l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• মুম্বই থেকে গ্রেফতার লক্ষ্মণ শেঠ
• দীনেশকে পদত্যাগের নির্দেশ
• শতবর্ষে পদার্পণ বিশ্বশ্রী মনোহর আইচের
বিস্তারিত...
মাঝ-মাসের হাওয়াবদলে
‘আপনার রান্নাঘরে’
গৃহিণীর এক্সপেরিমেন্টে
পরিচিত ঘুগনির
‘স্বাদবদল’
। সঙ্গে
‘সংবাদের হাওয়াবদল’-এ
মুঠোয় ভরা খবর থেকে হোলির রঙে সাজানো ফোটো গ্যালারি।
জিটিএ-নির্বাচন নয় তরাই-ডুয়ার্স
না পেলে, অনড় মোর্চা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
নির্বাচনের আগে রাজনৈতিক বাধ্যবাধকতার প্রশ্নে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) এলাকার মধ্যে তরাই এবং ডুয়ার্সকে অন্তর্ভুক্ত করার দাবি তুলল গোর্খা জনমুক্তি মোর্চা।শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গে বৈঠকের পরে মোর্চা নেতারা বলেছেন, “তরাই ও ডুয়ার্সকে অন্তর্ভুক্ত না করে জিটিএ-র নির্বাচন করা যাবে না। আমাদের বাধ্যবাধকতা রয়েছে।” যদিও মুখ্যসচিব স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে তেমন হওয়ার সম্ভাবনা নেই। বরং জিটিএ-এলাকায় যত দ্রুত সম্ভব নির্বাচন মেটাতে চায় সরকার। দার্জিলিং পাহাড়ে রাজনীতির গতিপ্রকৃতির পর্যবেক্ষকদের অনুমান, দু’পক্ষ ‘অনড়’ থাকলে, পাহাড়ে ফের ‘সংঘাতের’ ক্ষেত্র তৈরি হতে পারে। তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে সমতলেও। বস্তুত, বৃহস্পতিবারেই জিটিএ-তে তরাই-ডুয়ার্সের অন্তর্ভুক্তির চেষ্টার বিরোধিতায় তরাই-ডুয়ার্সের নানা এলাকায় রেল অবরোধে নামে ১১টি সংগঠনের যৌথ মঞ্চ। যদিও মুখ্যসচিব বলেছেন, “মোর্চার এই দাবির কারণে নতুন কোনও সঙ্কট তৈরি হল বলে মনে করি না।” জিটিএ আইন কার্যকর করে বুধবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। বৃহস্পতিবার ‘জিটিএ নির্বাচনী বিধি’ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়। এটাই নির্বাচনের মাধ্যমে ৪৫টি আসন বিশিষ্ট জিটিএ গঠনের লক্ষ্যে প্রথম ধাপ।
বিস্তারিত...
হামলায় বন্ধ সেতু তৈরির কাজ, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কোলাঘাট
এক দল যুবকের হামলায় শুক্রবার বন্ধ হয়ে গেল কোলাঘাটে রূপনারায়ণ নদের উপরে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যে ঠিকাদার সংস্থা কাজটি করছে তাদের কর্তাদের বক্তব্য, হামলাকারীদের সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা ছিলেন। সংস্থার কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। বাগনান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে ঠিকাদার সংস্থার কর্তারা জানিয়েছেন। কোলাঘাটে রূপনারায়ণের উপরে পুরনো সেতুটি বিপজ্জনক হয়ে পড়েছে। সেই কারণে ২০০৩ সালে মুম্বই রোড চার লেনে সম্প্রসারণের সময়েই পুরনো সেতুর পাশে একটি নতুন সেতু তৈরির কাজ শুরু করে জাতীয় সড়ক সংস্থা। যে ঠিকাদার সংস্থা সেতু নির্মাণের দায়িত্বে ছিল, টাকার অভাবে কাজ অসম্পূর্ণ রেখে তারা ২০০৬ সালে রণে ভঙ্গ দেয়। বারবার চেষ্টা করেও অসম্পূর্ণ দ্বিতীয় সেতুর কাজ শেষ করার জন্য নতুন ঠিকাদার মেলেনি। মুম্বই রোড চার থেকে ছয় লেনে সম্প্রসারিত হচ্ছে। এই কাজটির বরাত পেয়েছে যে ঠিকাদার সংস্থা তারাই ২০১১ সালের এপ্রিল থেকে অসম্পূর্ণ সেতুটির কাজে হাত দিয়েছে। যদিও তারা আবার সেতু তৈরির কাজে বিশেষজ্ঞ অন্য একটি ঠিকাদার সংস্থাকে দিয়ে কাজটি করাচ্ছে। সেতুর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।
বিস্তারিত...
নদিয়ার পর মুর্শিদাবাদ, সভাপতি বদল তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
নদিয়ার পরে মুর্শিদাবাদ। দলীয় নেতৃত্বের রাশ মন্ত্রীদের হাত থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল তৃণমূল। সেই সিদ্ধান্তের জেরে মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি হলেন মহম্মদ আলি। রাজ্যের মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহাকে সরিয়ে তরুণ এই নেতাকে দায়িত্ব দেওয়া হল। এর আগে নদিয়ায় উদ্যানপালণ দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে সরিয়ে পুণ্ডরীকাক্ষ সাহাকে (নন্দ) দলের দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, “দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী মহম্মদ আলিকে সভাপতি করা হয়েছে।” তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, মন্ত্রী হওয়ার জন্য সুব্রতবাবু দলের কাজে পুরো সময় দিতে পারছিলেন না। কিন্তু মুর্শিদাবাদে দলের কাজ বেড়েছে। ইতিমধ্যেই প্রাক্তন জেলা সভাধিপতি সিদ্দিকা বেগম, জেলা পরিষদের বিরোধী দলনেতা বাণী ইসরায়েল-সহ বেশ কয়েক জন জেলা পরিষদ সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। বেশ কয়েকটি পুরসভার কংগ্রেসের সদস্যেরা তৃণমূল ভবনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। অধীর-দূর্গে ধস নামাতে উদ্যোগ নিয়েছে তৃণমূল নেতৃত্ব। সে কারণে দলের ঐক্য রেখে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে উপযুক্ত সেনাপতি খোঁজার কাজ শুরু হয়েছিল।
বিস্তারিত...
জঙ্গলমহলে নিখোঁজদের নিয়ে
সেই উদাসীন প্রশাসন
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
জঙ্গলমহল এখন ‘আপাত শান্ত’। প্রশাসনেরও দাবি, গত ২৪ নভেম্বর জামবনির বুড়িশোলের জঙ্গলে কিষেণজি নিহত হওয়ার পর মাওবাদীরা অনেকটাই ‘কোণঠাসা’। মাওবাদী-দলের অনেকে হয় ধরা পড়েছে, না-হয় আত্মসমর্পণ করেছে। আরও অনেকে গত দু’-তিন বছরে যৌথ বাহিনীর অভিযানে নিহতও হয়েছে। ইতিমধ্যে রাজ্যেও ঘটেছে পালাবদল। সব মিলিয়ে আগের চেয়ে অনেকটাই ‘স্থির’ জঙ্গলমহল। কিন্তু এই আপাত ‘শান্তি’ কতটুকুই বা প্রলেপ দিতে পেরেছে স্বজনহারা অগণন অশান্ত মনে? সন্ত্রাসের দিনগুলোয় অনেকেরই প্রাণ গিয়েছে অকালে। জীবনের ক্ষয় পক্ষ-নির্বিশেষেই। আরও অনেকে স্রেফ উধাও হয়ে গিয়েছেন। তালিকা বেড়েছে নিখোঁজের। সেই সব নিখোঁজের পরিজনেদের মানসিক যন্ত্রণা অন্য মাত্রার। স্ত্রী জানেন না, স্বামী বেঁচে না নিহত! সন্তান জানে না, তার বাবা আর আছে কি না! অসহায়, অস্থির দিনযাপন পরিজনেদের। সরকারি তরফে আপাত শান্তির বার্তায় কী-ই বা এসে যায় তাঁদের? তাঁরা জানতে চান, প্রিয়মুখ আর কি ফিরবে ঘরে? তাঁদের জিজ্ঞাসা আর্তনাদ হয়েই ফিরছে জঙ্গলমহলের আকাশে-বাতাসে। আপাত শান্তির সময়েও তাই অস্থিরতা অনেকেরই মনের আনাচে-কানাচে। ২০০৯-এর ২৪ জুন লালগড়ের ঝিটকার বছর একত্রিশের সজল সাহা ও তাঁর বন্ধু শালবনির ঢ্যাংবহড়ার সঞ্জয় দাস রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। সজলবাবু বাস-কনডাক্টর। আর শালবনির ভীমপুর বাজারে ইলেকট্রনিক্স জিনিসপত্রের দোকান ছিল সঞ্জয়বাবুর। ব্যক্তিগত কাজে দুই বন্ধু একটি মোটরবাইকে ঝিটকার জঙ্গলপথে গোয়ালতোড় যাচ্ছিলেন। আচমকা কয়েকটা বোতল হাতে ঝিটকার বাড়িতে ফিরে আসেন সজলবাবু।
বিস্তারিত...
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল ময়ূরেশ্ব থানার দু’টি পঞ্চায়েত এলাকায়। কোথাও ভুয়ো টিপ ছাপ দিয়ে, কোথাও বা কাজ না করিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান, গ্রামোন্নয়ন সমিতির সচিব কিংবা সুপার ভাইজারের বিরুদ্ধে। বিডিও-র কাছে লিখত ভাবে তদন্তের দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির আর্জি জানিয়েছেন বাসিন্দারা। বিডিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ বছর জানুয়ারি মাসে দাসপলশা পঞ্চায়েতের পক্ষ থেকে বীরনগরী গ্রামের মোড়ল পুকুরের পাড় সমান করার জন্য ১০০ দিনের প্রকল্পে ৮৩ হাজার ২০০ টাকা বরাদ্দ হয়। ওই কাজ দেখাশোনার জন্য বিশ্বজিৎ মণ্ডলকে সুপারভাইজার নিয়োগ করা হয়। সদস্য সংখ্যার নিরিখে পঞ্চায়েত সিপিএমের। কিন্তু তফসিলি মহিলাদের জন্য আসন সংরক্ষিত হওয়ায় প্রধান হয়েছেন বিজেপির প্রতিমা বাগদি। অভিযোগ, গ্রামোন্নন সমিতিকে অন্ধকারে রেখে সুপারভাইজার ও প্রধান যোগসাজোস করে প্রকল্পের টাকা আত্মসাৎ করছেন। গ্রামোন্নয়ন সমিতির সভাপতি তথা সিপিএমের পঞ্চায়েত সদস্য বৈদ্যনাথ মণ্ডল বলেন, “বরাদ্দ টাকায় ৬৪০ জন মজুরের কাজ করার কথা। কিন্তু কাজ করানো হয়েছে ২০৪ জনকে। বাকি টাকা প্রধানের যোগসাজোসে কাজ করেনি এমন মজুরের নামে কিংবা তিন দিন কাজ করা মজুরের নামে সাত দিনের ভুয়ো মাস্টাররোল করে টিপ ছাপ দিয়ে টাকা তুলে নিয়েছেন সুপারভাইজার।”
বিস্তারিত...
ট্রেনে লুঠপাটের দায়ে পাঁচ দুষ্কৃতীর কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া
চার বছর আগে একটি ট্রেনের মহিলা কামরায় যাত্রীদের মারধর এবং লুঠপাটের দায়ে পাঁচ দুষ্কৃতীকে ১০ বছর সশ্রম কারাদন্ডের সাজা দিল চুঁচুড়া আদালত। শুক্রবার ওই আদালতের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্যামলকুমার বিশ্বাস ওই রায় দেন। বেআইনি অস্ত্র রাখার দায়ে এক জনকে আরও দু’বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের নাম শেখ নাসির, বাবাই নস্কর, সানি গোস্বামী, সুভাষ গোস্বামী এবং বাবাই হালদার। সকলেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা। সানি গোস্বামীর কাছে অস্ত্রশস্ত্র ছিল। ২০০৮ সালের ২৫ এপ্রিল দুপুরে আপ শিয়ালদহ-রামপুরহাট প্যাসেঞ্জারে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ার সময়েই ওই পাঁচ দুষ্কৃতী তাতে উঠেছিল। মগরায় তারা মহিলা কামরায় ওঠে। ছুরি, ভোজালি উঁচিয়ে মহিলাদের উপর তারা চড়াও হয়। সকলকে গয়নাগাটি খুলে দিতে বলে। বিউটি বারুই নামে এক মহিলা প্রতিরোধের চেষ্টা করলে তাঁর হাতে ভোজালির কোপ বসিয়ে দেয় এক দুষ্কৃতী। ১০-১২ জন মহিলার গলার হার, কানের দুল, আংটি, চুরি, ঘড়ি, টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
পরীক্ষাকেন্দ্রের পথে
মৃত ছাত্রী
মেয়েকে রেখে পরীক্ষায়
সদ্য-মা
দক্ষিণবঙ্গ
বিদ্যুতের খুঁটি থেকে ঝুলতে দেখেই ক্ষোভে মার, ভাঙচুর
স্কুলছাত্রকে খুনের
চেষ্টা করে বন্ধুরাই
বর্ধমান
ট্রাক্টরের ধাক্কায় ছাত্রের মৃত্যু, মারধর চালককে
বহুতল নির্মাণে বেনিয়ম, অভিযোগ প্রতিবেশীদের
পুরুলিয়া
অঙ্গনওয়াড়ি সহায়িকা
নিয়োগে ‘বেনিয়ম’
নিম্নমানের কাজের
অভিযোগ
মুর্শিদাবাদ
ডোমকলে আগুনে ছাই ২৬টি বাড়ি
দুর্ঘটনায় জখম
৯ পরীক্ষার্থী
মেদিনীপুর
তমলুকের ব্যাঙ্কে সমবায়
দফতরের প্রতিনিধি
মাওবাদীদের হাতে নিহত ১৬ জনের পরিবারকে ক্ষতিপূরণ
কলকাতা
৩৩.৮/২২.২
আজকের দিনে
• ১৯৯০:
ব্যাডমিন্টন তারকা
সাইনা নেহ্ওয়ালের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
বিশেয কারণবশত এই সপ্তাহের ‘
কলকাতা উত্তর, পূর্ব, দক্ষিণ
’ ও ‘হাওড়া’ আগামীকাল প্রকাশিত হবে।
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.