l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• পলিটব্যুরোয় নতুন মুখ সূর্যকান্ত, রইলেন বুদ্ধদেবও
• দেশে ফিরলেন যুবরাজ
বিস্তারিত...
মুক্তিপণ চেয়ে ফোন, মিলল ছাত্রের মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা • মগরা
এলাকারই এক শিক্ষকের বাড়িতে পড়তে যেতে শনিবার সন্ধ্যায় বেরিয়েছিল দশম শ্রেণির ছাত্র সৈকত মণ্ডল (১৪)। রাত বাড়লেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। অভিযোগ, হুগলির মগরার ভেড়িকুঠি এলাকার বাসিন্দা ওই ছাত্রের বাবার মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন করে, এক জন বলে, ‘১০ লক্ষ টাকা পেলে সৈকতকে ছেড়ে দেওয়া হবে’। মগরা থানায় ঘটনা জানাতে গিয়ে সৈকতের বাবা রাজেন্দ্রনাথ মণ্ডল দেখেন, থানার সামনে একটি ভ্যানে ছেলের মৃতদেহ রাখা। জানতে পারেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে এলাকার একটি পরিত্যক্ত সরকারি ভবনের ঘর থেকে সৈকতের দেহ উদ্ধার করেছে পুলিশ। রাজেন্দ্রনাথবাবু খুনের মামলা দায়ের করেছেন। খুনের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের ধরার দাবিতে ওই রাতেই এলাকাবাসী জি টি রোডে আধ ঘণ্টা অবরোধ করেন।পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “দেহে আঘাতের চিহ্ন না থাকলেও, দেখে মনে হয়, ওই ছাত্রটিকে খুন করা হয়েছে। ওর মুখে-নাকে সামান্য রক্ত ছিল। খুনের অভিযোগ এবং ছেলেটির বাবার দেওয়া মোবাইল নম্বরের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।”
বিস্তারিত...
খেয়ালি আবহাওয়ায় মালদহে আমের বিপর্যয়
নিজস্ব প্রতিবেদন
এটা আমের বছর। কিন্তু দীর্ঘ শীত আর চৈত্রের কালবৈশাখীর তাণ্ডব ও শিলাবৃষ্টি আম চাষি এবং আম ব্যবসায়ীদের সব হিসেব উল্টে দিতে বসেছে। এক বছর আমের ফলন ভাল না হলে, পরের বছর ভাল হয়। এটাই আমের ধরন। সেই হিসেবে এ বার আমের ফলন বেশি হওয়ার কথা ছিল। কিন্তু মুকুল আসার সময় থেকে ফল পুষ্ট হয়ে পর্যন্ত বার বার খেয়ালি আবহাওয়ায় বিভিন্ন জায়গায় আমের ফলন মার খেতে চলেছে। বিশেষ করে রাজ্যের সিংহ ভাগ আম যে জেলা থেকে আসে সেই মালদহে। তবে আবহাওয়ার এই অবস্থায় মালদহের বিশেষ করে একটি প্রজাতির আম এবং মুর্শিদাবাদের বেশির ভাগ প্রজাতির আমের ফলন ভাল হবে বলেই আশা করছেন আম চাষি এবং বিজ্ঞানীরা। আলিপুর আবহাওয়া দফতরের কৃষি সুপারিশ বিভাগের বিজ্ঞানীরা জানাচ্ছেন, বৃষ্টিতে মাটিতে রস ঢোকায় বিভিন্ন গাছে যে সব আম রয়ে গিয়েছে, সেগুলির স্বাদ ভাল হবে বলেই আশা করা যায়। তবে আম জনতার আমের জোগান দেয় মালদহ, আর মুর্শিদাবাদ থেকে আসে কদরের আম। সেই মালদহের আমের ফলনেই প্রভাব ফেলেছে কালবৈশাখী।
বিস্তারিত...
মাওবাদীদের কবলে মা,
পুলিশে চাকরি চান পানমণি
কিংশুক গুপ্ত • লালগড়
মেয়েকে আগলে রেখেছিলেন মা। যেতে দেননি জঙ্গি-স্কোয়াডে। ফতোয়া অগ্রাহ্য করার ‘অপরাধে’ মা-কেই তুলে নিয়ে গিয়েছিল মাওবাদীরা। দেড় বছর কেটে গিয়েছে। মা-কে খুঁজতে এখন পুলিশে চাকরি চান লালগড়ের কাঁটাপাহাড়ি এলাকার জঙ্গলে ঘেরা টেসাবাঁধ গ্রামের পানমণি মাণ্ডি। চলতি ফেব্রুয়ারিতে জুনিয়র কনস্টেবল পদে খড়্গপুরের সালুয়ায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হন পানমণি। ২৫ মার্চ মেদিনীপুরে লিখিত পরীক্ষা দেন। শনিবার ফল বেরিয়েছে। তিনি অকৃতকার্য হয়েছেন। ভেঙে না পড়ে পরের বার ফের পরীক্ষায় বসার সঙ্কল্প নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের এই তরুণী। তাঁর কথায়, “মায়ের মতো অনেকেই এখনও নিখোঁজ। তাঁরা কোথায় আছেন, কেমন আছেনকেউ জানে না। আতঙ্কে হয়তো জানার চেষ্টাও করে না। আমিও এক সময় আতঙ্কে থাকতাম। এলাকাবাসীর ভয় কাটানোর জন্য পুলিশে চাকরি করতে চাই। মা-কেও খুঁজব।” নিজের অবস্থা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন বলে পানমণি জানান। জমি নেই। আছে বলতে টিনের ছাউনি দেওয়া ছোট্ট মাটির বাড়ি। পানমণির বাবা ধীরেন মাণ্ডি শারীরিক ভাবে অশক্ত। মা মাধবীদেবীই ছিলেন সংসারের কর্ত্রী।
বিস্তারিত...
তৃণমূল নেতাকে মারে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী আগের দিনই ‘দলে গোষ্ঠীবাজি না করার’ নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রবিবারই এক তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল বর্ধমানের মঙ্গলকোটে। গুরুতর জখম হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তৃণমূলের মঙ্গলকোট ব্লক কমিটির সদস্য কাজি আনোয়ারুল হক। এই ঘটনায় জড়িতদের ধরার দাবিতে মঙ্গলকোটের নানা জায়গায় পথ অবরোধ করেন প্রহৃত নেতার অনুগামীরা। পুলিশ গিয়ে অবরোধ তোলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকালে নতুনহাট-গুসকরা রাস্তার পাশে দোকান খুলছিলেন আনোয়ারুল। এলাকায় তিনি আনু কাজি নামে পরিচিত। সেই সময়ে তিনটি মোটরবাইকে চড়ে কয়েক জন সেখানে আসে। বেগতিক বুঝে আনু কাজি দোকানের উপরে দোতলায় উঠে যান। দুষ্কৃতীরা সেখানে গিয়ে রড, লাঠি দিয়ে মারধর করে। প্রথমে তাঁকে নতুনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরে বর্ধমান মেডিক্যালে স্থানান্তর করা হয়। মারধরের পরে দুষ্কতীরা বোমা-গুলি ছুড়ে গুসকরার দিকে চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বিস্তারিত...
বধূর গয়না ছিনতাই রুখতে গিয়ে প্রহৃত বর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ভ্যালেন্টাইন্স ডে-র রাতে দুষ্কৃতীদের হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে খুন হতে হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাসকে। বারাসতের ভিআইপি এলাকায় জেলাশাসকের বাংলোর সামনে। বছর ঘুরতে না-ঘুরতেই, রবিবার ভরসন্ধ্যায় নববধূর গয়না ছিনতাই রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন তাঁর স্বামী। সেই বারাসতেই। রাজীব-হত্যার জায়গা থেকে আড়াই-তিন কিলোমিটার দূরে, জগদিহাটা কাজিপাড়ার কাছে যশোহর রোডের উপরে। আনিসুর রহমান নামে ওই যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নবদম্পতির কিছু গয়না খোয়া গিয়েছে। আজ, সোমবার দুপুরেই বারাসত স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই উপলক্ষে ২৪ ঘণ্টা আগে থেকেই বারাসত এলাকায় যশোহর রোড (৩৫ নম্বর জাতীয় সড়ক) জুড়ে চলছিল পুলিশি টহলদারি ও গাড়ি-তল্লাশি। এর মধ্যে রাজপথে নবদম্পতির পথ আটকে বেশ কিছু ক্ষণ ধরে পাঁচ দুষ্কৃতীর দৌরাত্ম্য সার্বিক ভাবে বারাসতেরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিল। এ দিনের ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করলেও বাকিরা পলাতক। ঠিক কী ঘটেছিল এ দিন?
বিস্তারিত...
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে ফের ধৃত সিপিএম কর্মী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল সিআইডি। ধৃত অর্ণব ঘোষের বাড়ি কেশপুরের আনন্দপুর থানার উত্তর পিয়াশালায়। শনিবার গভীর রাতে ঘাটাল থানার নতুকে এক আত্মীয়বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি-র একটি দল। বছর সাতাশের অর্ণব দীর্ঘদিন ধরেই ‘পলাতক’ ছিলেন। তাঁকে ‘পলাতক’ হিসেবে চিহ্নিত করেছিল মেদিনীপুর আদালত। আদালতের নির্দেশ অমান্য করে পালিয়ে বেড়ানোর জন্য রবিবারই আনন্দপুর থানায় একটি মামলা রুজু করা হয়। এ দিন দুপুরে ধৃতকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হলে পালিয়ে বেড়ানোর মামলায় ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক সুজিত বন্দ্যোপাধ্যায়। আর কঙ্কাল-কাণ্ডের সওয়াল করতে গিয়ে অভিযুক্তপক্ষের আইনজীবী বিশ্বনাথ ঘোষ জানান, ঘটনার সময়, অর্থাৎ ২০০২ সালের ২২ সেপ্টেম্বর অর্ণবের বয়স ছিল ১৭ বছর ১ মাস। তাই সিআইডি তাঁকে হেফাজতে চাইতে পারে না। বিষয়টি জুভেনাইল আদালতের বিচার্য বিষয়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
জড়াবেন না দৈনন্দিন কাজে,
এমডি-র চিঠি চেয়ারম্যান
কে
চিটফান্ড সংস্থার প্রতারণা,
অভিযোগ আলিপুরদুয়ারে
দক্ষিণবঙ্গ
পুড়ে মৃত বধূ,
খুনের অভিযোগ
চাকরি দেওয়ার নামে
প্রতারণা, সিপিএম
নেতা-সহ ২ জন ধৃত
বর্ধমান
জেলা ভাগের তোড়জোড়,
সীমানা নিয়ে মতবিরোধ
‘ভুয়ো’ কর্মীদের নামে আসা মজুরি আত্মসাতের নালিশ
পুরুলিয়া
পুরুলিয়ায় তৈরি
চেয়ারম্যান পদ
প্রযুক্তি ব্যবহারের
দাবি পঞ্চায়েতে
মুর্শিদাবাদ
১৩ কংগ্রেস
সদস্য তৃণমূলে
মেদিনীপুর
ঝড়-শিলাবৃষ্টিতে চাষের
ব্যাপক ক্ষতি কেশপুরে
দু’টি অঘটনেরই
বিহিত চায় শহর
কলকাতা
৩৩.১/২৪.৭
আজকের দিনে
• ১৯৬৬:
মার্কিন অভিনেত্রী
সিন্থিয়া নিক্সনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.