মাও-কবল থেকে মুক্ত অ্যালেক্স পল মেনন |
১২ দিন পরে মুক্তি পেলেন ছত্তীসগঢ়ের সুকমার অপহৃত জেলাশাসক অ্যালেক্স পল মেনন। যদিও সরকারি ভাবে এ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। এ খবর মিলেছে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে। চিন্তলনাড় জঙ্গলে মধ্যস্থতাকারী বি ডি শর্মা ও জি হরগোপালের হাতে তাঁকে তুলে দেয় মাওবাদীরা। এই বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছেছিল মাওবাদীরা। প্রসঙ্গত, গত ২১ এপ্রিল অ্যালেক্স পল মেননকে অপহরণ করে মাওবাদীরা।
|
অনুমোদনহীন মুখ্যমন্ত্রীর বই প্রকাশে ধৃত ১ |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’টি কবিতার বই প্রকাশের অভিযোগে গ্রেফতার এক প্রকাশনা সংস্থার কর্ণধার। ধৃতের নাম সাহেব সাহু। এই বই দু’টি অনুমোদনহীন হওয়ায় তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। দিল্লি থেকে বই ছাপা হয়েছিল বলে অভিযোগ পুলিশের। ডায়মন্ড বুক নামে সংস্থাটির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
|
নূপুর তলোয়ারের আজ শুনানি |
আরুষি হত্যা মামলায় গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালতে আজ শুনানি শুরু হয় নূপুর তলোয়ারের। কিছুক্ষণ শুনানি চলার পর আজকের মতো তা স্থগিত হয়ে যায়। আগামী ৯ মে ফের এই মামলার শুনানি হবে গাজিয়াবাদ আদালতে। অবশ্য এর পাশাপাশি জামিনের আর্জি জানিয়ে নূপুর তলোয়ারের আবেদনের ভিত্তিতে শুনানি হবে ইলাহাবাদের শীর্ষ আদালতে।
|
অলিম্পিকের আগেই মৃত্যু সাঁতারুর |
লন্ডন অলিম্পিকের আগেই মৃত্যু হল নরওয়ের ২৬ বছর বয়সি সাঁতারু আলেকজান্ডার ডেল ওয়েনের। প্রি-অলিম্পিকের অনুশীলন কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এর ফলে বড়সড় ধাক্কা লাগল নরওয়ের পদক পাওয়ার সম্ভাবনাতেও। |
— নিজস্ব চিত্র, পিটিআই ও এ এফ পি |