১ কোনও স্থানের মূল বাসিন্দা।
৪ এটি থাকা ভাল কিন্তু অতিরিক্ত
হলে বিপর্যয় ডেকে আনে।
৭ স্বামীর অন্য পত্নী।
৯ লেখা হয়েছে এমন।
১০ বকুল ফুলের পাপড়ি।
১১ এটি বেশি মানেই পতন
অবশ্যম্ভাবী।
১৩ ইন্দ্রের আবাস বা গৃহ।
১৫ লাঠি নিয়ে মারামারি করে এমন লোক।
১৬ এমন মন্তব্য কেউ পছন্দ করেন না।
১৭ সংগীতের পাঁচ মাত্রার তালবিশেষ।
১৯ লাল, রক্তবর্ণ।
২১ পরিত্রাণ বা নিষ্কৃতি।
২২ আনন্দে বা বিস্ময়ে
অনেকে যা হয়ে যায়।
২৩ ছোট ডিশ।
২৪ হেতু বা কারণ।
২৫ আর্দ্রতা।
২৬ এটি পাওয়ার অর্থ
সমাদর পাওয়া।
২৭ জল নিষ্কাশনের পথ।
২৮ রুইমাছ।
৩০ বাঘের ডাক।
৩২ আত্মীয়-অনাত্মীয়।
৩৪ লোক-দেখানো ভাব।
৩৫ যে দরজা দিয়ে প্রবেশ করা হয়।
৩৭ কিংবা, পক্ষান্তরে।
৩৯ বিবেকানন্দের ছেলেবেলার নাম।
৪০ দুর্ভাগ্য।
৪১ একগুঁয়ে লোক। |
|
১ খাস বা খাঁটি।
২ বিধাতার বিধান।
৩ সিঁথির প্রান্ত।
৪ নিজের ক্ষমতার স্ফূরণ।
৫ আমূল পরিবর্তন।
৬ নিঃস্ব।
৭ সঙ্গীসাথি সঙ্গে নিয়ে।
৮ ব্যঙ্গে পাপীদের সমাবেশে
আসর সরগরম।
১১ হোমের সামগ্রী।
১২ গদ্যছন্দে কবিতা।
১৪ রামায়ণোক্ত রাক্ষস যার দৃষ্টিতে
শত্রু পুড়ে ছাই হয়ে যেত।
১৭ ‘চোখে আমার লাগে...।’
১৮ অর্জুনের রথ।
২০ রমণীয় কৃশতা।
২১ পরপর, ক্রমাগত।
২৫ সিংহের প্রস্থানের সময়
বারবার পিছনে তাকানো।
২৯ চাল।
৩১ মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা।
৩২ মিটমাট, মীমাংসা।
৩৩ যুদ্ধসংক্রান্ত বিদ্যা।
৩৪ অবতারণা, প্রস্তাবনা।
৩৬ দাদাঠাকুর এমন মানুষ ছিলেন।
৩৭ সাড় বা অনুভূতি নেই।
৩৮ ঘরের সংলগ্ন অলিন্দ। |