l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
গরম পড়লেই মনটা কেমন পাহাড় পাহাড় করে। আর তা যদি হয় হিমালয়ের কোনও একটা অংশ, তা হলে তো কথাই নেই। কেউ শুধুমাত্র অ্যাডভেঞ্চারের নেশায় পিঠে রুকস্যাক চাপিয়ে বেরিয়ে পড়েন। আবার কেউ যান সেখানকার নানা তীর্থস্থান দর্শনে। এই সংখ্যায় থাকল
‘পাহাড়ের টানে’
সেই রকমই দু’টি ভ্রমণকথা।
আজকের খেলা
পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া
বনাম
মুম্বই ইন্ডিয়ানস
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম..
• মাও-কবল থেকে মুক্ত অ্যালেক্স পল মেনন
• অনুমোদনহীন মুখ্যমন্ত্রীর বই প্রকাশে ধৃত ১
বিস্তারিত...
শুনানি শেষ, রায়ের অপেক্ষায় সিঙ্গুর মামলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সিঙ্গুর মামলা এখন রায়ের অপেক্ষায়। সম্প্রতি দু’পক্ষের সওয়াল-জবাব শেষ হয়েছে। বিচারপতি পিনাকী ঘোষ এবং বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ টাটা মোটরস এবং রাজ্য সরকারকে দু’সপ্তাহের মধ্যে তাদের বক্তব্যের সারাংশ লিখে আদালতে জমা দিতে বলে। বুধবার লিখিত সেই বক্তব্যই আদালতে জমা পড়ে। তবে ডিভিশন বেঞ্চ এ দিন রায় দান স্থগিত রাখে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বিচারপতি পিনাকী ঘোষ গ্রীষ্মকালীন অবকাশের পর (অর্থাৎ জুন মাসে) অন্য হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। আইনজীবীরা তাই মনে করছেন, শীঘ্রই এই মামলার রায় দান হয়ে যাবে। ক্ষমতায় আসার এক মাসের মধ্যে ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন ২০১১’ করে নতুন রাজ্য সরকার সিঙ্গুরের জমি পুনর্দখল করে। এই আইনটিকে ‘অবৈধ’ ও ‘অসাংবিধানিক’ বলে দাবি করে হাইকোর্টে মামলা করে টাটারা। বিচারপতি সৌমিত্র পালের এজলাসে মামলা শুরু হয়। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেলে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে মামলা ওঠে। গত প্রায় এক বছর ধরে প্রথমে সিঙ্গল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চে শুনানি চলে।
বিস্তারিত...
তৃণমূল নেতার বিরুদ্ধে অধ্যক্ষের চিঠি মুখ্যমন্ত্রীকে
পীযূষ নন্দী • আরামবাগ
কলেজের পরিচালন সমিতির সরকার মনোনীত প্রতিনিধি তথা আরামবাগের এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানিয়ে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধ্যক্ষ। ২১ এপ্রিল পাঠানো ওই চিঠিতে আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষ সাজিদুল ইসলাম জানিান, সরকারি প্রতিনিধি তথা তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি স্বপন নন্দী কলেজের নানা উন্নয়নমূলক কাজে ‘অসহযোগিতা’ করছেন। ফলে ইউজিসি তহবিলের ২১ লক্ষ টাকার ‘সদ্ব্যবহার’ করা যাচ্ছে না। ‘অনায্য দাবি-দাওয়া’ নিয়ে আন্দোলনে মদতও দিচ্ছেন স্বপনবাবু। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, তিনি কলেজে নানা ‘দুর্নীতি’র প্রতিবাদ করছেন। সে কারণেই তাঁকে ‘অপদস্থ’ করার চেষ্টা চলছে। এর আগে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন সিপিএম নেতা অনিল বসু। কলেজের একটি অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর সঙ্গে বিবাদ বাধে অধ্যক্ষের। সে সময়ে তৃণমূল অধ্যক্ষের ‘পাশে’ দাঁড়িয়েছিল। কলেজের সাম্প্রতিক সমস্যা স্থানীয় তৃণমূল নেতৃত্বের অজানা নয়।
বিস্তারিত...
পটাশপুরের স্কুলে শিক্ষিকা নিগ্রহ, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • পটাশপুর
এ বার স্কুলে ঢুকে এক শিক্ষিকাকে নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ‘নিগৃহীত’ শিক্ষিকা এক তৃণমূল নেতারই স্ত্রী। ভাঙড় কলেজের পরপরই পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ ব্লকের তাহালিয়া শোভাময়ী বালিকা বিদ্যালয়ের এই ঘটনা জানা দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে দলতন্ত্রের দাপট কমার লক্ষণ নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কে হবেন, তা নিয়ে ওই বিদ্যালয়ে বিবাদ চলছিল তৃণমূল নিয়ন্ত্রিত পরিচালন সমিতির সভাপতি ও সম্পাদকের মধ্যে। তারই জেরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পদের দাবিদার লক্ষ্মী দাস অট্টকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা করুণা সাউ, এক মহিলা শিক্ষাকর্মী, স্কুলের সম্পাদক এবং পাঁচ জন গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীদেবী। তিনি পশ্চিম মেদিনীপুরের বেলদা অঞ্চলের তৃণমূল নেতা সূর্য অট্টের স্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মামুদ হোসেন অবশ্য বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সুষ্ঠু সমাধানের চেষ্টা হচ্ছে।” স্কুল সূত্রের খবর, পরিচালন সমিতির সভাপতি গৌরীশঙ্কর মহাপাত্রের সঙ্গে সম্পাদক খগেন্দ্রনাথ জানার মধ্যে বিবাদ চলছিলই।
বিস্তারিত...
দ্বিচারিতা করছে মোর্চা, অভিযোগ বিরোধীদের
নিজস্ব প্রতিবেদন
মহাকরণে দাঁড়িয়ে ‘পাহাড়ে শান্তি’র কথা বলে পর্যটকদের আশ্বস্ত করার চেষ্টা করলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব। কিন্তু ডুয়ার্সে সভা করতে দেওয়ার দাবিতে আজ, বৃহস্পতিবার থেকে তরাই-ডুয়ার্সে অনশনে বসার কর্মসূচিতেও অনড় থাকছে মোর্চা। এই পরিস্থিতিতে বিরোধী শিবির ‘রাজনৈতিক দ্বিচারিতা’র অভিযোগ তুলছে গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে। সোমবার মহাকরণে মোর্চার প্রচার সচিব তথা কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী দাবি করেন, “ভুল বোঝাবুঝির কারণে পাহাড়-তরাই-ডুয়ার্সে কিছু বিক্ষিপ্ত গোলমাল হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। দার্জিলিং এখন পর্যটকদের পক্ষে সম্পূর্ণ নিরাপদ। গোলমালের আশঙ্কায় যাঁরা বুকিং বাতিল করেছেন, তাঁদের বলছি, আপনারা নিশ্চিন্তে পাহাড়ে যেতে পারেন। কোনও ভয় নেই। পাহাড়ের তিন বিধায়ক রয়েছেন। যে কোনও সময়ে দরকার পড়লে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।” গ্রীষ্মের পর্যটন মরসুমের ঠিক আগেই পাহাড়-ডুয়ার্স ‘তেতে’ ওঠায় ‘উদ্বেগ’ বাড়ছিল নানা মহলের। সেই ‘বার্তা’ যে, তাঁদের অজানা নয়, এ দিন বুঝিয়ে দেন মোর্চার প্রচার সচিব।
বিস্তারিত...
‘মিটমাটের’ খরচ ২৫ হাজার,
অভিযুক্ত তৃণমূল নেতা
সুস্মিত হালদার • বেথুয়াডহরি
এলাকার দাপুটে তৃণমূল নেতা তিনি কাজেই এলাকার কোন কাজটা নৈতিক কোনটা নয়, তা দেখার দায়ও তাঁরই! বেথুয়াডহরির স্থানীয় বাসিন্দারাও তাঁর সেই ‘পরিচয়ই’ দেখল সোমবার। ফাঁকা বাড়িতে বন্ধুর সঙ্গে রাত কাটানোর অভিযোগে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ও তাঁর শিক্ষিকা মা’কে হেনস্থা করার পাশাপাশি ‘মিটমাটের’ খরচ বাবদ ২৫ হাজার টাকাও দাবি করল ওই তৃণমূল নেতা। এমনই অভিযোগ করে পুলিশের কাছে ওই তৃণমূল নেতা-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। নাকাশিপাড়ার বেথুয়াডহরি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তৃণমূল নেতা সঞ্জয় দাস অবশ্য টাকা চাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি গ্রামবাসীদের একাংশের ওই ছাত্রী ও তাঁর মাকে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনারও নিন্দা করেছেন তিনি। সঞ্জয়বাবু বলেন, “টাকা দাবি করার কোনও প্রশ্নই নেই। বরং আমিই পুলিশকে খবর দিয়েছিলাম। পুরো বিষয়টা অত্যন্ত নোংরা বলে মনে হয়েছে।” ওই ঘটনায় স্বামীর নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন পঞ্চায়েত প্রধান শিপ্রা দাস।
বিস্তারিত...
মাঠ দখলমুক্ত করতেও বনধের ডাক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
খেলার মাঠ দখলমুক্ত করতে ফের আন্দোলনে নামছেন মেদিনীপুর শহরের অরবিন্দনগরের বাসিন্দারা। চলতি মাসের ১৯ তারিখ শহরে ৬ ঘণ্টার বনধেরও ডাক দেওয়া হয়েছে। বনধের সমর্থনে ইতিমধ্যে প্রচারও শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোলকুঁয়াচক, কলেজ মোড়-সহ শহরের বিভিন্ন এলাকায় মাইকি-প্রচার, লিফলেট বিলি করা হয়। খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে বনধের ডাক মেদিনীপুরে এই প্রথম। আন্দোলন জোরদার করতে ইতিমধ্যে একটি কমিটিও তৈরি হয়েছে। কমিটির অন্যতম আহ্বায়ক কার্তিক ধর বলেন, “বাধ্য হয়েই আমরা বনধের ডাক দিয়েছি। আগেও আন্দোলন হয়েছে। পুলিশ-প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মাঠ দখলমুক্ত হয়নি।” তাঁর কথায়, “সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। অথচ পুলিশ-প্রশাসন উদাসীন। কারও কোনও ভ্রূক্ষেপ নেই। এ বার আন্দোলন আরও জোরদার হবে।” মেদিনীপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অরবিন্দনগরে একটি খেলার মাঠ রয়েছে।
বিস্তারিত...
নিমতিতার জলসাঘরে শুধুই ধুলো আর স্মৃতি
বিমান হাজরা • রঘুনাথগঞ্জ
তখন গঙ্গা ছিল জমিদারবাড়ি থেকে বেশ খানিকটা দূরে। বাড়ির পাশেই একটা মস্ত পুকুর। ট্রলি পাতা হয়েছে সেখানে। রাজবাড়ি থেকে বেরিয়ে আসছেন ছবি বিশ্বাস। নিজেই চাপলেন ঘোড়ার পিঠে। পরক্ষণেই নেমেও পড়লেন। এ বার ছবি বিশ্বাসের পোশাক পরানো হল সহিসকে। ঘোড়ায় ছুটলেন সহিস। বেশ খানিকটা দূরে নদীর পাড়ে ঘোড়া থেকে পড়ে গেলেন সহিস। আবার ছবি বিশ্বাস পড়ে নিলেন সেই পোশাক। ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালেন ছবি বিশ্বাস। জলসাঘর সিনেমার স্যুটিং দেখার সেই স্মৃতি এখনও ভোলেননি এলাকার মানুষ। উঠোনভরা লোকলস্কর, ঠাকুর-চাকর, দরজায় সান্ত্রী। নিমতিতা রাজবাড়ির সেই গমগমে অবস্থাটা এখনও যেন চোখের সামনে দেখতে পান সত্তরোর্ধ্ব শিশির দাস। তাঁর কথায়, “একদিন এই ছবিটাই ছিল নিমতিতা রাজবাড়ির সত্যিকারের ছবি। তারপরে এই ছবিটা তৈরি হল সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ সিনেমার জন্য।” শিশিরবাবুরা তখন কিশোর। অষ্টম বা নবম শ্রেণির ছাত্র।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শিলা-ঝড়ে মাটি ধসে মৃত্যু
এসএমএসে গুজব
ছড়িয়ে গ্রেফতার ২
দক্ষিণবঙ্গ
১৬ জন দুষ্কৃতী গ্রেফতার,
উদ্ধার অস্ত্রশস্ত্র
শ্যামপুরে সিপিএম কর্মীকে
কুপিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল
বর্ধমান
কলে জল নেই,
লাইনে হাহাকার
নিত্য যানজটে
নাকাল দুর্গাপুর ব্যারাজ
পুরুলিয়া
জলাধার থেকে পর্যান্ত জল মেলে না, বিক্ষোভ গ্রামবাসীর
জাতপাত ভুলে রক্ষাকালীর
পুজো লাভপুরে
মুর্শিদাবাদ
মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে আলোচনাসভা গ্রান্টহলে
কাউন্সিলারকে
মারধরের নালিশ
মেদিনীপুর
নতুন মুখ সমরেই
ভরসা সিপিএমের
মে-দিনে পতাকা তোলায়
হামলা, অভিযুক্ত তৃণমূল
কলকাতা
৩৬.৬/২৯.৫
আজকের দিনে
•
আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস।
• ১৯৩৯:
ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.