পেট্রোলের দাম বৃদ্ধির জন্য ৩১ মে দেশ জুড়ে বনধের ডাক দিল এনডিএ। এই বনধ সমর্থন করে একই দিনে ধর্মঘট করবে বাম দলগুলিও। সে দিনটি ‘প্রতিবাদ দিবস’ হিসেবে পালন করবে বামেরা। এছাড়া পেট্রোলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচী চালাবে বামেরা, জানিয়েছেন প্রকাশ কারাট। বিরোধী দলের দাবি, পেট্রোলের দাম বাড়ায় প্রভাব পড়বে ডিজেল, রান্নার গ্যাস-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর। আগামী ২৬ মে পাঁচটা থেকে ১৫ মিনিটের চাক্কা বনধের ডাক দিয়েছে বাম যুব সংগঠন।
ধর্মঘটের দিন স্থির করতে আজ বিকেলে এক বৈঠক বসে ট্যাক্সি ইউনিয়নগুলি। অপর দিকে ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ৬-৮ জুন টানা ৪৮ ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন-সহ চারটি ট্যাক্সি সংগঠন। তাদের দাবি, ২০০৯ সালের পর ট্যাক্সির ভাড়া বৃদ্ধি হয়নি। পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল এগারোটা নাগাদ হাওড়া ব্রিজ অবরোধ করে বিজেপি। দিল্লিতে বিপি হাউস থেকে সাংসদ নীলোত্পল বসুর নেতৃত্বে একটি মিছিল করে সিপিএমও। এছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বিকেল তিনটেয় হাজরা থেকে মেয়ো রোড পর্যন্ত মিছিল শুরু তৃণমূল কংগ্রেসের। মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। এই মিছিলে থাকবেন দলের বহু শীর্ষস্থানীয় নেতারাও। অবশ্য পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রীসভা। যদিও তেল সংস্থাগুলির সাফাই দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না। |
কান উত্সবে প্রদর্শিত উদয় শঙ্করের ‘কল্পনা’ |
কান চলচ্চিত্র উত্সবে সম্প্রতি প্রদর্শিত হল উদয় শঙ্কর পরিচালিত একমাত্র ছায়াছবি ‘কল্পনা’। ১৯৪৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি তৈরি করতে সময় লেগেছিল চার বছর। মুখ্য ভূমিকায় নিজের স্ত্রী অমলা শঙ্করের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন উদয়শঙ্কর স্বয়ং। সম্প্রতি পুনরুদ্ধার করা এই ছবিটিতে ৪৮টি নৃত্য-দৃশ্য রয়েছে। ‘কল্পনা’-র প্রদর্শনের আগে উত্সবে উপস্থিত ৯৩ বছরের অমলা শঙ্কর নিজেকে কান-এর সবথেকে ‘কমবয়সি’ চিত্র তারকা হিসেবে বর্ণনা করেন। বিখ্যাত পরিচালক মার্কিন স্করসেসে কান উত্সবের ধ্রুপদী ছবি বিভাগে এই ছবিটি উপস্থাপনা করেন। সিনেমা প্রেমীদের মধ্যে অবশ্যই যথেষ্ট সমাদৃত হয়েছে ‘কল্পনা’।
|
প্রয়াত সুনীল মুখোপাধ্যায় |
চলে গেলেন অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুর সময় যাদবপুরের কেপিসি হাসপাতালে ভর্তি ছিলেন সুনীল মুখোপাধ্যায়। বহু বিখ্যাত পরিচালকের ছবিতে কাজ করেছিলেন তিনি। বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের ‘নিম অন্নপূর্ণা’ ছবিতে নিজের অভিনয় জীবন শুরু করেন এই প্রতিভাধর অভিনেতা। তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল, ‘তাহাদের কথা’, ‘বোস, দ্য ফরগটেন হিরো’।
চলচ্চিত্রের সঙ্গে সঙ্গে ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটারেও নিয়মিত অভিনয় করতেন তিনি। অভিনয় জীবনে তিন বারের জন্য বিএফজেএ-এর বিচারে সেরা সহ-অভিনেতা হিসেবে মনোনীত হয়েছিলেন সুনীল মুখোপাধ্যায়।
|
আরুষি হত্যা মামলা: তলোয়ার-দম্পতির বিরুদ্ধে চার্জ গঠন |
আরুষি হত্যা মামলা আজ নয়া মোড় নিল। আরুষির বাবা-মা রাজেশ ও নূপুর তলোয়ারের বিরুদ্ধে খুন ও তথ্য লোপাটের অভিযোগে চার্জ গঠন করল গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪, ২০১ ও ২০৩ ধারা অনুযায়ী নিজের মেয়ে আরুষিকে খুন, মিথ্যা অভিযোগ দায়ের ও তদন্তে বিভ্রান্তি সৃষ্টির জন্য চার্জ গঠন করেছে আদালত।
|
রাজ্যের পশ্চিমাঞ্চলে প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতরের। লু বইতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলায়। এছাড়া মালদহ ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
|
নন্দীগ্রাম কাণ্ডে জেরা প্রাক্তন ডিজি-কে |
নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে আজ ভবানী ভবনে জেরা করা হয় রাজ্য পুলিশের তত্কালীন ডিজি অনুপভূষণ ভোরাকে। নন্দীগ্রাম কাণ্ডের সময় ২০০৭ সালের ৬ নভেম্বর তেখালি ব্রিজের পুলিশ ক্যাম্প সরানো নিয়ে তাঁকে জেরা করে সিআইডি। সিআইডি সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় আরও কয়েকজনকে জেরা করা হতে পারে। যদিও এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অনুপভূষণ ভোরা। তিনি বলেছেন, ‘কেন,কীভাবে ঘটনা ঘটেছে, জানিনা।’ |