|
|
|
|
পুড়ে মৃত বধূ, খুনের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানার নন্দীবাগান লেনে। পুলিশ জানায়, মৃতার নাম অনুষ্কা পাণ্ডে (২২)। তাঁর বাবা দীননাথ মিশ্রের অভিযোগ, পণের দাবিতে বেশ কিছু দিন ধরে অনুষ্কার উপরে নির্যাতন চলছিল। অনুষ্কার স্বামী, শাশুড়ি ও ননদ পালিয়ে গেলেও তাঁর শ্বশুর রাজকুমার পাণ্ডেকে আটক করেছে পুলিশ। রাজকুমারবাবু কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট।
পুলিশ সূত্রে খবর, বছর দুই আগে মনোজ পাণ্ডে নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় অনুষ্কার। তথ্যপ্রযুক্তি কর্মী মনোজ চাকরি সূত্রে কেনিয়ায় থাকেন। সম্প্রতি বাড়িতে এসেছিলেন। অনুষ্কার বাপের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়ায়। মেয়ের দগ্ধ হওয়ার খবর পেয়ে বালিয়া থেকে রবিবার ভোরে হাওড়ায় আসেন দীননাথবাবু। তাঁর দাবি, শনিবার সকালে অনুষ্কা তাঁর কাকাকে ফোনে জানান, শ্বশুরবাড়ি থেকে পণ বাবদ একটি গাড়ি ও নগদ তিন লক্ষ টাকার জন্য তাঁকে বারবার চাপ দেওয়া হচ্ছে।
পুলিশ জেনেছে, শনিবার দুপুরে অনুষ্কার শ্বশুরবাড়ি থেকে দীননাথবাবুকে ফোনে জানানো হয়, অনুষ্কা গায়ে আগুন দিয়েছেন। তিনি গুরুতর জখম। অনুষ্কাকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হতে দেখে তাঁকে পাঠানো হয় কলকাতার বিশুদ্ধানন্দ হাসপাতালে। সেখানেই রাতে অনুষ্কা মারা যান। রবিবার অনুষ্কার বাবা হাওড়ায় পৌঁছে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করতে যান। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ প্রথমে তাঁর কথায় আমল দেয়নি। দীননাথবাবু বলেন, “প্রথমে গোলাবাড়ি থানার পুলিশ অভিযোগ নিতে চায়নি। পরে দুপুরের দিকে অভিযোগ দায়ের হয়।” এ বিষয়ে হাওড়ার অতিরিক্ত ডেপুটি কমিশনার রশিদমুনির খানের দাবি, “পুলিশের দেরি করে অভিযোগ নেওয়ার কথাটি ঠিক নয়। তদন্ত ঠিক সময়েই শুরু হয়েছে। রাজকুমারবাবুকে জেরা করছে পুলিশ।” |
|
|
|
|
|