নদিয়ার পর মুর্শিদাবাদ, সভাপতি বদল তৃণমূলে |
 |
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: নদিয়ার পরে মুর্শিদাবাদ। দলীয় নেতৃত্বের রাশ মন্ত্রীদের হাত থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল তৃণমূল। সেই সিদ্ধান্তের জেরে মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি হলেন মহম্মদ আলি। রাজ্যের মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহাকে সরিয়ে তরুণ এই নেতাকে দায়িত্ব দেওয়া হল। এর আগে নদিয়ায় উদ্যানপালণ দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে সরিয়ে পুণ্ডরীকাক্ষ সাহাকে (নন্দ) দলের দায়িত্ব দেওয়া হয়। |
|
ডোমকলে আগুনে ছাই ২৬টি বাড়ি |
নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল থানার ঘোড়ামারা পঞ্চায়েতের নিশ্চিন্তপুর গ্রামে আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে ২৬টি বাড়ি। শুক্রবার দুপুরে ওই আগুনে পুড়ে গিয়েছে বাড়ির যাবতীয় জিনিসপত্রও। আগুনে পুড়ে মারা গিয়েছে ৪টে গবাদি পশু। এ ছাড়াও পুড়ে গিয়েছে বেশ কিছু গবাদি পশু। তবে গ্রামবাসীদের দাবি, মোট ৩৫টি বাড়ি পুড়ে খাক হয়ে গিয়েছে। বহরমপুর থেকে দমকলের ১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। |
 |
|
 |
দুর্ঘটনায় জখম
৯ পরীক্ষার্থী |
|
টুকরো খবর |
|

ডাকঘর |
|
|