মুকেশকে ১.৪ কোটি
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
ব্যাঙ্ক অফ আমেরিকা (বিওএ)-র একজন স্বাধীন ডিরেক্টর হওয়ার সুবাদে ২০১১ সালে প্রায় ১.৪ কোটি টাকা বেতন পেয়েছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। আগামী ৯ মে বার্ষিক সাধারণ সভার নোটিস জারি করে শেয়ারহোল্ডারদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে মার্কিন ব্যাঙ্কটি। গত বছরেই মুকেশ ব্যাঙ্কটির পরিচালন পর্ষদে ডিরেক্টর হিসেবে যোগ দেন। কর্তৃপক্ষের দাবি, ডিরেক্টরদের প্রাপ্ত বেতনের সর্বোচ্চ অঙ্কের হিসেবে ভারতীয় শিল্পপতি মুকেশের স্থান চার নম্বরে। তাঁকে ওই বেতন দেওয়া হয়েছে নগদ ও শেয়ার মারফত। এ বছরের বার্ষিক সভাতেও যে ১২ জন ডিরেক্টর বাছাইয়ের জন্য ভোট দেবেন শেয়ারহোল্ডাররা, তাঁদের মধ্যে রয়েছেন মুকেশ। সেখানে বেতন-সহ অন্যান্য ব্যাপারেও ভোটাভুটি হবে। |
ডোকরা শিল্পেও শংসাপত্র চায় রাজ্য
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বাংলার বালুচরী শাড়ি ‘জিওগ্রাফিকাল ইন্ডিকেশন’ (জিআই) শংসাপত্র পাওয়ার পর এ বার বিকনার ডোকরা শিল্পের জন্যও ওই শংসাপত্রের আবেদন জানাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য মনে করছে, এর ফলে বাংলার ডোকরা শিল্পীদের হাতের কাজ আরও বেশি সমাদৃত হবে। তার গুণগত মান নিয়েও ক্রেতারা নিঃসংশয় হবেন। জানুয়ারি মাসে বালুচরী শাড়ি ‘জিআই’ শংসাপত্র পায়। এর ফলে অন্য এলাকার শিল্পীরা বালুচরীর নকল করতে পারবেন না। এ বার বালুচরী শিল্পীদের জাতীয় প্রেক্ষাপটে তুলে ধরতে দিল্লিতে দ্বিতীয় বিষ্ণুপুর উৎসবের আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী কাল দিল্লি হাটে এই উৎসব শুরু হবে। |
বিমান জ্বালানির দাম কমলো
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টানা তিন বার বাড়ানোর পর বিমান জ্বালানি এটিএফের দাম কিলোলিটার পিছু ১৭০ টাকা কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল সূত্রের খবর, দিল্লি ও মুম্বইয়ে মাঝরাত থেকেই এটিএফের দাম দাঁড়াল কিলোলিটারে যথাক্রমে ৬৭,৬৩১ ও ৬৮,৬৩১ টাকা। |