাবাসীর |
নাগরিকের চোখে |
নাগরিকের চোখে: কাজ হয়নি বললেই চলে। কাউন্সিলর উদ্যোগী ছিলেন না।
অমলকৃষ্ণ বেরা, শিক্ষক। |
কাউন্সিলর বলেন |
অনেক কাজ হয়েছে। পুরবোর্ডের মিটিং নিয়মিত না হওয়ায় সমস্যা হয়েছে।
প্রশান্ত দাস, সিপিআই। |
বিরোধী মত |
উন্নয়নে ব্যর্থ কাউন্সিলর। যেটুকু কাজ হয়েছে, তাতেও পক্ষপাতিত্ব হয়েছে।
শেফালি বেরা, তৃণমূল। |
|