ভারতের প্রতিটি মানুষকে সাধারণ বিমার আওতায় আনার লক্ষ্যে সক্রিয় হতে হবে বিমা সংস্থাগুলিকে। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় নিজের সংসদীয় কেন্দ্র মুর্শিদাবাদের শেখালিপুরে এসে দেশের বিমা ব্যবস্থার দুর্বলতা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বিমার সুফল কী, ‘আম আদমিকে’ তা বোঝানো যায়নি। ফলে গরিব মানুষেরা এখনও বিমার সুবিধা নিতে এগিয়ে আসছেন না। তাই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি সরকারি সাধারণ বিমা সংস্থাকে গ্রামে গিয়ে সচেতনতা বাড়াতে হবে।”
এ দিন সরকারি সাধারণ বিমা সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইনশিওরেন্স কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জি শ্রীনিবাসন বলেন, “এ পর্যম্ত জনসংখ্যার মাত্র ১৪ শতাংশকে সাধারণ বিমার আওতায় আনা গিয়েছে। তাই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নির্দেশ মেনে বিমা সংস্থাগুলি সিদ্ধান্ত নিয়েছে, কয়েকটি নির্দিষ্ট গ্রামকে বেছে নিয়ে মানুষকে বিমা সম্পর্কে সচেতন করা হবে।”
তিনি আরও জানান, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী মার্চের মধ্যে ৭৩ হাজার ব্যাঙ্কহীন গ্রামে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ঠিক সে ভাবেই বিমা সংস্থাকেও প্রতিটি গ্রামে যেতে হবে। এখন পদে পদে নানা দুর্ঘটনা ঘটছে। কিন্তু গরিবেরা বিমার আওতায় না-থাকায় আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন না। কেন্দ্র এ ব্যাপারে উদ্যোগী হয়েছে। কিন্তু বিমা সংস্থা ও স্থানীয় সংগঠনগুলির এগিয়ে আসাও জরুরি।” প্রণববাবু প্রসঙ্গত জানান, প্রতি জেলায় সাধারণ বিমা সংস্থাগুলিকে তাদের অফিস খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “দেশের সব এলাকার উন্নয়ন কেন্দ্র বা রাজ্য কোনও সরকারের পক্ষেই সম্ভব নয়। তাই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উচিত সামাজিক দায়বদ্ধতা মেনে লাভের একটা অংশ শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে ব্যয় করা। ” |