পদ্মা ও গঙ্গার ভাঙন রোধে ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের দায়িত্ব বাড়ানো হচ্ছে। বাড়ছে তাঁদের কাজের এলাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় রবিবার মুর্শিদাবাদের লালগোলার শেখালিপুরের এক অনুষ্ঠানে জানান, পদ্মা ও গঙ্গার ভাঙন রোধের কাজে ফরাক্কা ব্যারাজের দায়িত্ব বৃদ্ধির জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে। সেই অনুরোধ মেনেও নেওয়া হয়েছে।
প্রণববাবু বলেন, “এত দিন ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ ভাঙন রোধের কাজ করত মালদহের পঞ্চানন্দপুর থেকে মুর্শিদাবাদের জলঙ্গি পর্যন্ত। এ বার থেকে ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের হাতেই থাকবে নদিয়ার পলাশি পর্যন্ত এলাকার ভাঙন রোধের দায়িত্ব। ভাগীরথীর ভাঙনের ক্ষেত্রেও সে ভাবেই কাজ করা হবে।” তিনি আরও বলেন, “সুতিতে বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারে কিছু বাস্তব সমস্যা রয়েছে। ঝাড়খণ্ড থেকে আসা জলপ্রবাহে সুতিতে বন্যা হয়। সমস্যা মেটাতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডদুই রাজ্যের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সরকার একটা যৌথ প্রকল্প গড়তে চিন্তা ভাবনা করছে।” এ দিন কান্দিতে প্রণববাবু বলেন, “কান্দির বন্যা নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য এ বারের বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার তৎপরতা ছাড়া হত না। ওই অর্থে ময়ূরাক্ষী, বেলে, কুয়ে, বাবলা, দ্বারকা, কানা ময়ূরাক্ষীর পাড় বরাবর প্রায় ২২৩ কিলোমিটার নদী বাঁধগুলি মজবুত ও উঁচু করা হবে।” |