l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
রিজেন্ট পার্কে একই পরিবারের ৫ জনের রহস্যজনক মৃত্যু
পঞ্জাবে কারখানা ভেঙে পড়ে আটক বহু কর্মী
১৮ ঘন্টা পর জঙ্গিমুক্ত কাবুল
বিস্তারিত...
মাঝ-মাসে
খানা তল্লাশি
থেকে
আপনার রান্নাঘর
, এমনকী
স্বাদবদল
-এও চুটিয়ে
গরম পড়ার আগে নানা পদের লোভনীয় উঁকিঝুঁকি। সঙ্গে
সংবাদের হাওয়াবদল
।
নতুন সরকারের ‘মধুচন্দ্রিমা’
শেষ, মন্তব্য গৌতমের
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর
রাজ্যে নতুন সরকারের ‘মধুচন্দ্রিমা’শেষ, সিপিএম এ বার সরাসরি ‘বিরোধিতা’র রাস্তায় নেমে পড়তে চায় বলে ইঙ্গিত দিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেব। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ দিন তীব্র ভাষায় সমালোচনা করেন গৌতমবাবু। বলেন, “সরকারের হনিমুন পিরিয়ড ছ’মাস ছিল। মমতা অপ্রাপ্তবয়স্ক বলে আমরা এক-দেড় বছর সময় দিয়েছি। আর দেওয়া সম্ভব নয়। এ বার লক্ষ লক্ষ লোক নিয়ে রাস্তায় নামব।” প্রাক্তন বাম সরকারের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গৌতমবাবু জানান, মে মাসে এই জেলায় ১৮টি বড় সভা হবে। সেখানে হাজির থাকবেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট-সহ তাবড় নেতারা। এ দিন ছিল অশোকনগরের প্রয়াত সিপিএম বিধায়ক ননী করের স্ত্রী সন্ধ্যাদেবীর স্মরণসভা। সেই উপলক্ষে কচুয়া মোড়ে সভার আয়োজন হয়। গৌতমবাবু ছাড়াও ছিলেন দলের নেতা তড়িৎ তোপদার, রেখা গোস্বামী প্রমুখ।
বিস্তারিত...
তৃণমূলের দলীয় কার্যালয়কে ঘিরে ‘গোষ্ঠী-সংঘর্ষ’
নিজস্ব সংবাদদাতা • রিষড়া
বাড়িওয়ালার পক্ষে এক দল। ‘দখলদারের’ তরফে আর এক পক্ষ। এক পক্ষ তৃণমূলের বিধায়কের ‘ঘনিষ্ঠ’। অন্যেরা তৃণমূলেরই সাংসদের ‘অনুগামী’ বলে পরিচিত। দু’পক্ষের সংঘর্ষে রবিবার তেতে উঠল হুগলির রিষড়া। লক্ষ্মীপল্লিতে এ দিনের মারামারিতে জখম সাবির আলি নামে এক তৃণমূল নেতাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে খবর, রিষড়ায় একটি পরিবারের ঘর ‘দখল’ করে দলীয় কার্যালয় চালানো নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ চলছিল কিছু দিন ধরেই। তৃণমূল সূত্রের খবর, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘অনুগামী’ নেতা-কর্মীরাই ওই কার্যালয়ে সংখ্যাগরিষ্ঠ। কেন হল সংঘর্ষ? কল্যাণবাবুর জবাব, “দলের জন্য যথেষ্ট পরিশ্রম করি। ঝগড়াঝাঁটি নিয়ে আমি ক্লান্ত। এ নিয়ে মন্তব্য করব না।” শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্তবাবু বলেন, “কারও ঘর আটকে রাখা দলের নীতিবিরুদ্ধ। যাঁরা ঘরটি আটকে রাখছেন, ঠিক করছেন না।”
বিস্তারিত...
জোড়া ‘উপহার’ মমতার, কটাক্ষ সূর্যর
নিজস্ব সংবাদদাতা • নওদা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নববর্ষে রাজ্যবাসীকে জোড়া ‘উপহার’ দিয়েছেন বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর কথায়, “এক দিকে, মুখ্যমন্ত্রী নববর্ষে রাজ্যবাসীকে এসএমএস-এ শুভেচ্ছা বাণী শোনাচ্ছেন। অন্য দিকে দুর্গাপুরের সরকারি অনুষ্ঠানে যুবক-যুবতীদের চাকরি দিতে পারব না বলে ঘোষণা করেছেন। তাঁদের চাকরি খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী নববর্ষে রাজ্যবাসীকে ওই দুই উপহার দিয়েছেন!” এই সূত্রেই বিরোধী দলনেতার অভিযোগ, “যদিও বিধানসভা নির্বাচনের আগে ও মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি লক্ষ লক্ষ যুবক-যুবতীদের চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর ওই প্রতিশ্রুতি যে ভাঁওতা ছিল, তাঁর এই ঘোষণা থেকেই তা প্রমাণিত।” বস্তুত, মুর্শিদাবাদের আমতলায় রবিবার ডিওয়াইএফআই-এর ১৯ তম জেলা সম্মেলনের সমাবেশে সূর্যবাবু মন্তব্য করেছেন, মমতার মতো ‘অকেজো’ মুখ্যমন্ত্রী রাজ্যবাসী এর আগে পাননি!
বিস্তারিত...
ধৃতদের জামিন নয়, মমতার
‘অফিস থেকে’ ভুয়ো ফোন
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অফিসারের নাম করে ভুয়ো ফোন পেলেন কাটোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ভারপ্রাপ্ত মহকুমাশাসক প্রশান্তকুমার গুহ। ঘটনাটি জানিয়ে গত শুক্রবার বিকেলে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন প্রশান্তবাবু। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। তবে কে বা কারা ওই ফোন করেছিল, তা এখনও জানা যায়নি। প্রশান্তবাবু লিখিত অভিযোগে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সচিবালয়ের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি) শঙ্খশুভ্র চক্রবর্তীর পরিচয় দিয়ে গত ১১ এপ্রিল তাঁর মোবাইলে ফোন করেন এক ব্যক্তি। ফোনে তাঁকে বলা হয়, প্রতারণার অভিযোগে হুগলির শ্যাওড়াফুলি থেকে সিপিএম নেতা-সহ যে দু’জনকে সম্প্রতি ধরেছে কাটোয়া থানার পুলিশ, জেল হাজতে থাকা সেই দু’জন যেন কোনও মতেই জামিন না পান। কাটোয়া আদালতের সরকারি আইনজীবী কাঞ্চন মুখোপাধ্যায়ের সঙ্গে প্রশান্তবাবুকে যোগাযোগ করতেও অনুরোধ করে ওই ‘অপরিচিত’ ব্যক্তি।
বিস্তারিত...
সিটু-আইএনটিটিইউসি বিবাদে
ভেস্তে গেল সমবায় ভোট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
সিটু এবং আইএনটিটিইউসি-র মধ্যে গণ্ডগোলের জেরে সমবায় সমিতির পরিচালন পর্ষদের ভোট ভেস্তে গেল দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি)। রবিবার সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই দু’পক্ষে বচসা বাধে। অভিযোগ, এক দল লোক বুথে ঢুকে ব্যালট ছিঁড়ে দেয়। এর পরেই নির্বাচন পরিচালনার ভারপ্রাপ্ত আধিকারিক ভোট স্থগিতের কথা ঘোষণা করেন। ১৯৫৭ সালে গড়ে ওঠা ডিএসপি-র এই সমবায়ে সদস্য সংখ্যা ১০,১৩২। পরিচালন পর্ষদে প্রতিনিধি ৩৫ জন। দীর্ঘ দিন ধরে পর্ষদের ক্ষমতায় রয়েছে সিটু। এ বার সিটু এবং আইএনটিটিইউসি সব আসনে এবং আইএনটিইউসি ১৮টি আসনে প্রার্থী দেয়। আইএনটিটিইউসি এ বারই প্রথম প্রার্থী দেয়। এ দিন সকাল ৭টা নাগাদ দুর্গাপুরের জয়দেব হিন্দি হাইস্কুলে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনী আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি-র সমবায় দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক এন সি মাজি। স্কুলের বাইরে ছিল প্রচুর পুলিশ।
বিস্তারিত...
গ্রামে জলবাহী ট্যাঙ্ক যাবে না, সিদ্ধান্ত বিডিও-র
ভাস্করজ্যোতি মজুমদার • মহম্মদবাজার
গরমে নলকূপের জলস্তর নেমে যায়। তাই এত দিন প্রশাসনের পাঠানো ট্যাঙ্কের জলে তৃষ্ণা মেটাতেন মহম্মদবাজারের চৌবাট্টা এবং বেলেজোড় গ্রামের বাসিন্দারা। কিন্তু এ বার জলের ট্যাঙ্ক পাঠানো যাবে না বলে বিডিও সিদ্ধান্ত নেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ওই দু’টি গ্রামের বাসিন্দারা। বিডিও-র এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি। চৌবাট্টা গ্রামে ৩০০ জনের বেশি বাসিন্দার বাস। কিন্তু রয়েছে মাত্র ৪টি নলকূপ এবং ২টি কুয়ো। এখন গরমের শুরুতে অচল হয়ে গিয়েছে ২টি নলকূপ। পাশের বেলেজোড় গ্রামে ৪০-৫০টি আদিবাসী পরিবারের বাস। তাঁদের ভরসা বলতে একটি মাত্র নলকূপ। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৌবাট্টা ও বেলেজোড়া গ্রামের জলের সমস্যা দীর্ঘদিনের। এমনিতে এলাকার জলস্তরও বেশ নীচে। জেলা পরিষদ থেকে বছর দেড়েক আগে চৌবাট্টা নামোপাড়ায় একটি নলকূপ বসানো হয়। কিন্তু অভিযোগ, ওই নলকূপে কার্যত প্রথম থেকেই ভালো জল ওঠে না।
বিস্তারিত...
উপদেষ্টা কমিটি গঠনের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কান্দি
বন্যা নিয়ন্ত্রণে কান্দি মাস্টার প্ল্যান কার্যকরী করতে এ বারের বাজেটে ৪৩৯ কোটি টাকা বরাদ্দ করায় রবিবার কান্দিতে গণসংবর্ধনা দেওয়া হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে। কান্দি মহকুমা এলাকা ছাড়াও বর্ধমানের কেতুগ্রাম, বীরভূমের রামপুরহাট নানুর, সুতির একটা অংশ, নবগ্রাম এলাকার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। কান্দি মাস্টার প্ল্যান রূপায়িত হলে ওই সব এলাকার মানুষও উপকৃত হবেন বলে প্রণববাবু আশাবাদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “কান্দি মাস্টার প্ল্যান দ্রুত রূপায়ণের জন্য অবিলম্বে উপদেষ্টামণ্ডলী গড়ে তুলতে হবে। রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া ইতিমধ্যে সেই কাজ শুরু করেছেন।”এই মাস্টার প্ল্যান রূপায়ণে দেরি হওয়ায় সিপিএমের সমালোচনা করে অধীর চৌধুরী বলেন, “দীর্ঘ দিন আগে কান্দির মাস্টার প্ল্যান তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়। কিন্তু বামফ্রন্ট সরকার ওই পরিকল্পনা রিপোর্ট চেপে রেখেছিল। তারা কেন্দ্রে পাঠায়নি। পরে নতুন সরকারের মন্ত্রী হিসেবে মানসদা দিল্লি-কলকাতা ছোটাছুটি করে ওই মাস্টার প্ল্যান রূপায়ণে সচেষ্ট হন।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ঝড়-শিলাবৃষ্টিতে
ক্ষতি কোচবিহারে
উড়ো ফোনে নাজেহাল
দমকল কেন্দ্রের কর্মীরা
দক্ষিণবঙ্গ
ক্যানিং, গোসাবা, বাসন্তীর
বহু এলাকা আজও অন্ধকারে
ট্যাঙ্কারে উদ্ধার
চালকের মৃতদেহ
বর্ধমান
কঙ্কাল ‘কারখানা’ চালানো গপসা গ্রেফতার পূর্বস্থলীতে
পুলিশ ধরলে দেখা যাবে, বললেন পুলকার চালক
পুরুলিয়া
মানবাজারে পঞ্চায়েত
সমিতির কর্মাধ্যক্ষের ইস্তফা
মুর্শিদাবাদ
ভাঙন রোধে দায়িত্ব
বৃদ্ধি ফরাক্কা ব্যারাজের
গঙ্গায় নিখোঁজ দুই যুবক
মেদিনীপুর
শালবনিতে স্টেডিয়াম,
কলেজ তৈরির প্রস্তুতি
রাতের ভাড়া আদায়
বন্ধ হল বাসস্ট্যান্ডে
কলকাতা
৩৭.২ /২৬.৪
আজকের দিনে
• ১৮৫০:
মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা মেরি তুসোর মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
আজকের দিনে
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.