লগ্নির সঠিক সিদ্ধান্ত
নিতে চাই সাধারণ জ্ঞান
|
অমিতাভ গুহ সরকার: নববর্ষের গোড়ায় বাঙালিয়ানার পাশাপাশি ঝালিয়ে নেওয়া যাক বিনিয়োগের টুকিটাকিও। লগ্নির এই সাধারণ জ্ঞান সঞ্চয়কারীদের মাথায় থাকলে সিদ্ধান্ত সঠিক এবং সময়োপযোগী হয়। লাভ বাড়ে, ঠকতে হয় না। বিভিন্ন জায়গায় লগ্নির দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টিকে দেখার চেষ্টা করব। |
|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এ বার থেকে বাড়ি-বাড়ি ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া হবে। সেই কাজ শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। তবে, যে দ্রুততার সঙ্গে কাজ হওয়ার কথা, ততটা অবশ্য এগোচ্ছে না। যদিও চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে জেলার প্রতিটি এলাকাতেই এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ চলছে বলে জানিয়েছেন জেলার লিড ব্যাঙ্ক ম্যানেজার অরবিন্দ মহাপাত্র। |
ব্যাঙ্কিং পরিষেবার
কাজ শুরু পশ্চিমে |
|
বিমার আওতায় সবাইকে আনতে সওয়াল প্রণবের |
|
টুকরো খবর |
|
|