আজকের শিরোনাম
রিজেন্ট পার্কে একই পরিবারের ৫ জনের রহস্যজনক মৃত্যু
রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউতে একই পরিবারের ৫ জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাত ২ টো নাগাদ ঘরে আগুন লাগে বলে জানা গেছে। কিন্তু আগুন লাগার পরেও পরিবারের কারও চিত্কার শোনা যায়নি উদ্ধারের জন্য। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশ ও দমকলে খবর দেন। কিন্তু উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পাঁচ জনকে। মৃতদের মধ্যে রয়েছেন বাড়ির কর্তা সুপ্রতীম বসু, স্ত্রী সঙ্গীতা বসু, তাঁদের দুই মেয়ে সহেলি ও সারণী এবং সুপ্রতীমবাবুর বাবা সুদেশ বসু। মৃত্যু হয়েছে বাড়ির পোষ্য কুকুরেরও। পুলিশ জানিয়েছে, একটি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দেহগুলি। দেহগুলির প্রায় পঞ্চাশ শতাংশ পুড়ে গিয়েছে। একজনের দেহে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। সেই সঙ্গে বিছানায় বালিশের নীচে রক্তের দাগ পাওয়া যায়। তবে কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, গতকাল রাত ন’টা নাগাদ সুপ্রতীমবাবু তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাইরে থেকে খেয়ে বাড়িতে ফেরেন। সেই সময় টিভিতে খেলা দেখছিলেন সুদেশবাবু। আবার সারণীর মোবাইলের কল লিস্ট থেকে জানা গেছে ওই সময় সে বন্ধুর সঙ্গে ফোনে কথাও বলেছিল। এ দিকে কেয়ারটেকার জানিয়েছে, রাত সাড়ে ন’টা পর্যন্ত কোনও গন্ডগোল হয়নি। গোয়েন্দারা আরও জানতে পারেন, ব্যাঙ্কে প্রায় ৮০ লক্ষ টাকা ঋণ ছিল সুপ্রতীমবাবুর। পারিবারিক কলহ ও ঋণের দায়ে বাড়ির সকলকে খুন করে আত্মঘাতী হন সুপ্রতীমবাবু, অনুমান পুলিশের।

জঙ্গলমহলে ফের সক্রিয় মাওবাদীরা
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর ফের জঙ্গলমহলে সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের কানিমহুলি গ্রামে বৈঠক করল শীর্ষ মাওবাদী নেতারা। সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত তারা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিল আকাশ ও বিকাশ-সহ ২০ জন মাওবাদী নেতা। কিষেণজির মৃত্যুর পর এই প্রথম মাও নেতারা বৈঠক করলেন বলে জানা গেছে। গোয়েন্দাদের ধারণা,কানিমহুলি গ্রাম ও তার আশেপাশে যেহেতু কোনও পুলিশ চৌকি নেই এবং জঙ্গল লাগোয়া তাই এই জায়গাকেই বৈঠকের কেন্দ্র হিসাবে বেছে নিয়েছে তারা।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বৈঠক দিল্লিতে
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে দিল্লিতে বৈঠক হল আজ। উপস্থিত ছিলেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এ রাজ্য থেকে বৈঠকে উপস্থিত ছিলেন অমিত মিত্র। বৈঠকে চিদম্বরম জানান:
• সন্ত্রাসবাদ ও মাওবাদী দেশের বড় সমস্যা।
• আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের কাছে বড় চ্যালেঞ্জ।
• ২০১১ থেকে জঙ্গি হামলার ঘটনার সংখ্যা কমেছে।
• জম্মু-কাশ্মীরে শান্তি ফিরেছে।
• উত্তর-পূর্বের রাজ্যগুলি তুলনামূলক অনেকটাই শান্ত হয়েছে।
• অনুপ্রবেশের দুশ্চিন্তা বেড়েছে।
• অসমে মাওবাদী তত্পরতা বেড়েছে।
• গত বছর থেকে ১৮ টি হামলার ছক ভেস্তে দেওয়া হয়েছে। যা নিরাপত্তার বড় সাফল্য।
• নিরাপত্তা জোরদার করতে লখনউ, কোচিন ও মুম্বইতে এনআইএ-র কার্যালয় গড়া হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ে বলেন, সন্ত্রাস দমনে কেন্দ্র-রাজ্যকে যৌথভাবে কাজ করতে হবে। সব রাজ্যের সহযোগিতা পেলে সন্ত্রাসবাদকে হারানো সম্ভব।

রাজ্যে সাইবার অপরাধ রুখতে তত্পর মুখ্যমন্ত্রী
ক্রমশ বাড়তে থাকা সাইবার অপরাধ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দশ পাতার একটি বার্তা পাঠান প্রধানমন্ত্রীর কাছে। এ রাজ্যে সাইবার অপরাধ রুখতে ইতিমধ্যেই দায়িত্বে আনা হয়েছে সিআইডির ডিজিপিকে। এছাড়াও সাইবার পুলিশ স্টেশন, ল্যাব ইত্যাদি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশজুড়ে সাইবার অপরাধ রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। আর এ ক্ষেত্রে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক ও তথ্য ও যোগাযোগ মন্ত্রকের সহযোগীতার কথা বলেছেন মমতা।

পঞ্জাবে কারখানা ভেঙে পড়ে আটক বহু কর্মী
গত রাতে পঞ্জাবের জলন্ধরে একটি কম্বল কারখানার বয়লারে বিস্ফোরণ হয়। তার জেরে কারখানা ভেঙে পড়ে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে প্রায় ২৫০ কর্মী। উদ্ধারকার্যের জন্য এনডিআরএফ ও সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলবাহিনীও। এছাড়া আজ সকালেই ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফ। তাদের যৌথ উদ্যোগে আজ সকাল পর্যন্ত ৪৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে একজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ চালাতে খুব অসুবিধা হচ্ছে বলেও জানা গেছে।

১৮ ঘন্টা পর জঙ্গিমুক্ত কাবুল
টানা ১৮ ঘন্টা লড়াইয়ের পর জঙ্গিমুক্ত হল কাবুল। গতকাল থেকে কাবুলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটায় তালিবান জঙ্গিরা। হামলা চালায় কাবুল পার্লামেন্ট-সহ বিদেশি দূতাবাসগুলিতেও। পাল্টা আক্রমণ করে কাবুল পুলিশ। দু’পক্ষের গোলাগুলিতে মৃত্যু হয়েছে ২০ জঙ্গির। অন্যদিকে, মৃত্যু হয়েছে ৪ পুলিশকর্মীর এবং আহত আরও ১১ জন। আজ সকালে মৃত্যু হয়েছে আরও এক জঙ্গির। পার্লামেন্টে লুকিয়ে ছিল সে। কাবুল পুলিশের দাবি, সব জঙ্গিরই মৃত্যু হয়েছে। আফগান সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই হামলার পিছনে হক্কানি গোষ্ঠীর হাত রয়েছে।

কাঁচরাপাড়ায় বধূর মৃত্যুকে ঘিরে উত্তেজনা
এক বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল কাঁচরাপাড়ায়। খুনের অভিযোগ উঠেছে মহিলার স্বামী, শাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিয়ের পর থেকেই মহিলার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। আজ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা মহিলার শ্বশুর, শাশুড়ি ও স্বামীকে মারধর করে। ব্যাপক ভাঙচুর চালায় বাড়িতেও। মৃতদেহ উদ্ধার করতে পুলিশ এলে হাতাহাতি হয় বাসিন্দাদের সঙ্গে। পুলিশের গাড়িতে ভাঙচুরও চালায় তারা।

বর্ধমানকে ভাগ করার প্রস্তাবে সর্বদলসম্মতি
বর্ধমান জেলাকে ভাগ করার প্রস্তাব নিয়ে নিয়ে আজ সর্বদলীয় বৈঠক হল। বৈঠকে এই প্রস্তাবে একমত হয় সবকটি দল। মূলত প্রশাসনিক কাজের সুবিধার জন্যই বিভক্তিকরণের বিষয়টি ভাবা হয়েছে। জেলার নামও ঠিক করা হয়েছে-বর্ধমান পূর্ব ও বর্ধমান পশ্চিম। আবার দুর্গাপুর ও আসানসোল এই দুটি ভাগে ভাগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নামকরণের পুরো বিষয়টাই নির্ভর করছে রাজ্য সরকারের উপর।

রাজ্যে ডিজিটাল রেশন ব্যবস্থা চালু
১ জুন থেকে ডিজিটাল রেশন ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। ধাপে ধাপে এই প্রক্রিয়া চালু করা হবে। গ্রাহকদের দেওয়া হবে ডিজিটাল রেশন কার্ড। আজ খাদ্যমন্ত্রী ও রেশন ডিলারদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ মে-র মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে হয়েছে খাদ্যমন্ত্রক থেকে। আর এই সমগ্র বিষয়টি তদারকি করবে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ কমিশন।

হাওড়ার শ্রীজৈন বিদ্যালয়ে ফের গ্যাস আতঙ্ক
ফের গ্যাসের গন্ধে আতঙ্ক ছড়াল মধ্য হাওড়ার শ্রীজৈন বিদ্যালয়ে। বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার কথাও শোনা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। লাগোয়া বাঁশতলা শ্মশান থেকে এই গন্ধ আসছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে। কিন্তু তদন্তে সেইরকম কোনও তথ্যপ্রমাণ মেলেনি। অভিভাবকেরা অভিযোগ জানিয়েছেন, ওই এলাকায় বেশ কয়েকটি জায়গায় বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার ভর্তি করা হয়। তারই জেরে এই ঘটনা। গ্যাসের উত্স নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কালিকাপুরে যুবতীর শ্লীলতাহানি, সাসপেন্ড ওসি
কালিকাপুরে এক যুবতীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। গত পয়লা বৈশাখের রাতে অরিজিত্ বসু নামে এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ঘটনার দিন রাতে গরফা থানায় যুবতী অভিযোগ জানাতে গেলে তা নিতে অস্বীকার করেন ডিউটি অফিসার। সেই রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হলেও ঘন্টা দুয়েক পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে ওই ডিউটি অফিসারের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই দ্রুত পদক্ষেপ নেওয়া পুলিশের উপরমহল থেকে। দ্বিতীয়বার মেয়েটির লিখিত অভিযোগ নেওয়া হয়। তারই ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সেই সঙ্গে কর্তব্যের গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে গরফা থানার ওসি রমেশচন্দ্র দাসকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.