আজকের শিরোনাম
মুম্বই থেকে গ্রেফতার লক্ষ্মণ শেঠ
মুম্বইয়ের চেম্বুর থেকে গ্রেফতার করা হল প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠকে। নন্দীগ্রাম পুনর্দখল মামলায় রাজ্য সিআইডির হাতে লক্ষণ-সহ গ্রেফতার হয়েছেন অশোক গুড়িয়া ও অমিয় সাহু। খবর দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরকে। গ্রেফতারের পর তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় থানায়। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষণ শেঠকে দীর্ঘ দিন ধরেই খোঁজা হচ্ছিল। গোপন সূত্রে নির্দিষ্ট খবর পেয়ে আজ পূর্ব মেদিনীপুরের এই তিন শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয় মুম্বই থেকে। তাঁদের তিন জনকেই ভবানী ভবনে নিয়ে আসা হবে। লক্ষণ শেঠের এই গ্রেফতার সিপিএমের পক্ষে যথেষ্ট বিড়ম্বনার হবে বলে মনে করছে রাজনৈতিক শিবির।

দীনেশকে পদত্যাগের নির্দেশ
রেল বাজেটে ভাড়া বাড়ানোর বিষয়টিকে কেন্দ্র করে দীনেশ ত্রিবেদীকে রীতিমত ভর্ত্সনা করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তাঁর রেল মন্ত্রীত্ব টিকে থাকা নিয়েও টানাপোড়েন শুরু হয়, ইস্তফা দেওয়া নিয়েও চলে জল্পনা। বিশেষ সূত্রে খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে পদত্যাগ করার জন্য আজ সকালে ফোন করেন। কিন্তু দীনেশ ত্রিবেদী জানান, পদত্যাগ করতে তাঁর কোনও আপত্তি নেই। তবে তাঁর ইস্তফা দেওয়ার নির্দেশ দলের পক্ষ থেকে অথবা দলনেত্রীর পক্ষ থেকে ফ্যাক্স মারফত্ জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নির্দেশ দিলেও তিনি পদত্যাগ করতে পারেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, রেলমন্ত্রী হওয়ার সময় কোনও লিখিত নির্দেশ লাগেনি, তবে পদত্যাগের সময় কেন? দীনেশ-বির্তকে কিছু মন্তব্য না করলেও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কাছে পরবর্তী রেলমন্ত্রী হিসাবে মুকুল রায়ের নাম ঘোষণা করেন। কার্যতই এই ঘোষণা করে ইউপিএ সরকারকে আরও একবার চাপে রাখতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক শিবির।

লঞ্চের টিকিট কাটা নিয়ে বচসা বাবুঘাটে
বাবুঘাটে লঞ্চের টিকিট কাটা নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একজন আরেক জনকে ঠেলে গঙ্গায় ফেলে দেয়। জলে পড়েই তলিয়ে যান ওই ব্যক্তি। এখনও নিখোঁজ তিনি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বিশুদ্ধানন্দ হাসপাতালে কর্মবিরতি কর্মীদের
কলকাতার চিত্পুরে বিশুদ্ধানন্দ হাসপাতালে কর্মবিরতি শুরু করল কর্মীরা। ফলে পরিষেবা ব্যাহত জরুরি বিভাগে। বহির্বিভাগে রোগীদের ভর্তিও বন্ধ হয়ে গেছে। অভিযোগ, গত রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় হাসপাতালে। মারধর করে কর্মীদের। তাই নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান তারা। ইতিমধ্যে দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে গোটা পরিস্থিতিতে রোগী ও তাদের আত্মীয়রা খুব সমস্যায় পড়েছেন।

শতবর্ষে পদার্পণ বিশ্বশ্রী মনোহর আইচের
পোশাকি নাম ‘পকেট হারকিউলিস’। আসল নাম মনোহর আইচ। দেহ সৌষ্ঠবের দুনিয়ায় বেশ পরিচিত নাম। অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলায় ১৯১৩ সালে জন্ম। ১৯৫১ সালে মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে সফলতার দৌড় শুরু করেন। এরপর ১৯৫২ ও ১৯৫৫ সালে ‘সর্ট হাইট’ বিভাগে যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেন। আজ শতবর্ষে পা রাখলেন তিনি। এই উপলক্ষে যুবভারতীতে তাঁকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।

রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা বিজেপি ও সপা-র
আগামী ৩০ মার্চ রাজ্যসভা নির্বাচন। আর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ। ইতিমধ্যে বিজেপি-র পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যে সব রাজ্য থেকে বিজেপি প্রার্থী দিতে চলেছে তা হল-
বিজেপি
রাজ্য প্রার্থী
বিহার রবিশঙ্কর প্রসাদ, ধর্মেন্দ্র প্রধান
হিমাচল প্রদেশ জে পি নড্ডা
রাজস্থান ভূপেন্দ্র যাদব
উত্তরপ্রদেশ বিনয় কাটিয়ার
মহারাষ্ট্র অজয় সঞ্চেতি
গুজরাত অরুণ জেটলি
ছত্তীসগঢ় ভূষণলাল জাগড়ে
মধ্যপ্রদেশ নাজমা হেপাতুল্লা, ক্যাপ্টেন সিংহ, থাবর চাঁদ গেহলত
সমাজবাদী পার্টি
নরেশ অগ্রবাল, কিরন্ময় নন্দ, ব্রিজভূষণ তিওয়ারি, অরবিন্দ সিংহ, মুনাওয়ার সেলিম

ধৃত মাওবাদীদের হেফাজতে সিদ্ধান্ত এনআইএ-র
কলকাতার কলেজ স্ট্রিট থেকে গত ২৯ ফেব্রয়ারিতে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের জেরা করে কার্তুজ তৈরির পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। কার্তুজ তৈরি করে সেইগুলো ছত্তীসগঢ়ে পাঠানোর পরিকল্পনার কথাও স্বীকার করে তারা। নিরাপত্তার স্বার্থে গোটা বিষয়টি এনআইএ-কে লিখিতভাবে জানায় এসটিএফ। এই ঘটনায় রীতিমত উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ২৮ মার্চ পর্যন্ত এসটিএফ-এর হেফাজতে থাকবে ধৃতেরা। তারপরই তাদের জেরা করার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আর্জি জানাবে এনআইএ।

বড়বাজারে উদ্ধার জাল নোট
কলকাতার বড়বাজারে ত্রিপল পট্টি থেকে ১৩ লক্ষ ৯৯ হাজার জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। এই ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে। ধৃতের নাম মোক্তার হোসেন। তিনি মালদহের কালিয়াচকের বাসিন্দা।

সিপিএম নেতা খুনে ধৃত এক
কেশিয়াড়িতে সিপিএম নেতা খুনে গ্রেফতার এক তৃণমূল সমর্থক। ধৃতের নাম প্রফুল্ল পাত্র। আজ তাকে মেদিনীপুর আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, গত ১১ মার্চ খুন হন বিমল সেনাপতি। তিনি দলের শাখা সম্পাদক ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.