আজকের শিরোনাম
পলিটব্যুরোয় নতুন মুখ সূর্যকান্ত, রইলেন বুদ্ধদেবও
কোঝিকোড়ে সিপিএমের ২০তম পার্টি কংগ্রেসের শেষ দিনে পলিটব্যুরোর নতুন সদস্যদের নাম ঘোষিত হল। পশ্চিমবঙ্গ থেকে পলিটব্যুরোয় নতুন মুখ, রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এ ছাড়া এলেন সিটু-র সর্বভারতীয় সভাপতি এ কে পদ্মনাভন, এম এ বেবি। এ রাজ্য থেকে এত দিন সদস্য ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু ও নিরুপম সেন। অব্যাহতি চাইলেও বুদ্ধবাবুকে পলিটব্যুরোয় রাখা হয়েছে। পাশাপাশি এ বারও পলিটব্যুরোয় জায়গা পেলেন না কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন। বয়সের কারণে সরে গেলেন মহম্মদ আমিন। সূর্যকান্ত মিশ্রের নাম অন্তর্ভূক্ত হওয়ায় এখন সিপিএমের পলিটব্যুরোয় এ রাজ্যের সদস্য সংখ্যা হল ৪। অন্য দিকে দলের ৮৭ জনের কেন্দ্রীয় কমিটিতে রাজ্য থেকে উঠে এল নতুন ৩ মুখ, দীপক দাশগুপ্ত, রেখা গোস্বামী ও নৃপেন চোধুরী। কেন্দ্রীয় কমিটি থেকে সরে গিয়ে দলের কন্ট্রোল কমিটির চেয়ারম্যান হলেন বিনয় কোঙার। তৃতীয় বারের জন্য দলের সাধারণ সম্পাদক হলেন প্রকাশ কারাট।

দেশে ফিরলেন যুবরাজ
মা শবনম সিংহের সঙ্গে
যুবরাজ। দিল্লি বিমান বন্দরে
পিটিআইয়ের তোলা ছবি।
যুক্তরাষ্ট্রে কেমোথেরাপির পর কিছু দিন লন্ডনে কাটিয়ে আজ দেশে ফিরলেন যুবরাজ সিংহ। সকাল ৯.৫৫ নাগাদ যুবি দিল্লি বিমান বন্দরে নেমেছেন। দেশে ফেরা নিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর তাঁর অনুভূতি গত কাল ট্যুইট করে জানিয়েছিলেন যুবরাজ। শারীরিক ভাবে সুস্থ হলেও আপাতত মাঠে নামবেন না তিনি। চিকিত্সকদের পরামর্শ মেনে মাঠে নামতে আরও মাস কয়েক সময় লাগবে। মনে করা হচ্ছে এ বছরের শেষে যুবরাজ সিংহকে মাঠে দেখতে পাবেন দর্শকেরা। সকাল ১০.২৫ মিনিট নাগাদ বিমান বন্দর থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন যুবি ও তাঁর মা। বাড়ি পৌঁছে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছাদে উঠে সংবাদমাধ্যমের সামনে আসেন যুবি। দেশের প্রত্যেক খেলাপ্রেমী ও তাঁর শুভাকাঙ্খীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। যুবরাজ সিংহের মা জানিয়েছেন, ছেলের দেশে ফেরাটা তাঁর কাছে ভারতের আবার বিশ্বকাপ জেতার মতোই। এই আনন্দের দিনে যুবরাজের জন্য বাড়িতে স্পেশাল মেনু কী? প্রশস্ত হাসি মুখে যুবির মা বললেন, ‘ফুলকপির পরোটা’।

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, পরিষেবা ব্যাহত
নতুন সিগন্যাল ব্যবস্থার কারণে গত কাল রবিবার মেট্রো চলাচল ছিল অনিয়মিত। দুর্ভোগ হয় অসংখ্য যাত্রীর। অসন্তোষের সেই রেশ কাটতে না কাটতেই আজ ফের মেট্রো বিভ্রাট। এ বার আত্মহত্যার চেষ্টার কারণে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। আজ সকাল ৯.৪৬ মিনিট নাগাদ শ্যামবাজার স্টেশনে কবি সুভাষগামী একটি মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর পঞ্চাশের এক ব্যাক্তি। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় গুরুতর আহত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে সেন্ট্রাল থেকে দমদম পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। প্রায় ৫০ মিনিট পর সকাল ১০.৩৪ মিনিট নাগাদ ফের স্বাভাবিক হয় মেট্রো চলাচল।

হাইকোর্টে চরম বিভ্রান্তি, শেষে কাটল জটিলতা
কলকাতা হাইকোর্টে আজ ৭ জন বিচারপতির শপথ নেওয়ার কথা ছিল। এ বিষয়ে ছিল রাষ্ট্রপতির অনুমোদনও। কিন্তু সবুজ সংকেত মেলেনি রাজ্যের তরফ থেকে। তাই সকাল ১০টায় শপথ নিতে পারেননি ওই ৭ বিচারপতি। হাইকোর্ট-সূত্রে পাওয়া এই খবরকে কলকাতা হাইকোর্টের দেড়শো বছরের ইতিহাসে নজিরবিহীন বলে জানিয়েছিল আইনজীবীমহল। তবে দুপুরবেলা এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা আসায় দুপুর সাড়ে তিনটে নাগাদ এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে হাইকোর্ট-সূত্রে জানানো হয়েছে। শপথ নিতে না পারার ঘটনা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল সকালবেলা জানিয়েছিলেন, ‘‘রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে সমস্ত নথি পাঠানো হয়েছে।’’ ৭ বিচারপতির শপথগ্রহণ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল, এমনকী ওই বিচারকদের নির্দিষ্ট এজলাসে আজ বিচার্য বিষয়ের শুনানি নিয়ে বসার কথাও ছিল। কিন্তু শপথ না নিতে পারায় সমস্ত প্রক্রিয়াটাই আটকে যায়। গত ৫ তারিখের বিচার্য বিষয় নিয়ে আজ শুনানি হবে বলে জানানো হয়। ফলে আইনজীবীরা প্রস্তুত না থাকায় বিভিন্ন এজলাসে কাজ হয়নি। তবে সাড়ে তিনটের সময় শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার খবরে আপাতত জটিলতা কাটল কলকাতা হাইকোর্টে।

নোনাডাঙা বস্তি উচ্ছেদ কাণ্ডে গ্রেফতার ৭
নোনাডাঙা বস্তি উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে রবিবার গ্রেফতার হয়েছিলেন ৬৮ জন। তাঁদের মধ্যে ৬১ জনকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হলেও ৭ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হচ্ছে। আজ তাঁদের আদালতে তোলা হবে। বস্তি উচ্ছেদ রুখতেই সম্প্রতি তৈরি হয়েছে বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। গত বুধবার সেই কমিটির নেতৃত্বে একটি মিছিলের উপরে লাঠি চালায় পুলিশ। লাঠির আঘাতে এক অন্তঃসত্ত্বা মহিলা-সহ বেশ কয়েক জন আহত হন। সে কারণে রবিবারের মিছিল ঘিরে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগেই আগাম ব্যবস্থা হিসেবে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে ৬১ জনকে ছেড়ে দিয়ে কেন এই ৭ জনের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। প্রতিরোধ কমিটির দেবলীনা চক্রবর্তী-সহ ৭ জনকে গ্রেফতারের প্রতিবাদে আজ কলেজ স্ট্রিট থেকে মহাকরণ অভিযানের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।

রবীন্দ্রভারতীতে অধ্যাপক নিগ্রহ, অসুস্থ শিক্ষক নার্সিংহোমে
বেশ কিছু দিন পর আবার শিক্ষক নিগ্রহের অভিযোগ উঠল। এ বার ঘটনাস্থল খোদ কলকাতা। নিগৃহীত অধ্যাপক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সদ্য প্রাক্তন বিভাগীয় প্রধান চিদানন্দ ভট্টাচার্য। ছাত্র বিক্ষোভের জেরে কয়েক দিন আগেই তিনি ওই পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। কিন্তু আজ ফের তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক ভট্টাচার্য। তাঁকে স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানাননি।

মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হাওড়ায়
মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় ৫০ জন। ঘটনাস্থল হাওড়ার শ্যামপুর। আজ দুপুরে সেখানে মিড ডে মিলের খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে তারা। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা। জেলা প্রশাসন জানিয়েছে এই বিষয়ে খুব শীঘ্রই তদন্ত শুরু করা হবে।

খাদ্য ভবনে আগুন, ঘটলাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
এ বার আগুনের কবলে সল্টলেকের খাদ্য ভবন। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ খাদ্য ভবনের তৃতীয় তলের একটি সুইচ বোর্ড থেকে আগুলের ফুলকি ও ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয় পুলিশ ও দমকল কর্তৃপক্ষকে খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন চলে আসে। দমকল কর্মীদের তত্পরতায় খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এই আগুন নিয়ে কর্মী ও স্থানীয় মানুষজনের মধ্যে চাঞ্চল্য ছড়ালেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে প্রায় ১৫ মিনিটের মধ্যেই।

গার্ডেনরিচে বাড়িতে বোমা বিস্ফোরণ, গ্রেফতার ১
গার্ডেনরিচে বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আজ সকালে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ জাহিরুল শেখ। আজই তাকে আলিপুর কোর্টে তোলা হবে। মেটিয়াবুরুজ থানা এলাকার মসজিদতলা লোহাগলির ওই বাড়িতেই রবিবার রাতে বোমা ফেটে প্রাণ হারিয়েছিলেন এক মহিলা-সহ দু’জন। রাত ৯টা নাগাদ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পাঁচটি শিশু-সহ গুরুতর আহত হয়েছিলেন ১০ জন। পুলিশ জানিয়েছে, বোমা রাখার ব্যাপারে জাহিরুলকে জেরা করার জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে।

খিদিরপুরে তালা ভেঙে ফ্ল্যাটবাড়িতে চুরি
খিদিরপুরের ৩২ কার্ল মার্কস সরণির একটি ফ্ল্যাটবাড়িতে সাতসকালেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আজ। নগদ দেড় লাখ টাকা-সহ ৩-৪ লাখ টাকার সোনা-রুপোর গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে ওয়াটগঞ্জ থানার পুলিশ। ওই ফ্ল্যাটবাড়ির মালিক রিজওয়ানা বেগম জানিয়েছেন, তিনি আজ ভোর ৪টে নাগাদ দরজায় তালা গিয়ে কাজে বেরিয়েছিলেন। সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে দেখেন, মূল দরজা-সহ সমস্ত দরজার তালাই ভাঙা। ঘরে ঢুকে দেখেন, আলমারি ভেঙে সোনা-রুপোর গয়না-সহ নগদ টাকাও চুরি হয়েছে। থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বসিরহাটে বাস থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই
বসিরহাটের মাটিয়ার কাছে বাসযাত্রী এক ব্যবসায়ীর কাছ থেকে দুষ্কৃতিরা ছিনতাই করল প্রায় সাড়ে ১০ লাখ টাকা। ভিড়ে ঠাসা বাস থেকে প্রায় ফিল্মি কায়দায় এই টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। ব্যবসার কাজে ব্যাগভর্তি ওই টাকা নিয়ে বাসে করে যাচ্ছিলেন তিনি। হঠাত্ই অস্ত্র দেখিয়ে ওই টাকা দিয়ে দিতে বলে দুষ্কৃতিরা। ব্যাগ দিতে অস্বীকার করায় তাঁকে অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। বসিরহাট থানায় ওই ব্যবসায়ীর করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বসিরহাটের ব্যবসায়ীমহলে।

গ্রামবাসীদের হাতে ধরা পড়ল ডাকাত
পেট্রোল পাম্পে ডাকাতি করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে শেষ পর্যন্ত পুলিশি গ্রেফতার এড়াতে পারল না ৬ ডাকাত। ঘটনাটি ঘটেছে তমলুকের শাবলগড়ায়। গ্রামবাসীরা ডাকাতির খবর পেয়ে তাড়া করে ধরে ফেলে ডাকাতদের, তার পর গণপ্রহার শুরু করে। এর পরেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। গ্রেফতার করা হয়েছে ৬ ডাকাতকে।

পথ অবরোধ মালদহে
মালদহে দুর্গত অসংখ্য মানুষ। ত্রাণের দাবিতে তাঁরা চাঁচল ও রতুয়ায় পথ অবরোধ করলেন। চাঁচলে বাহারাল রাজ্য সড়ক আটকে রাখা হয়েছে। যদিও প্রশাসন এই বিষয়ে নির্বিকার বলে অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.